এহইয়াউ উলুমিদ্দীন ১ম খন্ড
এহইয়াউ উলুমিদ্দীন ১ম খন্ড pdf বই ডাউনলোড। সর্বকালের শ্রেষ্ঠ মুসলিম দার্শনিক ইমাম আবু হামেদ মুহাম্মদ ইবনে মুহাম্মদ আল-যাযযালী রচিত এহইয়াউ উলুমিদ্দীন বিগত আট শতাধিক বছন ধরে সমগ্র মুসলিম জাহানে সর্বাধিক পঠিত একটি মহাগ্রন্থ। তার এ অমর গ্রন্থ যেমন এক সময় পথভ্রন্ত মুসলমানদের মধ্যে নতুন জাগরনের সৃস্টি করেছিল তেমনি আজ পর্যন্তও মুসলিম মানসে দ্বীনের সঠিক চেতরা সৃষ্টির ক্ষেত্রে এ গ্রন্থটিকে অনন্য এবং অপ্রতিদ্বন্দ্বীরূপে গণ্য করা হয়।
যুগ্রশ্রেষ্ঠ আলেম ইমাম গাযযালী রাহঃ জীবনের প্রথম দিকে ছিলেন শাসন কর্তৃপক্ষের নৈকট্যপ্রাপ্ত একজন প্রভাবশালী ব্যক্তি। অন্যান্য আমীর ওমারাহগনের মতই তারও জীবনযাত্রা ছিল বর্নাঢ্য । কিন্তু ভোগ-বিলাসপূর্ন জীবনযাত্রার মধ্যেও তাঁর ভেতরে লুকিয়ে ছিল মুমিনসূলভ একটি সংবেদনশীল আত্মা, যা সমকালীন মুসলিম জনগনের ব্যাপক স্থলন-পতন লক্ষ্য করা নীরবে অশ্রুবর্ষন করতো।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সীরাতুল মুস্তফা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- নবীয়ে রহমত pdf বই
- সীরাতুল মুস্তফা সকল খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুল মুস্তফা ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুল আউলিয়া pdf বই ডাউনলোড
ইহুদী-নাসারাদের ভোগসর্বস্ব জীবনযাত্রার প্রভাবে মারাত্মকভাবে আক্রান্ত মুসলিম জনগনকে ইসলামের সহজ-সরল জীবনধারায় কি করে ফিরিয়ে আনা যায় এ সম্পর্কে তিনি গভীরভাবে চিন্তা-ভাবনা করতেন। কোন কোন সময় এ চিন্তা তাকে আত্মহারা করে ফেলতো। ভাবনা-চিন্তারই এক পর্যায়ে এ সত্য তার দৃষ্টিতে উদ্ভাসিত হয়ে উঠলো যে, বর্তমানে মৃতকল্প মুসলিম জাতিকে নবজীবনে উজ্জীবিত করে তোলা একমাত্র দ্বীনের স্বচ্ছ আবে হায়াত পরিবেশনের মাধ্যমেই সম্ভব। আর তা বিলাসপূর্ন জীবনের অর্গলে নিজেকে আবদ্ধ করে রেখে হাতে পাওয়া সম্ভব নয়।
এ উপলব্ধি তাড়িত হয়েই ইমাম সাহেব একদিন পরিবার-পরিজন এবং ঘর-সংসারসহ সবকিছুর মায়া ত্যাগ করে নিরুদ্দেশের পথে বের হয়ে পড়লেন। একদা বহুমূল্য পোশাক-পরিচ্চদ পরিধান করা ছিল যাঁর সর্বক্ষনের অভ্যাস সে ব্যক্তিই মোটা চট-বস্ত্রে আব্র ঢেকে দিনের পর দিন নানা স্থানে ঘুরে বেড়াতে লাগলেন।
ইমাম সাহেবের কৃচ্ছ্রতাপূর্ণ তাপস জীবনেরই সর্বাপেক্ষা মূল্যবান ফসল এহইয়াউ উলুমদ্দিন বা দ্বীনী এলেমের সঞ্জীবনী সুধা এ গ্রন্থে ইসলামী এলমেরে প্রতিটি দিক পবিত্র কোরআন-সুন্নাহ, যুক্তি ও অনুসরণীয় মনীষীগণের বক্তব্য দ্বারা যেভাবে বোঝানো হয়েছে, এমন রচনারীতি এক কথায় বিরল।
নিচে এহইয়াউ উলুমিদ্দীন ১ম খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মদীনা পাবলিকেশান্স বইয়ের ধরণঃ মাসয়ালা আদব বইয়ের সাইজঃ 22.2 MB প্রকাশ সালঃ ১৯৯৮ ইং বইয়ের লেখকঃ ইমাম গাজ্জালী রহঃ অনুবাদঃ মুহিউদ্দিন খান
ডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ