চার তারা pdf বই ডাউনলোড । চার মাজহাব, চার ইমাম বলতে আমরা সাধারণত বুঝি – চার মতাদর্শের চারজন ব্যাক্তি। একজন যদি বলেন – ডানে যাও, তো আরেকজন বলেন – না বামে যাও। অর্থাৎ চার ইমাম মানে একে অন্যের সাথে ‘যুদ্ধে’ লিপ্ত থাকা চারজন ব্যক্তি।
যখন চার ইমাম সম্পর্কে জানতে গেলাম, পড়তে গেলাম, তখন যাস্ট অবাক হলাম। চারজনের জীবনী পড়ে যে মুগ্ধ হয়েছি, সেই মুগ্ধতা এখনো কাটেনি।
চারজন সম্পর্কে জানার আগ্রহ দিনদিন বাড়ছে। আমরা মনে করতাম – চারজন মনে হয় চারজনের প্রতিপক্ষ। অথচ তাঁদের জীবনী পড়ে দেখলাম, তারা িএক অন্যের প্রতিপক্ষ হওয়া তো দূরের কথা, তারা তো ছিলেন, একে অন্যের সহযোগী, শুভাকাঙ্খী।
ইমাম আবু হানিফার প্রজ্ঞা সম্পর্কে ইমাম মালিক কী সুন্দর মন্তব্য করেন। ইমা আবু হানিফা িনিজের প্রিয় ছাত্রকে পাঠান ইমাম মালিকের জ্ঞান আহরণের জন্য। ইমাম আশ-শাফেই ছিলেন ইমাম মালিকের ছাত্র।
আবার ইমাম আহমাদ ইবনে হাম্বল ছিলে ইমাম আশ-শাফেইর ছাত্র। অন্যদিকে ইমাম আহমাদের বাল্যকালের শিক্ষক ছিলেন ইমাম আবু হানিফার প্রিয় ছাত্র। এ যেনো এক ফুলের মালা! বিভিন্ন বাগান থেকে, বিভিন্ন রকমের ফুল একই মালায় গাঁথা।
চার ইমামের জীবনী বিষয়ক আরও বই দেখুনঃ
- চারজন সালাফী আলেমের জীবনী pdf বই ডাউনলোড
- দুই শতাধিক ইমামদের ফতওয়া pdf বই ডাউনলোড
- চার ইমামের জীবনকথা pdf বই ডাউনলোড
- মুসলিম কি চার মাযহাবের pdf বই ডাউনলোড
- চার ইমামের জীবনী pdf বই ডাউনলোড
- চার ইমামের আকীদা pdf বই ডাউনলোড
ইমামদের ব্যাক্তিজীবন নিয়েই “চার তারা” বইয়ে আলোচনা করা হয়েছে। তারা কিভাবে বেড়ে উঠেন, কিভাবে ইরম অর্জন করেন, কিভাবে ইমামরে আসন অলংকৃত করেন এবং শেষ জীবনে কিভাবে জুলুমের শিকার হন। এই নিয়েই বইটি সাজানো।
ইমামদের জীবনের ঘটনাগুলো মূলত ধারাবাহিক গল্পাকারে সাজানোর চেষ্টা করেছি। সেক্ষেত্রে ইমাম আবু হানিফার জীবনের ঘটনাগুলোর ‘প্রাইমারি সোর্স’- এর রেফারেন্স দেওয়া হয়েছে।
আর বইয়ের ‘লিমিটেশন’ হলো – বাকি তিনজন ইমামের জীবনের ঘটনাগুলোর ‘প্রাইমারি সোর্স’- এর রেফারেন্স না দিয়ে বইয়ের শেষে ‘সেকেন্ডারি সোর্সগুলি’ উল্লেখ করেছি। তথ্যগুলো যাচাই করার জন্য একজন দক্ষ ইতিহাস পাঠকের সহায়তা নিয়েছি।
ইমামদের সম্পর্কে জানার আগ্রহ সৃষ্টি করার ছোট্ট প্রয়াস হিসেবেই মূলত বইটি লেখার চিন্তাভাবনা করি। বইটা পড়ে পাঠকের মনে ইমামদের সম্পর্কে আরো জানার তৃষ্ণা তৈরী হোক এইটাই আমাদের প্রত্যাশা।
নিচে চার তারা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | আযান প্রকাশনী |
বইয়ের ধরণঃ | জীবনী |
বইয়ের সাইজঃ | 8.32 MB |
প্রকাশ সালঃ | 2020 |
বইয়ের লেখকঃ | আরিফুল ইসলাম |
অনুবাদঃ |