কোরআনই সমস্যার সমাধান pdf বই ডাউনলোড। আর তোমাদের কি হল যে, তোমরা যুদ্ধ করছ না আল্লাহর পথে এবং সেসব অসহায় দুর্বল নর-নারী ও শিশুদের জন্য যারা বলে; হে আমাদের প্রতিপালক ! এ জনপদ থেকে আমাদের বের করে নিন, এখানকার অধিবাসীরা ভয়ানক অত্যাচারী ? আর আপনার তরফ থেকে কাউকে আমাদের জন্য সাহায্যকারী করে দিন (পবিত্র কুরআ; সুরা নিসা; ৪: ৭৫)।
এই পৃথিবীতে বেশীরভাগ মানুষই নির্যাতিত। এরা অত্যাচারতি, নির্মম হত্যাকান্ডের শিকার এবং সীমাহীন অভাবের মধ্যে গৃহহীন অবস্থায় নিরাপত্তাহীনতার মধ্যে জীবন কাটাতে বাধ্য হচ্ছে। অসুখে তারাঁ চিকিৎসা পায় না। অনেকে এত গরীব যে এক টুকরো রুটি কেনারও পয়সা নেই তাদেঁর ।
আরও দেখুনঃ আল্লাহর অনেক নাম pdf বই ডাউনলোড
অনেক বৃদ্ধ আছেন যারা অনাদরে, পরিত্যক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন এবং চিকিৎসার কোন সুযোগই নেই তাদেঁর। অনেকে আছে বৈষম্যের শিকার। নিজেদের ঘর-বাড়ি ও দেশের মাটি থেকে তারাঁ বহিস্কৃত শুধুমাত্র জাতিগত, ভাষাগত পাথর্ক্য বা বর্ন- বৈষম্যের কারণে। কখনো তাদের উপর গণহত্যা চালানো হয়।
সহায়-সম্বলহীন অপুষ্টির শিকার, অসহায় শিশুরা টাকা রোজগারের জন্য শ্রম-দিতে বা ভিক্ষা করতে বাধ্য হয়।অসংখ্য মানুষ বেচেঁ থাকার অনিশ্চয়তা নিয়ে ভয়-ভীতির মধ্যে জীবন কাটায়। এই পৃথিবীতে রয়েছে অপরিসীম ভোগ, সুযোগ-সুবিধা এবং সম্পদের প্রাচুর্য।
আরও দেখুনঃ আল্লাহর প্রিয় বান্দা হবো pdf বই ডাউনলোড
যারা এই ধরনের সুখী জীবন যাপনের সৌভাগ্যে সৌভাগ্যবান, তারা গৃহহীনদের পাশ কাটিয়ে চলে যায়। গরীবদের ছবি এবং এইসব হতভাগ্যদের দুর্দশা তারা টিভিতে দেখে। মাঝে মাঝে তারা কিছু সময়ের জন্য এদের প্রতি কুরণা অনুভব করে কিন্তু এরপরই তারা টিভির চ্যানেল বদলে ফেলে এব বিবেকের তাড়া থেকে খুব।
তাড়াতাড়ি সম্পুর্ন মুক্ত হয়ে যায়। এই সমাজে যারা নানা সুবিধা, আরাম-আয়েশ ভোগ করছে এবং নানাভাবে সৌভাগ্যবান, তারা কখনো চিন্তা করে না কিভাবে অসহায়, কম-সৌভাগ্যবান মানুষের দুর্দশা থেকে মুক্তি দেয়া যেতে পারে? তারাঁ বিশ্বাস করে এটা তাদেঁর দায়িত্ব নয় যদিও তারা অনেক ধনী।
আরও দেখুনঃ কিভাবে তাওহিদের দিশা পেলাম pdf বই ডাউনলোড
নিচে কোরআনই সমস্যার সমাধান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ কোরআন বিষয়ক বইয়ের সাইজঃ 1.72 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হারুন ইয়াহিয়া অনুবাদঃ জাবীন হামিদডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ