ওরা কাফের কেন pdf বই ডাউনলোড। বাইতুল হারাম ভুখন্ডের হেরা পর্বতের চুড়া থেকে নবুয়তের মহাসুর্য উদিত হল এবং জমীনী মাখলুকের আসমানী হেদায়েত প্রাপ্তির ধারা সূচিত হল। হযরত মুহাম্মাদুর রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বশেষ নবী আসনে অধিষ্ঠিত হলেন। শুরু হল কুরআনের অবতরণ।
মক্কার কাফের ও জাযীরাতুল আরবের ইহুদী-নাসারা পুরোপুরি বিরোধ বরং বিদ্রোহ ও গোঁয়াতুমি শুরু করল। কিন্তু ইসলামের বিরুদ্ধে তাদের সমস্ত ষড়যন্ত্র ভম্ম হলে গেল। তারপর শুধু নববী যুগে নয়; বরং সিদ্দীকী ও ফারূকী যুগেও ইসলামের দৈনন্দিন উন্নতি ও অগ্রগতির একই ধারা অব্যাহত থাকে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- কে বড় কাফের pdf বই ডাউনলোড
- শুধু তারঁই ইবাদত pdf বই ডাউনলোড
- ইসলাম ভঙ্গের কারণ সমূহ pdf বই ডাউনলোড
- শাইখ মুহাম্মাদ মাহমুদ আলী রহ. pdf বই ডাউনলোড
- জিহাদের কাফেলা pdf বই ডাউনলোড
এবং ইসলামের দৈনন্দিন উন্নতি ও অগ্রগতির একই ধারা অব্যাহত থাকে এবং ইসলাম প্রাচ্য-পাশ্চাত্যসহ সারা দুনিয়ার আগুনের লেলিহান শিখার মত ছড়িয়ে পড়তে থাকে। কিন্তু একই সাথে ইসলামের শত্রুসমাজের মধ্যে রাগগোস্বা ও ছড়িয়ে পড়তে থাকে। আল্লাহর ইচ্ছায় উসমানী যুগে ফারূকী যুগের মত সতর্কতা ও সচেতনতা বহাল থাকতে পারেনি। কাজেই অসুস্থ হৃদয়ের লোকজন বিশেষত মুসলমানের মুখোশধারী ইহুদীরা গোপনভাবে চক্রান্ত শুরু করে।
এমন কি হযরত উসমান রাযিয়াল্লাহু আনহু, শহীদ হয়ে গেলেন। এরপর চার দিক থেকে বিভিন্ন প্রকারের ফেতনা প্রকাশ্যে মাথা তুলতে থাকে। আলী রাযিয়াল্লাহু আনহুর যামানারয় এসব ফেতনা যুদ্ধের রূপ লাভ করে তীব্র আকার ধারাণ করে। যদি হযরত আলী রাযিয়াল্লাহু আনহু’র মত মহান ব্যক্তি না হতেন, তা হলে হয়তো ইসলাম খতম হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা তারঁ প্রজ্ঞা ও দূরদর্শিতার বরকতে ইসলামের হেফাযত করেন।
যেমনইভাবে সিদ্দীকি যুগে মুরতাদ হওয়া এবং যাকাত অস্বীকারের ফেতনা পূর্ণ শক্তির আত্মপ্রকাশ করেছিল এবঙ আল্লাহ তাআলা সিদ্দীকী প্রতিরোধ ও দৃঢ়তার বরকতে ইসলামের হেফাযত করেছিলেন, ঠিক তেমনইভাবে খারেজী ও শিয়াদের বাড়াবাড়ির কারণে আলী মুরতাজার খেলাফতকালে ইসলঅমের পতনের আশঙ্খা দেখা দিয়েছিল। পরে ইসলাম বেচেঁ গেছে বটে, কিন্তু জামাল ও সিফফীনের যুদ্ধে মত বেদনায়ক ও রক্তবাহী ঘটনা অবশ্যই দেখা দেয় এবং ইসলামের পুণ্যভুমি সাহাবা ও তাবেয়ীনের রক্তে রঞ্জিত হয়।
ফলে শিয়া, কাফেযী, খারেজী, মুতাযেলীসহ বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় ফেতনার শিকড় দূর-দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং প্রথম বারের মত ঈমান ও কুফরে মাসআলা সামনে উপস্থিত হয় এবং এই বিষয়ে কার্যকর গবেষণার প্রয়োজন দেখা দেয়। বইটি সম্পূর্ণ পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ
নিচে ওরা কাফের কেন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | হুদহুদ প্রকাশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 20. MB |
প্রকাশ সালঃ | ২০১৫ |
বইয়ের লেখকঃ | আল্লামা আনোয়ার শাহ কাশ্মিরী রহ. |
অনুবাদকঃ | মাওলানা মুহাম্মাদ আব্দুল আলীম |