কারবালায় কি ঘটেছিল
কারবালায় কি ঘটেছিল pdf বই ডাউনলোড। ইমাম ইবনে কাছির (রঃ) বলেন ঃ প্রতিটি মুসলিমের উচিত রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর দৌহিত্র সায়্যেদ হোসাইন বিন আলী (রাঃ) এর কারবালার প্রান্তরে শহীদ হওয়ার ঘঠনায় ব্যথিত হওয়া ও সমাবেদনা প্রকাশ করা ।
তিনি ছিলেন মুসলিম জাতির নেতা ও ইমাম দের অন্যতম । রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) এর সর্বশ্রেষ্ঠ কন্যা ফাতিমা (রাঃ) এর পুত্র হুসাইন (রাঃ ) একজন বিজ্ঞ সাহাবী ছিলেন । তিনি ছিলেন একাধারে এবাদত গুজার , দানবীর এবং অত্যন্ত সাহসী বীর ।
আরও দেখুনঃ তাহকীক সুনান ইবনু মাজাহ ৩য় খন্ড pdf বই ডাউনলোড
হাসান ও হুসাইনের ফজিলতে রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ) থেকে একাধিক সহীহ হাদিস বর্ণিত হয়েছে । অন্তর দিয়ে তাদেরকে ভালোবাসা ঈমানের অন্যতম আলামত এবং নবী পরিবারের কোন সদস্যকে ঘৃণা করা ও দেয়া মুনাফিকের সুস্পষ্ট লক্ষণ । যাদের অন্তর ব্যাধিগ্রস্ত কেবল তারাই ইমাম হুসাইন ( রা ) বা নবী পরিবারের পবিত্র সদস্যদেরকে ঘৃণা করতে পারে ।
আসলে কারবালার ঘটনাকে আমরা কি ভাবে মূল্যায়ন করব?।
আহলে সুন্নাত জামাআতের আকীদাহ অনুযায়ী ইমাম হুসাইন বা অন্য কারো মৃত্যতে মাতম করা জায়েয নেই । কিন্তু পরিতাপের বিষয় হল মুসলিম জাতির বিরাট একটি গোষ্টি ইমাম হুসাইনের মৃত্যতে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি করে থাকে যারা হুসাইনের মৃত্যু ও কারবালার ঘঠনা নিয়ে বাড়াবাড়ি করেন , তাদের কাছে কয়েকটি প্রশ্ন করা খুবই যুক্তি সংগত মনে করছি ।
আরও দেখুনঃ তাফসীরে তাওযীহুল কুরআন ৩য় খন্ড pdf বই ডাউনলোড
৬০ হিজরিতে ইরাক বাসিদের নিকট সংবাদ পৌছল যে ,হুসাইন (রাঃ) ইয়াজিদ বিন মুয়াবিয়া হাতে বায়আত করে নি । তারা তার নিকট চিঠি পত্র পাঠিয়ে জানিয়ে দিল যে ইরাক বাসিরা তার হাতে খেলাফতে বায়আত করতে আগ্রহি । ইয়াজিদকে তারা সমর্থন করেন না বলেও জানিয়ে দিল ।
তারা আরও বললো যে , ইরকি বাসিরা ইয়াজিদের পিতা মুয়াবিয়া ( রাঃ)এ র প্রতি মোটেই সন্তুষ্টি ছিলেন না । চিঠিরি পর চিঠি আসতে লাগল । এভাবে পাচ শতাধিক চিঠি হুসিইন (রাঃ) এর কাছে জমা হল । প্রকৃত অবস্থা যাচাই করার জন্য হুসাইন (রাঃ) তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন ।
আরও দেখুনঃ তাফসীরে তাওযীহুল কুরআন ২য় খন্ড pdf বই ডাউনলোড
নিচে কারবালায় কি ঘটেছিল pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ তাওহীদ পাবলিকেশন্স বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 2.91 MB প্রকাশ সালঃ ২০১২ ইং বইয়ের লেখকঃ শাইখ আব্দুল্লাহ শাহেদ আল-মাদানী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ