ক্রসেড সিরিজ ১১তম খন্ড
ক্রসেড সিরিজ ১১তম খন্ড pdf বই ডাউনলোড। খলিফা আল মালেকুস সালেহ ও খৃষ্টান সামরিক উপদেষ্টারা উইন্ডসারের সম্মানে আয়েজিত ভোজসভায় মিলিত হয়েছেন । উইন্ডসার খৃষ্টান সম্রার্ট রিমান্ডের দুত হয়ে এসেছেন হলবে । নৈশভাজের পর আছে জমজমাট নৃত্যানুষ্ঠান । সবাই সমবেত হয়ে অপেক্ষা করছিল উইন্ডসারের জন্য । তার আসার সময় পেরিয়ে গেছে অনেকক্ষণ।
কেন তিনি বিলম্ব করছেন দেখার জন্য অবশেষে মেহমানখানায় লোক পাঠানো হলো। একটু পর। উইন্ডসারকে ডাকতে যাদের পাঠানো হয়েছিল ফিরে এল তারা। উইন্ডসার নয়, তার বদলে তাদের সাথে আসরে এসে পৌঁছলো উইন্ডসারের লাশ।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফাজায়েলে আমল ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- মহিলাদের দ্বীনি মেহনত মোজাকারা pdf বই ডাউনলোড
- দাওয়াতে নববী উসুল pdf বই ডাউনলোড
- বিশেষ বয়ান ১ম খন্ড pdf বই ডাউনলোড
- ঈমান সবার আগে pdf বই ডাউনলোড
উইন্ডসারের অপেক্ষায় এতক্ষন যারা পথ চেয়ে বসেছিল, হতবিহবল হয়ে পড়লো তারা। কেমন করে তিনি নিহত হলেন, কেন হলেন , কিছুেই তারা বুঝতে পারলো না।ঘটনার আকস্মিকতায় সকলেই থ বনে গেল। লাশ দেখে ক্ষিপ্ত হয়ে উঠন খৃষ্টান উপদেষ্টা ও সামরিক অফিসাররা। তারা উইন্ডসারকে খুবই বিজ্ঞ এবং ক্ষমতাধর অফিসার হিসাবে জানতো। এ ঘটনাকে তারা সহজভাবে মেনে নিতে পারলো না।
ক্ষিপ্ত খৃষ্টানরা খলিফা আল মালেকুস সালেহ, তারঁ আমীর উজির ও সামরিক অফিসারদের অকথ্য ভাষায় গালাগালি করতে লাগলো। পরে তো তাদের ধরে মারে, এমনি অবস্থা। যে অকথ্য ভাষায় গালাগালি হচ্ছিল, অন্য সময় হলে হয়তো খলিফার সামরিক অফিসাররা ঝাপিঁয়ে পড়তো তাদের ওপর।
কিন্তু এ আকস্মিক হত্যাকান্ডের ঘটনায় ওরা বিহবল ও ভেঙ্গে পড়লো । প্রতিবাদের সব ভাষা হারিয়ে ওরা বোবা পাথর হয়ে গেল।শুধু তাই নয়, এ ঘটনার তারা ভীত-সন্ত্রস্তও হয়ে পড়লো। কারণ, সালাহউদ্দিন আইয়বীর মোকাবেলায় তারা খৃষ্টানদেরকে নিজেদের অভিভাবক ও রক্ষক মনে করতো ।
তাদের ওপর ভরসা করেই তারা আইয়ুবীর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল । খৃষ্টান সম্রাটের দুত হত্যার ফলে তারা নিজেদের জীবন নিয়েই শঙ্কিত হয়ে পড়লো। গদিচ্যুত খলিফা ও আমীররা ছিল মেরুদন্ডহীন । খৃষ্টানদের তোষামোদী করার মধ্যেই খুজেঁ করার মাধ্যেই খুজেঁ ফিরতো নিজেদের স্বার্থ ও সাফল্য।
নিচে ক্রসেড সিরিজ ১১তম খন্ড pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ প্রীতি প্রকাশন বইয়ের ধরণঃ ক্রসেড যুদ্ধের ইতিহাস বইয়ের সাইজঃ 3.96 MB প্রকাশ সালঃ ২০০১ ইং বইয়ের লেখকঃ আসাদ বিন হাফিজ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ