গীবত চোগলখোরি যবান বিনষ্টকারী কু-সংস্কার থেকে সাবধান pdf বই। লক্ষ্য করলে দেখা যাবে যে, মানুষের অধিকাংশ কথায়ই হচ্ছে গীবত এবং এমন লোক কমই পাওয়া যাবে যে, তারাঁ একের কথা অন্যের কাছে চোগলখোরি না করে থাকেন। গীবত ও চোগলখোরি দ্বারা মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয়, একের প্রতি অন্যর বিদ্বেষভাবে জন্মে, সামাজিক অশান্তির সৃষ্টি হয়, বন্ধুত্ব নষ্ট হয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় ইত্যাদি।
অথচ এ দুটো গীবত ও চোগলখোরি যে কত বড় অপরাধ এ সম্পর্কে সাধারণ মানুষ মোটেই সচেতন নন। এর পরিণাম সম্পর্কে আল্লাহ ও তার রাসূল সাঃ বার বার সাবধান করেছেন অথচ সলাত, সিয়াম,হজ্জ, যাকাতসহ অনেক আমল করেও অধিকাংম লোক এ অপরাধ থেকে মুক্ত নন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- গীবত বা পরনিন্দা pdf বই ডাউনলোড
- অনর্থক গুনাহ ও গীবত pdf বই ডাউনলোড
- বিদআত থেকে সাবধান pdf বই ডাউনলোড
- অন্ধ অনুসরণ হতে সাবধান pdf বই ডাউনলোড
- সাদা পোস্টার কালো করোটি pdf বই ডাউনলোড
এগুলো যে কাবীরা গুনাহর অন্তর্ভুক্ত সে সম্পর্কেও অজ্ঞাত। তাই এ সম্পর্কে সর্ব সাধারণকে সচেতন করে এ অপরাধ থেকে বেচেঁ থাকার জন্য তাগিদ প্রদানই আমার ও লিখার উদ্দেশ্য । তাই কঠোর ভাবে বলতে হয় যে, গীবাত, চোগলখোরি, যবান ও ঈমান বিনষ্টকারী কু-সংস্কার থেকে সাবধান!। আসুন গীবত সম্পর্কে জেনে নিই।
গীবত আরবী শব্দ। বালাং একে পরনিন্দা বলা হয়। কোন মানুষের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন কথা বলা যা শুনলে সে মনে কষ্ট পায়, তাকে বলা হয় গীবত। একটি হাসিদে এসেছে যে, আবূ হুরাইয়া রাযিঃ হতে বর্ণিত; তিনি বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: গীবাত কি, তা কি তোমরা জানো? সহাবারা উত্তরে বললেন, আল্লাহ ও তারঁ রাসূলই ভালো জানেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবাত হলো তোমার ভাইয়ের সম্পর্কে তোমার এমন কথা বলা যা সে অপছন্দ করে।
জিজ্ষে করা হলো, আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে, এটাও কি গীবাত হবে? রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: গীবাত হলো তোমার ভাইয়ের সম্পর্কে তোমার এমন কথা বলা যা সে অপছন্দ করে। জিজ্ঞেস করা হলো, আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধে বিদ্যমান থাকে, এটাও কি গীবাত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা বলো তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে, তাহলেই সেটা হবে গীবাত।
আর তুমি যা বলো তা যদি তার মধ্যে না থাকে, সে ক্ষেত্রে সেটা হবে তার প্রতি দেয়া মিথ্যা অপবাদ। অবশ্য শুভাকাঙ্গীর দৃষ্টি নিয়ে কোন মুসলিমকে তার দোষ-ত্রুটির কথা বললে স্বভাবত এতে সে খারাপ মনে করে না। কেননা এরূপ বলার উদ্দেশ্য সংশোধন। কিন্তু যদি কাউকে সমাজের নিকট হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে তার অনুপস্থিতিতে তার দোষ-ত্রুটি বর্ণনা করা হয়, তাহলে এটা হবে তার মনোকষ্টের কারণ। তাই কারো অনুপস্থিতিতে তার দোষ-ত্রুটি বর্ণনা করা জায়িয নয়। আশা করি বুঝতে পারছেন।
নিচে গীবত চোগলখোরি যবান বিনষ্টকারী কু-সংস্কার থেকে সাবধান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | দারুস সালাম বাংলাদেশ |
বইয়ের ধরণঃ | ঈমান বিষয়ক |
বইয়ের সাইজঃ | 3.29 MB |
প্রকাশ সালঃ | ২০০৬ |
বইয়ের লেখকঃ | হাফিয মুহাম্মাদ আইয়ুব বিন ইদু মিয়া |
অনুবাদঃ |