কাফিয়া pdf বই ডাউনলোড। হাম্দ ও সালাতের পর ইলমে নাহুর সুবিখ্যাত কিতাব আল্লামা জামাল উদ্দিন ইবনে হাজেব কর্তৃক রচিত কাফিয়া ইবনে হাজেব-এর নতুন করে পরিচয় দেওয়ার প্রয়োজন বোধ করছি না। বাংলাদেশসহ বিশ্বের সকল মাদ্রাসায় এটি পাঠ্য তালিকার অন্তর্ভুক্ত রয়েছে।
মূলত কাফিয়া কিতাবখানাতে ইলমে নাহুর প্রয়োজনীয় সকল বিধানাবলি সংক্ষিপ্ত ইবারতে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। কিন্তু বাংলা ভাষাভাষী শিক্ষার্থীদের জন্য সরাসরি অর্থ ও ব্যাখ্যা বুঝা দুঃসাধ্য বিধায় সহজবোধ্য করার নিমিত্তে এ কিতাবটির বঙ্গানুবাদ, ব্যাখ্যা ও তারকীব সহজ-সরল ও প্রাঞ্জল ভাষায় সন্নিবেশিত করা হয়েছে। এ জাতীয় কিতাব সম্ভবত এটাই প্রথম।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
আশা করি আসাতিযায়ে কেরাম ও কোমলমতি ছাত্রদের জন্য তা ফলপ্রসূ হবে। আল্লাহ তা’আলা আমাদের এ প্রয়াসকে কবুল করুন। আমাদের ঐকান্তিক প্রচেষ্টা সত্ত্বেও কিছু ভুল-ভ্রান্তি থাকা অস্বাভাবিক নয়। অনিচ্ছাকৃত ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল ।
তবে মৌলিক কোনো ভুল-ভ্রান্তি দৃষ্টিগোচর হলে এবং আমাদেরকে জানালে পরবর্তী সংস্করণে তা সংশোধন করে দেব ইনশাআল্লাহ্ । পরিশেষে মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করছি যে, এ কিতাবটি তিনি লেখক, পাঠক, প্রকাশক এবং সংশ্লিষ্ট সকলের নাজাত ও সাফল্যের মাধ্যম হিসেবে কবুল করুন।
নিচে কাফিয়া pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | ইসলামিয়া কুতুব খানা |
বইয়ের ধরণঃ | কিতাব বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 23.2 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ | মাওঃ মুহাম্মাদ আবুল কালাম মাসুম |