কারা জান্নাতী কুমারীদের ভালবাসে pdf বই ডাউনলোড সমস্ত প্রশংসা মহান আল্লাহর এবং সর্বোত্তম সালাত ও সালাম সায়্যিদুল কায়েনাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর উপর। যিনি বলেছেন- অর্থাৎ; আমার পর পুরুষ জাতির জন্য নারী জাতির ফিতনা হতে অধিক ক্ষতিকর কিছু অবশিষ্ট থাকছে না। (সুনানে তিরমিযী, হাদীস নং-২৭৮০) আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন- অর্থাৎ- মানুষের জন্য শোভনীয় করা হয়েছে নারী, সন্তান, পুঞ্জিভূত সোনা-রোপা, দৃষ্টি আকর্ষণকারী ঘোড়া, চতুস্পদ জন্তু, ক্ষেত খামার ইত্যাদি লোভনীয় বস্তু সমূহকে।
এসব তো দুনিয়ার জীবনের স্বল্প সময়ের ভোগ সামগ্রীমাত্র আর আল্লাহর নিকটই রয়েছে উত্তম প্রতিদান। (সুরা আল ইমরান-১৪)। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন- অর্থ: অবৈধ দৃষ্টি শয়তানের তীর সমূহের মধ্যে হতে একটি তীর। যে আল্লাহর ভয়ে তা পরিত্যাগ করে আল্লাহ তাকে এমন ঈমান দান করবেন যার স্বাদ তার অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। (মুসতাদারাকে হাকিম হাদীস নং ৭৮৭৫)।
আরও ইসলামিক বই দেখুনঃ
- জান্নাতী ২০ সাহাবী pdf বই ডাউনলোড
- জান্নাতী রমণী pdf বই ডাউনলোড
- শীয়া কারা pdf বই ডাউনলোড
- লেখা সংকলন ১ pdf বই ডাউনলোড
- আদর্শ পুরুষ pdf বই ডাউনলোড
পুরুষের জন্য নারী একটি অতি পুরনো সমস্যা বর্তমানে বিভিন্নভাবে নারী জাতিকে বেহায়া ও অশ্লিলতার প্রতি উৎসাহ প্রদান এবং উদ্দেশ্য সিদ্ধির সকল উপায় খুলে দেওয়ার ফলে সে সমস্যা এমনই ভয়াবহ আকার ধারণ করেছে যে চরিত্রকে পুত পবিত্র রাখার কল্পনাটাও দুলহ হয়ে উঠেছে। ভোগবাদী দর্শনে বিশ্বাসীরা এ অবস্থাতে সুখে দিনপাত করলে ও।
পরকালে বিশ্বাসী আল্লাহ ভীরু যুবকদের এই অশ্লীলতার সয়লাব হতে নিজেকে বাচিঁয়ে রাখার জন্য কঠিন সংগ্রামে লিপ্ত হতে হচ্ছে। আল্লাহর কাছেই অভিযোগ এবং তারই নিকট সাহায্য প্রার্থনা করি। আমরা মনে করি কোরআন ও সুন্নাহতে জান্নাতী মেয়েদের যেসব কাহিনী বর্ণিত হয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করার মাধ্যমে মুসলিম যুবকদের এই ভয়াবহ ফিতনা হতে রক্ষা করা সম্ভব।
যাতে তারা জানতে পারে দুনিয়ার এ জীবন এবং তার সব ভোগবিলাসই লয়শীল এবং জান্নাতের অন্য সমস্ত নিয়ামতের সাথে সাথে সেখানকার স্ত্রী ও তাদের সহিত মিলিত হওয়ার আনন্দটাও দুনিয়ার তুলনায় বহুগুনে তৃপ্তিদায়ক ও পরিপূর্ণ। এর ফলে হয়ত তারা জান্নাতে নারীদের পাওয়ার জন্য উদ্রগীর হবে এবং দুনিয়াতে সকল প্রকার হারাম উপভোগ হতে বেছে থাকবে।
সামনের কয়েকটি পৃষ্ঠাতে আমি জান্নাতী মেয়েদের সৌন্দর্য ও অন্যান্য বিষয় সংশ্লিষ্ট বেচে নেওয়া কয়েকটি আয়াত ও হাদীস লিপিবদ্ধ করার ইচ্ছা রাখি। আল্লাহই তাওফীক দাতা এবং তার কাছেই সাহায্য প্রার্থনা করি ।
নিচে কারা জান্নাতী কুমারীদের ভালবাসে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আর-রিহাব পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 32.9 MB |
প্রকাশ সালঃ | ২০১৭ |
বইয়ের লেখকঃ | ড. আব্দুল্লাহ আযযাম রহ. |
অনুবাদঃ | মাওলানা আবুল হাসান |