খাসী দ্বারা কোরবানী করার শরয়ী বিশ্লেষন pdf বই। আমাদের বর্তমান সময়টা হচ্ছে ফিতনা-ফাসাদ, বিশৃংখলা, মতাক্যৈ ও মতপার্থক্যের যুগ। আমিত্ব এবং আত্মগৌরবের ক্ষেত্রেও পিছিয়ে নেই। মতপার্থক্য দিন দিন বেড়েই চলছে। ইসলাম ও মিল্লাতের মধ্যে কুসংস্কার ও মরিচায় জর্জরিত। প্রকৃত উদ্দেশ্য ও সত্য প্রায় বিলুপ্তির পথে। রচিত্রহীনতা ও অধঃপতনের আলামত উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। আর খন্ড বিখন্ড হয়ে পড়ছে ঐক্যের বন্ধন। এমন পরিবেশ দেখে সাধারণ মানুষের আত্মা উচ্চস্বরে চিৎকার করে বলছে-হায় আফসুস !
বর্তমান এ বিশৃংখলা ও অধঃপতনময় কর্মের মোকাবেলা করে এর থেকে জাতি ও মিল্লাতের উত্তরণ ও পরিত্রাণ কেবল মাত্র হক্কানী ওলামাগনের প্রচেষ্টার দ্বারাই সম্ভব। তারা যদি ইচ্ছা করেন তবে এ শয়তানী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এহেন নাজুক বিশৃংখলা ও কুসংস্কারকে রুখতে পারেন।
আরও দেখুনঃ ইমাম মুহাম্মাদ রহিমাহুল্লাহ pdf বই ডাউনলোড
তবে পরিতাপের বিষয় হলো, মিল্লাতে ইসলামিয়া এক্যবদ্ধ রাখা তো দুরের কথা বরং আলেম ও পীর মাশায়েখগনই একজনে কয়েকটি দল উপদল সৃষ্টি করে চলছে। ঐক্যের পরিবর্তে এক একটি মাসআলা নিয়ে জাতি ও মিল্লাতের এককে অপরের সাথে যুদ্ধ লিপ্ত করে দিয়েছে।
তাদের অস্বীকারের দরুন সাধারণ মানুষ পরিপূর্ণ দ্বীন হতে সরে গিয়ে তৌহিদ তথা একত্ববাদ ও ইশকে মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে পড়েছে। তাদের বাহ্যিক বেশ-ভুষা দ্বারা সরলমনা মুসলমানগন বিভ্রান্ত হচ্ছে।
আরও দেখুনঃ আদর্শ বিবাহ ও দাম্পত্য pdf বই ডাউনলোড
ঘরে ঘরে মুজতাহিদ সৃষ্টি হচ্ছে। আর প্রত্যেক মুজতাহিদ ও মুফতী তাদের বায় ও মতকে সর্বশেষ ও চুরান্ত ফাতাওয়া হিসেবে ঘোষণা করে চলেছে। কিছু সংক্ষক লোক বুঝে-শুনে প্রকৃত সত্যে গ্রহণ না করার উপর অটল। তাদের মধ্যে জিহদ ও হঠকারিতা বেড়েই চলছে।
আবার কিছু সংক্ষক লোক এমনও রয়েছে যারা ভুল ও মিথ্যার সংস্পর্শে থেকে কিংবা স্বল্পজ্ঞানের কারণে সত্য বিষয়টি উপলব্ধি করতে পারছে না। তাদেরকে কারো দলিল দ্বারা উপকার হবে না। তারা তাদের দলিলকেই প্রকৃত সত্য বলে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠে। খাসী দ্বারা কোরবানী সম্পর্কে জানতে ডাউনলোড করুন।
আরও দেখুনঃ ফিরে আসার গল্প pdf বই ডাউনলোড
নিচে খাসী দ্বারা কোরবানী করার শরয়ী বিশ্লেষন pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ মাসআলা বিষয়ক বইয়ের সাইজঃ 13.4 MB প্রকাশ সালঃ ২০১৩ বইয়ের লেখকঃ মোহাম্মাদ ইব্রাহীম খলিল রেজভী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ