কাশ্মীরের শাহজাদী pdf বই ডাউনলোড। লন্ডন সেন্ট্রাল কারাগার থেকে বেরিয়ে এলেন জাইহান কাশ্মীরী। ঊনিশ বছর পর বাইরের দুনিয়ার দেখা পেলেন তিনি। একবুক তাজা নিঃশ্বাস টেনে নিতে নিতে তাকালেন চারপাশে। তার চেনাজানা লন্ডন অনেক বদলে গেছে। শহরের মোড়ে মোড়ে আকাশছোঁয়া স্থাপনা। রাস্তাঘাট পরিচ্ছন্ন ও পরিপাটি। সবখানে গাড়িঘোড়ার আনাগোনা। মানুষের কোলাহল।
লন্ডন আর ঊনিশ বছর আগের দেখা সেই শহরটি নেই। চারপাশের সবকিছুই কেমন যেন অচেনা। শহরের রাস্তা ধরে এলোমেলো হাঁটতে থাকেন জাইহান। হাঁটতে হাঁটতেই একমাত্র সন্তানের কথা মনে পড়ল তার। কোথায় আছে সে? কোথায় আছে তার ‘শাহজাদা মুহাম্মাদ?’ বেঁচে আছে নাকি মায়ের মতো তাকেও মরতে হয়েছে? কোথায় আছে প্রিয়তমা স্ত্রীর হত্যাকারী? কোথায় আছে আশোক রায় চৌধুরী? যে তার খেয়ে, তার পরে তাকেই জেলের ভাত খাইয়েছে? বিনাদোষে জেল খাটিয়েছে?
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- ইসলামের হাকীকত pdf বই ডাউনলোড
- আন্তরিক তাওবা pdf বই ডাউনলোড
- হযরত ঈসা আঃ এর প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
- কৃষ্ণস্বর প্রতুষ্যের pdf বই ডাউনলোড
কোথায় আছে সেই পাষণ্ড ? এলোমেলো হাঁটতে হাঁটতে হঠাৎ থমকে দাঁড়ালেন জাইহান।চমৎকার একটি মসজিদের ওপর চোখ পড়ল তার। লন্ডন ইসলামিক সেন্টার মসজিদ। হুট করেই ঢুকে পড়লেন ভেতরে। অজু করে দু’রাকাত নামায পড়ে নিলেন মুক্তি-আনন্দের শুকরিয়া হিসেবে। নামায শেষে কিছুক্ষণ বসে থাকলেন। এলোমেলো অনেক চিন্তা ঘিরে ধরল তাকে। দুঃখ-কষ্ট আর ব্যথা-বেদনার স্মৃতিগুলো হাজির হলো মনে।
হঠাৎ একজন লোক এগিয়ে এলো তার দিকে। বয়স চল্লিশের কোঠায়। অভিজাত চেহারা। ছ’ফিটের মতো লম্বা। গায়ে দামি স্যুটকোট। মাথায় তুর্কি টুপি। চোখে দামি ফ্রেমের চশমা। কাছে এসে সালাম দিয়ে বলল, ‘একটু কথা বলা যাবে?’ সালামের উত্তর দিয়ে লোকটির দিকে তাকালেন জাইহান। কাছ থেকে দেখে চেহারাটা বেশ চেনা চেনা লাগল। কিন্তু চিনতে পারলেন না। ‘অবশ্যই, অবশ্যই। বসুন।’
লোকটি বসে পড়ল জাইহানের সামনে। অবাক চোখে তাকিয়ে থাকল তার দিকে। ‘প্রিয় ভাই’ ভুল হলে মাফ করবেন, আপনাকে আমি চিনতে পেরেছি। আপনি জাইহান কাশ্মীরী না!?’ “জি, ঠিকই চিনেছেন। আমি জাইহান কাশ্মীরী, আপনাকে তো চিনতে পারলাম না। অবশ্য চেহারাটা বেশ চেনা চেনা লাগছে। কিন্তু পুরোপুরি চিনতে পারছি না। পরিচয়টা বলবেন?’
‘আমি সাদমান হিময়ারী।’ উত্তর দিল লোকটি, ‘মরক্কোর জামিয়া কারউইনে ‘এমবিবিএস পড়ার সময় আপনার সঙ্গে পরিচয় হয়েছিল। আমি ছিলাম প্রথম বর্ষে। আপনি তখন শেষ বর্ষে।’ স্মৃতির পাতা উল্টাতে শুরু করলেন জাইহান। মনে পড়ে গেল সাদমানকে। তার তখন ‘এমবিবিএস’ শেষ হওয়ার পথে। যদি আরও পড়তে চান তাহলে বইটি ডাউনলোড করে নিতে পারেন।
নিচে কাশ্মীরের শাহজাদী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | রাহনুমা প্রকাশনী |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 93.00 MB |
প্রকাশ সাল | ২০২১ সাল |
বইয়ের লেখকঃ | সায়ীদ উসমান |
বইয়ের অনুবাদকঃ |