এখনো কি ফিরে আসার সময় হয়নি pdf বই ডাউনলোড। প্রতিটি প্রাণীর জন্যই আল্লাহ তাআলা মৃত্যুকে অবধারিত করে রেখেছেন । আল্লাহ তাআলার সত্তা ছাড়া কিছুই বেঁচে থাকবে না। মানুষের সংবিধান হিসেবে আল্লাহ তাআলা তাঁর কিতাব অবতীর্ণ করেছেন এবং তাদের সুশৃঙ্খল জীবনের জন্য প্রেরণ করেছেন রাসুলের আদর্শ। মানুষ সত্যের পথ থেকে বিচ্যুত হয়ে গেলে উদাসীনতা তাকে আচ্ছন্ন করে নেয়। আর এই অবস্থায়ই এক সময় তার মৃত্যু এসে যায় ।
কিন্তু তার এই মৃত্যু হয় সবচেয়ে মন্দ অবস্থায় যে ব্যক্তি মৃত্যুর ব্যাপারে সচেতন থেকে চলে, তাকে আল্লাহ তাআলা উত্তম অবস্থায় মৃত্যু দান করেন। আর যে মৃত্যুর ব্যাপারে উদাসীন হয়ে দুনিয়া ও দুনিয়ার যাবতীয় জিনিসের দিকে ছুটে যায়, তার মৃত্যু হয় সবচেয়ে নিকৃষ্ট অবস্থায়। আল্লাহর কাছে এ ধরনের মৃত্যু থেকে আশ্রয় প্রার্থনা করছি। মৃত্যুর ব্যাপারে সচেতন ও উদাসীন—এ দুই ব্যক্তির মাঝে বিস্তর পার্থক্য রয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
দুনিয়ার ব্যাপারে মানুষের প্রবঞ্চনা সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তাঁর কাছেই আমরা সাহায্য প্রার্থনা করছি এবং তাঁর কাছেই ক্ষমা প্রার্থনা করছি। অন্তরের মন্দ ভাব ও খারাপ কর্ম থেকে তাঁর কাছে আশ্রয় প্রার্থনা করছি। যাকে তিনি হিদায়াত দেন, তাকে পথভ্রষ্ট করার মতো আর কেউ নেই। আর যাকে তিনি পথভ্রষ্ট করেন, তাকে হিদায়াত দেওয়ার মতো আর কেউ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নেই ।
তিনি এক ও অদ্বিতীয় । তাঁর কোনো অংশীদার নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ তাঁর বান্দা ও রাসুল ।আল্লাহ তাআলা ইরশাদ করেন : অর্থাৎ- হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো যেমনভাবে তাঁকে ভয় করা উচিত। আর তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না ।
আরও বলেন অর্থাৎ- হে মানব-সমাজ, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদের এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, অতঃপর সেই দুজন থেকে বিস্তার করেছেন বহু নর-নারী । আর তোমরা আল্লাহকে ভয় করো, যাঁর নামে তোমরা একে অপরের নিকট (অধিকার) চেয়ে থাকো এবং সতর্ক থাকো আত্মীয়-জ্ঞাতিদের ব্যাপারে। নিশ্চয় আল্লাহ তোমাদের ওপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন।
আরও বলেন অর্থাৎ- হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো । তিনি তোমাদের আমল-আচরণ সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করে, সে মহাসাফল্য অর্জন করল। “নিশ্চয় সবচেয়ে সত্য কথা হলো আল্লাহর কথা। সর্বোত্তম হিদায়াত হলো মুহাম্মাদ গ-এর হিদায়াত। নিকৃষ্ট বিষয় হলো নব আবিষ্কৃত বিষয়সমূহ। আর সকল নব আবিষ্কৃত বিষয়ই বিদআত। আর সকল বিদআতই ভ্রষ্টতা এবং সকলভ্রষ্টতার শেষ পরিণাম জাহান্নাম।’
নিচে এখনো কি ফিরে আসার সময় হয়নি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 34.01 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | শাইখ খালিদ আর-রাশিদ |
বইয়ের অনুবাদকঃ |