চিরস্থায়ী ক্যালেন্ডার pdf বই ডাউনলোড। সূর্যদয় এবং তারপর ১৫ মিনিট, দ্বিপ্রহর এবং তার আগে পরে ৫ মিনিট করে ১০ মিনিট এবং সুর্যান্ত ও তার পূর্বে ১৫ মিনিট সর্বপ্রকার নামায পড়া নিষেধ। তবে ঐ দিনের আসরের ফরয নামায কেউ না পড়ে থাকলে সূর্যাস্তের সময়ে পড়ে নিবে। সুবহে সাদিক থেকে সুর্যদয় পর্যন্ত।
ফজরে দুই রাকাআত সুন্নাত ব্যতীত অন্য কোন সুন্নাত নফল এবং আসরের ফরয নামাযের পর থেকে সূর্যান্ত পর্যন্ত সুন্নাত ও নফল নামায পড়া নিষেধ। তবে এসময় কাযা নামায ও সিজদায়ে তিলাওয়াত আদায় করা যায়।
আরও দেখুনঃ চলমান সংকট নিরসন pdf বই ডাউনলোড
সূর্যদয়ের সমস্ত হতে কমপক্ষে ১৫ মিনিট পর ইশরাক ও চাশতের নামাযের সময় শুরু হয় এবং দ্বিপ্রহরের ৫ মিনিট পূর্ব পর্যন্ত উভয় নামাজের ওয়াক্ত থাকে। কবে ওয়াক্তের শুরুর দিকে ইশরাক ও শেষের দিকে চাশত পড়া উত্তম।
প্রচলিত অধিকাংশ ক্যালেন্ডারে শুধুমাত্র সাহরী বা শুধুমাত্র ফজরে আযানের ব্যাপারে সতর্কতা অবলম্বন করা হয়েছে যা যথেষ্ঠ নয়। আল্লাহর মেরেবানিতে এ ক্যালেন্ডারে উভয়টির ব্যাপারে ৫ মিনিট করে মোট ১০ মিনিট সতর্কতা অবলম্বন করা হয়েছে, যা হাদীস শরীফ দ্বারা প্রমাণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাহরী শেষ করে ফজর শুরু করতে ৫০ আয়াত তিলাওয়াত পরিমান বিলম্ব হত। যার পরিমান আনুমানিক ১০ মিনিট। (বুখারী শরীফ: হাদীস নং-১৯২১)।
আরও দেখুনঃ কিয়ামত pdf বই ডাউনলোড
সতর্কতামূলক সুর্যাস্তের মূল সময়ের তিন মিনিট পর মাগরিব ও ইফতারের সময় দেয়া হয়েছে। সুতরাং প্রদত্ত সময়েই আযান দিবে ও ইফতার করবে। বেশী বিলম্বের প্রয়োজন নেই। নামায রোযার সময়সুচী মূলত প্রত্যক্ষ দর্শণের উপর নির্ভরশীল। কিন্তু অপারগতার ক্ষেত্রে ঘড়ির টাইম ঠিক রেখে প্রণীত সময়সূচী অনুযায়ী আমল করা যায়।
এইভাবেই আমাদের সারা বছর এর সময় সুচীর এর নির্ভর করে আমাদেরকে নিয়মিত ক্যালেন্ডার এর উপর থাকতে হয়। কেননা ফজর থেকে এশা পর্যন্ত এমন করেই ১-৩৬৫ দিনকে নিয়মনুসারে চলিত হয়। তবে আমাদের সবর্দায় ক্যালেন্ডার দেখতে হবে। সময় সময় সুচী জানার জন্য বইটি ডাউনলোড করে নিতে পারেন।
আরও দেখুনঃ গোসলের পদ্ধতি pdf বই ডাউনলোড
নিচে চিরস্থায়ী ক্যালেন্ডার pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ নামাজের সময়সূচী বইয়ের সাইজঃ 1.73 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ