ঘুরে দাড়াও pdf বই ডাউনলোড। ডেইলি মেইল অস্ট্রোলিয়ার তথ্য অনুযায়ী ২০১৬ তে শুধু একটি জনপ্রিয় পর্নোগ্রাফিক ওয়েবসাইটে পর্ন দেখা হয়েছে চার হাজার ছয়শো কোটি ঘন্টা! ইন্টারনেট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিলিয়ন বিলিয়ন পর্ন ওয়েবসাইটগুলো মিলিয়ে বছরে মোট কতো ঘন্টা পর্ন দেখা হয়, তার একটা ধারণা এখান থেকে পাওয়া যায়। কি, মাথায় মহামারি শব্দটা ঘুরপাক খাচ্ছে? আসলে এ অবস্থা মহামারির চেয়েও গুরুত্বর, যা বর্ণনা করার মতো কোনো শব্দ অভিধানে খুজেঁ পাওয়া যায় না।
কোন দেশগুলো থেকে তাদের ভিডিও সবচেয়ে বেশি দেখা হয় তো নিয়ে একটি পরিসংখ্যান প্রকাশ করেছে সেই একই ওয়েবসাইট। সংগত কারণেই ওয়েবসাইটির নাম আমি উল্লেখ করছি না। তাদের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ তে তাদের ওয়েবসাইটে বিডিও দেখা হয়েছে প্রায় সাত হাজার আটশো নব্বই কোটি বার। তাদের সাইটের জন্য একটি নতুন রেকর্ড।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ঘুরে এলাম ইরান pdf বই ডাউনলোড
- ক্রসেড সিরিজ ২৭তম খন্ড pdf বই ডাউনলোড
- আরবী টু বাংলা কোরআন শরীফ পিডিএফ ডাউনলোড
- জান্নাতে নারীদের অবস্থা pdf বই ডাউনলোড
- ইসলাহী খুতুবাত ৩য় খন্ড pdf বই ডাউনলোড
এর আগে ২০১৩ তে বিডিও দেখা হয়েছিল ছয় হাজার তিনশো বিশ কোটি বার। এই একটি ওয়েবসাইটে এক বছরে যতোবার পর্ন বিডিও দেখা হয়েছে, সেই সংখ্যাকে যদি আমরা পুরো পৃথিবীর জনসংখ্যা (প্রায় সাতশত কোটি ) দিয়ে ভাগ করি, তাহলে প্রতিটি মানুষের ভাগে যে সংখ্যাটা আসে তা আপনারা কীভাবে ব্যাখ্যা করবে আমি জানি না: ১১.১৪। একে কি শুধুই মহামারি বলব? ভয়াবহ !
যেহেতু বইটি প্রথম অস্ট্রোলিয়াতে প্রকাশিত হয়েছে, তাই আমাদের জানা প্রয়োজন, অস্ট্রোলিয়ার মানুষ কী পরিমান পর্ন দেখে এবং এর দ্বারা তার কতোটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেন এ তথ্য জানা প্রয়োজন? কারণ পর্ন আপনার সন্তান, স্বামী/স্ত্রী বা কাছের বন্ধুর মারাত্মক ক্ষতি করতে পারে। এমনও হতে পারে যে, তারা পর্নোগ্রাফিতে আসক্ত এবং এ আসক্তি থেকে পরিত্রাণ পাবার জন্য তাদের সাহায্যর প্রয়োজন।
কিন্তু তারা মুখ ফুটে তা বলতে পারছে না। অবস্থা কি আসলেই এতটা খারাপ? হ্যাঁ, শুধু খারাপ না; এ অবস্থা একটা মহামারির চেয়েও খারাপ।সেই একই ওয়েবসাইট সবচেয়ে বেশি পর্ন দেখা দেশের লিস্টে, অস্ট্রোলিয়ার অবস্থান আট নাম্বারে। মহামারি? নাকি সমস্যা তার চেয়েও অনেক গুরুত্বর? আসুন, দেখা যাক।
২০১০ এ প্রথমবারের মতো অস্ট্রোলিয়ায় পর্নোগ্রাফির ওপর জরিপ চালানো হয়। সেই জরিপে জানা যায়, ইন্টারনেটে যারা পর্ন দেখেন তাদের শতকরা ৮৫ জন পুরুষ। আর এই পুরুষদের শতকরা ৫০ জনেরও বেশি বিবাহিত বা প্রেমে জড়িত। এ থেকে বোঝা যায় যে, শুধু বিয়ে পর্ন-আসক্তি থেকে রক্ষা পাওয়ার চুড়ান্ত সমাধান না। বইটি সম্পুর্ণ পড়তে ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ।
নিচে ঘুরে দাড়াও pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সালাতের পর আমল |
বইয়ের সাইজঃ | 33.5 MB |
প্রকাশ সালঃ | ২০১৯ সাল |
বইয়ের লেখকঃ | ওয়ায়েল ইব্রাহিম |
অনুবাদকঃ | মিনহাজ মোহাম্মাদ |