খোলাফায়ে রাশেদীন জীবন ও কর্ম pdf বই ডাউনলোড। বিসমিল্লাহির রাহমানির রাহিম । আল হামদু লিল্লাহি রাব্বির আল ওয়াস্ সালাতু ওয়াস সালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (সা.) মহানবী (সা.)-এর ওফাতের পর খোলাফায়ে রাশেদীগণ ইসলামি রাষ্ট্র পরিচালনা করেছেন। তারা ইসলামকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করেছেন।
হযরত আবু বকর (রা.) যাকাত অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও ভণ্ডনবীদের দমনের মাধ্যমে ইসলামী খিলাফত অক্ষুণ্ণ রখেছেন। হযরত ওমর (রা.) প্রায় অর্ধ পৃথিবীতে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। জামেউল কুরআন হিসেবে পরিচিত হযরত উসমান (রা.) সুদীর্ঘ সময় ইসলামী রাষ্ট্রে ন্যায় ও শান্তির শাসন কায়েম করেছেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- কুরআন শরীফ নূরানী ছাপা পিডিএফ ডাউনলোড
হযরত আলী (রা.) ওসমান হত্যার বিচারের দাবীতে উত্তাল মুসলিম মিল্লাতকে ঐক্যবদ্ধ করার প্রয়াস চালিয়েছেন ! পরবর্তীতে খিলাফতের স্থলে রাজতন্ত্র চালু হয়। হযরত ওমর বিন আবদুল আজিজ (রহ.) পুণরায় ইসলামি খিলাফতের শাসন ফিরিয়ে আনেন। তাই তাঁকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়। এভাবে রাসূলুল্লাহ (সা.)-এর দেখানো পথ অনুসরণ করে খোলাফায়ে রাশেদীনেরা রাষ্ট্র পরিচালনা করেছেন।
তাদের সুদীর্ঘ জীবনে রয়েছে নানা শিক্ষণীয় ঘটনা, যা আমাদের জন্য অনুসরণীয় আদর্শ। সুতরাং আজকের এ সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে খোলাফায়ে রাশেদীনের জীবনপদ্ধতি অনুসরণ করতে হবে। তাদের আদর্শ অনুসরণ করা আমাদের কর্তব্য। রাসূল (সা.) ইরশাদ করেছেন, ‘তোমাদের উচিত আমার সুন্নাত অনুসরণ করা এবং সুপথপ্রাপ্ত খলিফাদের সুন্নাত অনুসরণ করা’ (সুনানে ইবনে মাজাহ : ৪২)।
রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণে পরবর্তী চার খলিফা রাষ্ট্র পরিচালনা করেছেন, তাই তাদের শাসনামলকে “খিলাফাত আলা মিনহাজিন নবুওয়াহ’ বা ‘আল খিলাফাতুর রাশিদা’ বলা হয়। এ গ্রন্থে ইসলামের চার খলিফাসহ নবী দৌহিত্র হাসান-হোসাইন (রা.) এবং পঞ্চম খলিফা হিসেবে স্বীকৃত ওমর বিন আবদুল আজিজ (রহ.)-এর জীবনে ঘটে যাওয়া মহামূল্যবান ঘটনাবলি সুন্দর ও সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে।
যে ঘটনাগুলো কোনো ব্যক্তির জীবনকে সুন্দর করে সাজানোর ক্ষেত্রে পরশ পাথরের মতো কাজ করবে। এসকল জীবনকাল মূল্যায়ন করলে ইসলাম ও বিশ্বমানবতার একজন সত্যনিষ্ঠ সেবক এবং ইসলামের জন্য আত্মোৎসর্গকারী এক মহামানবের প্রতিচ্ছবি ফুটে
উঠে।
নিচে খোলাফায়ে রাশেদীন জীবন ও কর্ম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | দারুস সালাম বাংলাদেশ |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজ | 58.5 MB |
প্রকাশ সালঃ | ২০১৫ সাল |
বইয়ের লেখকঃ | মোহাম্মদ নাছের উদ্দিন |
বইয়ের অনুবাদকঃ |