কাদিয়ানীরা কেন মুসলমান নয় pdf বই ডাউনলোড। আবহমান কাল থেকে ইসলামের চির দুশমন ইয়াহুদী-খৃষ্ট-মুশরিকরা মুসলমানদের ঐক্যে ফাটল সৃষ্টি করার লক্ষ্যে নানা ধরণের পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে। এ লক্ষ্য অর্জনের জন্য তারা মুসলমানদের আকিদা-বিশ্বাসের মধ্যে সন্দেহ-সংশয় সৃষ্টি করার উদ্দেশ্যে ইসলামের বিভিন্ন বিষয়ে বিতর্ক সৃষ্টি করে থাকে।
আর একাজে তারা কখনো নিজেরা প্রকাশ্যে আসে না। পর্দার আড়ালে থেকে মূল কলকাঠি নাড়তে থাকে। নামধারী কোনো মুসলমানকে নির্বাচিত করে তার মাধ্যমেই অমুসলিমরা নিজেদের হীন উদ্দেশ্য বাস্তবায়ন করে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ইসলামে সর্বোত্তম pdf বই ডাউনলোড
- অমুসলিম মনীষীদের চোখে প্রিয় নবী pdf বই ডাউনলোড
- অমুসলিমদের প্রতি মুসলিমদের আচরণ pdf বই ডাউনলোড
- অমুসলিম দেশে মুসলিম পর্যটক pdf বই ডাউনলোড
- আই অ্যাম মুসলিম pdf বই ডাউনলোড
এই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করার কাজে তারা মির্জা গোলাম আহমাদ কাদিয়ানীকে নির্বাচিত করে মুসলমানদের খতমে নবুয়্যাত বিষয়ক আকিদা- বিশ্বাসের ওপরে চূড়ান্ত আঘাত হেনেছে। এই লোকটির মাধ্যমে নবুওয়্যাতের দাবী উত্থাপন করে তারা এক নতুন ফেতনা সৃষ্টি করেছে। নবুয়্যাতের দাবী করার কারণে পৃথিবীর সমস্ত মুহাক্কিক আলিম-ওলামা এ ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেছেন যে, কাদিয়ানীরা কাফির-তারা মুসলমান নয়।
কাদিয়ানীদের পৃথিবীর অধিকাংশ মুসলিম দেশেই সরকারীভাবে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা দেয়া হয়েছে। কিন্তু দুঃখজনক হলেও হত্য যে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ-বাংলাদেশ এখন পর্যন্ত তাদেরকে সারকারীভাবে অমুসলিম ঘোষণা করা হয়নি। তবে এব্যাপারে এদেশের আরিম-ওলামা ও সচেতন মুসলমানরা আন্দোলন করে যাচ্ছেন।
বাংলাদেশে জোট সরকার গত ৮ই জানুয়ারী ০৪ তারিখে কাদিয়ানীদের যাবতীয় প্রকাশনা নিষিদ্ধ ঘোষণা করেছে। জোট সরকারের এ সিদ্ধান্ত দেশের তাওহীদী জনতা আন্তরিকভাবে অভিনন্দিত করেছে। কিন্তু বাম-রামপন্থী নাস্তিক, মুরতাদও ধর্মনিরপেক্ষ-ধর্মহীন গোষ্ঠীর গায়ে সরকারের সিদ্ধান্ত জালা ধরিয়েছে। দুঃখজনক হলেও সত্য যে বিরোধী দলীয় নেত্রীও তাদের সুরে সুর মিলিয়েছেন। কেনো কাদিয়ানীরা অমুসলিম এবং কেনো তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে।
আমি এর যৌক্তিকতা কোরআন-সুন্নাহর মাধ্যমে এ ক্ষুদ্র পরিসরে আলোচনা করার চেষ্টা করেছি। এ ব্যাপারে আমি তাফহীমুল কোরআন ও যিলালিল কোরআন সহ পৃথিবীর বিখ্যাত তাফসীর ও হাদীস গ্রন্থসমূহের সাহায্য গ্রহণ করেছি। আশা করি এই বইটি আপনাদের অনেক কিছু জানা-অজানা জ্ঞান রয়েছে! আশা করি বইটি পড়ে আপনারা উপকৃত হবেন। বইটি সম্পূর্ণ পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ।
নিচে কাদিয়ানীরা কেন মুসলমান নয় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 3.38 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মাওলানা দেলাওয়াহ হোসাইন সাঈদী |
অনুবাদকঃ |