কাবলাল জুমআ pdf বই ডাউনলোড।জুমআর পূর্বে ইচ্ছামত নফল ছালাত পড়া যায়। এ ব্যাপারে কোন ধরা বাঁধা সংখ্যা নেই। অনেকেই চার রাকআতকে নির্দিষ্ট করে থাকেন। তাদের দলীলগুলি নিম্নরূপ- অর্থাৎ আমাদেরকে মুহাম্মাদ বিন ইয়াহইয়া হাদীছ বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমাদেরকে ইয়াযীদ বিন আব্দু রব্বিহ হাদীছ বর্ণান করেছেন।
তিনি বলেছেন,বাক্বিইয়া মুবাশ্বির বিন উবায়ত হতে, তিনি হাজ্জাজ বিন আরতাত্ব হতে, তিনি আত্বিহইয়া আওফী হতে, তিনি ইবনে আব্বাস হতে বর্ণনা করেছে। তিনি ইবনে আব্বাস বলেছেন, রসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমআর পূর্বে চার রাকআত পড়তেন। মাঝে কোন সালাম ফেরাতেন না । ফুয়াদ আব্দুল বাক্বী লিখেছেন, অর্থাৎ- আয-যাওয়ায়েদ গ্রন্থে আছে, এর সনদটিতে ধারাবাহিকভাবে যঈফ রাবী আছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- জুমআর খুৎবার সময় নফল পড়ার বিধান pdf বই
- জুমার খুৎবার সময় নামাজ পড়ার বিধান pdf বই
- চার তারা pdf বই ডাউনলোড
- মুসলিম কি চার মাযহাবের pdf বই ডাউনলোড
- কবিরা গুনাহ pdf বই ডাউনলোড
আত্বিইয়া-তার যঈফ হওয়ার পক্ষে ঐক্যমত আছে। আর হাজ্জাজ বিন আরত্বাত্ব হলেন মুদাল্লিস। মুবাশ্বির বিন উবায়দ হচ্ছেন মহা মিথ্যুক । এবং বাক্বিইয়া হলেন ইবনুল ওয়ালীদ যিনি মুদাল্লিস । শায়েখ আলবানী রহেমাহুল্লাহ এই হাদীছটিকে বাতিল বলেছেন। তিনি বলেছেনম এটি ত্বাবারানী আল-মুজামুল কাবীর গ্রন্থে বাক্বিইয়া ইবনুল ওয়ালীদ হতে মারফূ হিসাবে বর্ণান করেছেন। হাদীছটিকে ইবনে মাজাহ তার সুনান গ্রন্থে ১/৩৪৭ উক্ত সূত্রেই বর্ণনা করেছেন। তবে তিনি জুমআর পরে চার রাকআত-িএর অংশটুকু ব্যতীত বর্ণান করেছেন। জুমআ সমন্ধে বইটি পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
জুমআর সাথে সম্পৃক্ত কয়েকটি বিষয় নিয়ে মাযহাবী ভাইগণ না বুঝেই অযথা ফেতনা করে থাকেন। তন্মধ্যে কাবলাল জুমআ তথা জুমআর পূর্বে নির্দিষ্টভাবে চার রাকআত সুন্নাত আদায় করার বিষয়টিও রয়েছে। এ সম্পর্কে মুকাল্লিদ ছাহেবগণ অনেক দলীলও পেশ করেছেন।
যেগুলির তাহকীক আমাদের অনেকেরই জানা নেই। কাবলাল জুমআর পক্ষে উপস্থাপিত অগ্রহণযোগ্য দলীলগুলির তাহকীক কোন বইতে একত্রে না পাওয়াতে আমরা নিজেই দুটি অধ্যায় রেখেছি। প্রথম অধ্যায়ে কাবলাল জুমআর হাদীছগুলির তাহকীক এবং দ্বিতীয় অধ্যায়ে গ্রামে জুমআর ছালাত আদায় করা সংক্রান্ত আলোচনা স্থান পেয়েছে।
আমাদের নীতি হল, কোন বিষয়ে নিজেরা না লিখে তৎপরিবর্তে মুহাক্কিক আলেমের মানসম্মান গ্রন্থ অনুবাদ করা। কিন্তু যেহেতু কাবলাল জুমআ সম্পর্কে তেমন বই আমাদের হস্তগত হয়নি তাই আমরা নিজেরাই এ সম্পর্কে কলম ধরলাম। আর গ্রামের মধ্যে জুমআর ছালাতের বিষয়টি সম্পর্কে শায়েখ, উস্তাদ, আল্লামা যুবায়ের আলী যাঈ রহিমাহুল্লাহর প্রবন্ধটি অনুবাদ করে দিয়েছি। যেন গবেষক মহল বেশী উপকৃত হতে পারেন।
নিচে কাবলাল জুমআ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামি বিষয়ক |
বইয়ের সাইজঃ | 1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | আহমাদুল্লাহ |
অনুবাদঃ |