গোনাহ ও তাওবা
গোনাহ ও তাওবা pdf বই ডাউনলোড। মহান আল্লাহ তায়ালা মানুষকে এ দুনিয়ায় তার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন। আর তাদেরকেই বানিয়েছেন আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জাতি। সেই সৃষ্টির সেরা মানব জাতি কোন কোন সময় পাপের আঁধার নিমজ্জিত হয়ে জীবনকে করে কলুষিত।
ফলে সে দিশেহারা হয়ে কলংকিত জীবন যাপন করতে শুরু করে। গোনাহ করার পর অনুতপ্ত হওয়া ভাল কিন্তু নিরাশ হওয়া উচিত নয়। কারণ আল্লাহ তায়ালা একথা ভালো ভাবেই জানেন যে, মানুষ শুধু ইবাদতই করবে না, মাঝে-মধ্যে শয়তানের প্ররোচনায় গোনাহের কাজেও জাড়িয়ে পড়বে।
আল্লাহ পাকের যদি শুধু ইবাদতই উদ্দেশ্য হতো, তবে মানুষ সৃষ্টি করার কোন প্রয়োজনই ছিল না। এর জন্য ফেরেশতারাই যথেষ্ঠ ছিল। আল্লাহ তায়ালা চান যে, তাঁর বান্দা শয়তান ও নফসের তাড়নায় গোনাহ করলেও যেন আবার তাঁর নিকট ক্ষমা চাইবে। তিনিই তাদের ক্ষমা করে দিবেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- বিবাহের মাসায়েল pdf বই
- গোনাহ ও তাওবা pdf বই
- ইসলামে গান ছবি প্রতিকৃতির বিধান pdf বই ডাউনলোড
- দরসে তিরমিযী ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- মুনাফিকের আলামত pdf বই
- একজন মুসলিমের দৈনন্দিন জীবন pdf বই
মহানবী সাঃ ও প্রতিদিন একশত বার তাওবা করতেন, যদিও তার কোন গুনাহ বা তিনি কোন জুলুমকারীদের অন্তর্ভুক্ত ছিলেন না। হযরত আগার মাযনি রাযিঃ থেকে বর্ণিত, তিনি বলেন, ‘আমি মহানবী সাঃ থেকে বলতে শুনেছি। তিনি বলেছেন, “কখনো কখনও আমার মনে গোনাহের স্পৃহা জাগে, এমনকি আমি প্রতিদিন আল্লাহর দরবারে একশত এস্তেগফার করি”।
অভিশাপ ও রহমত
চিন্তা করে দেখুন, একথাটি কে বলেছেন? সেই মহান ব্যক্তিত্ব যাকে আল্লাহ তায়ালা গোনাহ থেকে পাক-পবিত্র করে সৃষ্টি করেছেন। যার থেকে কোন গোনাহ প্রকাশ পাওয়া অসম্ভব। আর যদি তাঁর পক্ষে থেকে কোন ভুল-ভ্রান্তি হয়েও থাকে, তাহলে আল্লাহ তায়ালার পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে যে, আপনার অতীত ও ভবিষ্যতের সব ধরনের ভুল ত্রুটি ক্ষমা করে দেয়া হয়েছে।
যেমন কুরআনে কারীমে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেনঃ
لِيَغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِن ذَنبِكَ وَمَا تَأَخَّرَ وَيُتِمَّ نِعْمَتَهُ عَلَيْكَ وَيَهْدِيَكَ صِرَاطًا مُّسْتَقِيمًا
অর্থঃ যাতে আল্লাহ আপনার অতীত ও ভবিষ্যত ত্রুটিসমূহ মার্জনা করে দেন এবং আপনার প্রতি তাঁর নেয়ামত পূর্ণ করেন ও আপনাকে সরল পথে পরিচালিত করেন। (সূরা আল ফাতাহ-২)
নিচে গোনাহ ও তাওবা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ মাকতাবাতুল আশরাফ বইয়ের ধরণঃ গোনাহ ও তাওবা বিষয়ক বইয়ের সাইজঃ 4.40 MB প্রকাশ সালঃ ২০০২ ইং বইয়ের লেখকঃ মুফতি তাকি উসমানী অনুবাদঃ মাওলানা মুহাম্মদ ওমর ফারুকডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ