গদীরে খুম এর ঘোষণা pdf বই ডাউনলোড। এটা ছিল আলীর আধ্যাত্মিক সার্বভৌমত্বের উত্তুঙ্গ ঘোষণা। শেষ বিচারের দিবস পর্যন্ত এ ঘোষণার প্রতি নিঃশর্ত আত্মসমর্পণ প্রতিটি মুমিনের জন্য বাধ্যতামূলক। এই ঘোষণা সুস্পষ্টরূপে প্রমাণ করছে, যে ব্যক্তি হযরত আলী রাদ্বিয়াল্লাহু আনহু-এর আধ্যাত্মিক নেতৃত্বকে অস্বীকার করে সে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নেতৃত্বকেও অস্বীকার করে।
এই পরিস্থিতির উদ্ভব ঘটেছে অংশত অজ্ঞতা ও অংশত সংস্কার বশত, যা হয়ে পড়েছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে অহেতুক উত্তেজনা বৃদ্ধির কারণ। এমতাবস্থায় আমার ইচ্ছা হল এই সার্বভৌমত্ব ও নেতৃত্ব সম্পর্কে দু’টি পুস্তিকা রচনা করতে, একটা হচ্ছে: ‘গদীরে খুম-এর ঘোষণা’ আর অন্যটা হচ্ছে ‘প্রত্যাশিত ইমাম’।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
প্রথম পুস্তিকার পরিকল্পনায় আছে আধ্যাত্মিকতার উদ্বোধক ও আধ্যাত্মিক সার্বভৌমত্বের নিশান বরদার রূপে হযরত আলী রাদ্বিয়াল্লাহু আনহু-এর স্থান ও মর্যাদা নিরূপন করা আর দ্বিতীয়টিতে আধ্যাত্মিক সার্বভৌমত্বের শেষ সীল মোহর হিসেবে হযরত ইমাম মাহদী (আলাইহিস্ সালাম) এর মর্যাদা বর্ণনা করা। এর প্রধান উদ্দেশ্য হচ্ছে বিষয়টিকে ঘিরে সন্দেহের যে মেঘ জড়ো হয়েছে তা দূরীভূত করা এবং প্রকৃত সত্য সম্পর্কে মুসলমানদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা।
আলী ও মাহদী আলাইহিমাস্ সালামের আধ্যাত্মিক সার্বভৌমত্ব আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসৃত সহীহ হাদিস দ্বারা প্রমাণিত। এই দাবীর স্বপক্ষে দীর্ঘ পরস্পরায় বর্ণিত হাদিসসমূহের সাক্ষ্য বিদ্যমান। প্রথম পুস্তিকায় আমি ৫১টি হাদিস অন্তর্ভূক্ত করেছি, যা অকাট্যভাবে * দলিলকৃত। ৫১টি হাদিস শরীফকে বেছে নেয়ার রহস্য এই বছর (বইটি রচনার বছর-২০০২ইং) আমার বয়স ৫১ বছর পূর্ণ হয়েছে।
তাই এই সংখ্যাটির সম্পর্ক সূত্রের ওপর নির্ভর করে আমি হযরত আলী রাদ্বিয়াল্লাহু আনহু-এর মর্যাদা বর্ণনায় আমার যৎকিঞ্চিত খেদমত পেশ ও বিনয় প্রকাশের মাধ্যমে ঐশী রহমত অর্জনের প্রত্যাশা করছি। এই পর্যায়ে আমি একটি বিষয় প্রমাণ করতে সচেষ্ট হয়েছি যে, আমরা হযরত রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিন ধরনের উত্তরাধিকার লাভ করেছি ।
নিচে গদীরে খুম এর ঘোষণা pdf pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | সনজরী পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 9.58 MB |
প্রকাশ সালঃ | ২০১৬ সাল |
বইয়ের লেখকঃ | শাইখুল ইসলাম তাহেরুল কাদেরী |
বইয়ের অনুবাদকঃ | মুহাম্মদ ওহীদুল আলম |