ওগো শুনছো pdf বই ডাউনলোড। দুই এতিমের সংসার! অনেকদিন পর তনজন একসাথ হলাম । প্রায় বারো বছর পর । আলাদা ভাবে দুজন একসাথে হলেও , কিন্তু ’তিন টেক্কা’একসাথ হয়ে সময কাটানোর সুযোগ হয়ে ওঠেনি । দুজন প্রবাসী ,আরেকজন সারাক্ষণ ব্যস্ত ।
সূযোগ হবে কি করে ?ব্যটে বলে এক হচ্ছিল না । জিবন আসলেই এমনই। যখন এক প্লেটে সাত-আটজন একসাথে খাবার খেতাম , তখন মনে হতো, এ বাঁধন বুঝি কখনো টুটে যাওয়ার নয় । কিন্তু দাওরার পর দু-ুদনের মাথায় পরিস্কার হয়ে গেল, জিবন কারো জন্য তেমে থাকে না । সবার পথ চলাও এক নিয়মে হয় না । হওয়া সম্ভব নয় ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- অপারেটিং সিস্টেম কি? pdf বই ডাউনলোড
- নবীজীর নামাজ pdf বই ডাউনলোড
- কোরআন দিয়ে নিজের চিকিৎসা pdf বই ডাউনলোড
- আমার কিছু ভাবনা pdf বই ডাউনলোড
- আমার কিছু ভাবনা pdf বই ডাউনলোড
রমযানের শুরু থেকেই পরিকল্পনা চলছিল । একদিন যেভাবেই হোক , সময় বের করতে হবে । ইফতারির মজলিসে বসতে হবে । সময় পেছাতে পেছাতে শেষমেশ বসা হলো । এতদিন একজনের সময় হলে আরেকজন ব্যস্ত । আরেকজন আবার নবপরিণত ! নট নড়নচড়ন । একটু ঘর থেকে বের হলেই মান-অভিমানের পালা শুরু হয়ে যায় ।’যেয়োনা সাথি’(লা তাযারনি ফারদান)।
আমাকে একাকি রেখে যেয়োনা ! কিন্তু ব্রাটা ছেলের মণ কি সারাক্ষণ ঘরে আটকে থাকতে চায় ? নতুন অভিজ্ঞতা লেনদেনের জন্য হলে বন্ধু- বান্ধবের কাছে ছুটে আসতে হয় । অবশ্য বন্ধুদের সাথেও বেশিক্ষণ থাকতে পারে না ।
একটু পরেই মনটা ভিষণ আকুপাকু করতে থাকে ! কানে শুধু রিনিঝিনির ঝংকর অনুরণিত হতে থাকে ! চোখে লেগে থাকে মেহেদি রাঙ্গা হাত ! টোপর পরা এক মুখচ্ছবি! যাক শেষ পর্যন্ত জামাই বাবাজি কোনোমতে পালিয়ে এলো ! এরচেয়ে না এলেই ভালো করতো ! বিয়ের পর যা হয় আরকি ! তেনারা কেন যেন স্বামীর বন্ধুদের একদম সহ্যই করতে পারেন না ।
ভালোবাসা নিজের কোন প্রতিদ্বন্দ্বী মেনে নিতে পারে না । সারাক্ষন আঁচলের নিচে বেঁধে রাখতে পারলেই বাঁচে । এক মধুর ঝামেলা ! নতুন জামাই ফাকি দিয়ে , ‘তাকে’ ঘুমে রেখে , পেছনের দরজা দিয়ে একপ্রকার পালিয়েই চলে এসেছে । এসেও কি দু -দন্ড নিস্তার আছে ? ফোনাঘাতের পর ফোনাঘাত ! আমরা বাকি দুজন তাদের প্রণয়াঘাতে অতিষ্ঠ ! আরে বাপু , রমযান মাসে দিনে তো রোযা ! নাও ম্যাও সামলাও! আমিও বহুদিন পর , হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে “স্কুল”থেকে পালালাম । যোহরের পর থেকে শুরু হলো গল্প ও স্মৃতি রোমন্থনের অভিযাত্রা।
নিচে ওগো শুনছো pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 18.8 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মুহাম্মাদ আতিক উল্লাহ |
অনুবাদকঃ |