জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ pdf বই ডাউনলোড। আজকের যুগের মানুষ ঠিক সুদূর অতীতের তার পূর্বপুরুষদের মত একই সমস্যার সম্মুখীন। সমস্যাটা হলো-বহুবিধ পরিচিতির মধ্যে আইনগত সমন্বয় সাধন করা, বহুবিধ আনুগত্যের মধ্যে সুসামজ্ঞস্য প্রতিষ্ঠা করা। কারণ, বরাবরের মত আজকের যুগের মানুষ ছোট বড় বিভিন্ন প্রকার সামষ্টিক পরিচয় বহন করে।
একই সময়ে সে তার পরিবারের একটা অংশ, প্রতিবেশীর একটা অংশ, তার পেশাশ্রেণীর একটা অংশ, একটা নির্দিষ্ট ভূ- সীমার অংশ এবং একটা নৃ-জাতিকে বা ভাষাভিত্তিক শ্রেনীর অংশ যেগুলোর সঙ্গে সে তার পরিচয়কে আবদ্ধ করে। সর্বোপরি সকল প্রকার পরিচতি ছাড়াও সে বৃহত্তম মানজাতির একটা অংশ হিসেবেও সচেতন।
আরও দেখুনঃ দুর্নীতির পরিণাম ভয়াবহ pdf বই ডাউনলোড
সুতরাং পূর্বকালের মত আজও মানুষের আনুগত্য কেন্দ্রবিন্দুতার বিভিন্নতা রয়েছে। সৌভাগ্যবশত: এটার কারণেই মানুষের আনুগত্যের পরস্পরবিরোধী পরিচিতি বা দাবির প্রতিযোগিতা এখনো বিদ্যমান রয়েছে। আর ঐ সমস্ত আনুগত্যের ভিতরে এমনভাবে সামজ্ঞস্য বিধান করা হয় যাতে ব্যক্তি তথা যে সকল গ্রুপের সঙ্গে সে পরিচয় আবদ্ধ তাদের উভয়ের কল্যাণ বয়ে আনে।
আধুনিকতাপূর্ব সময়ে মানুষ সাধারণ: ইসলাম বা খৃষ্টবাদের মত ধর্মীয় বিশ্বাস ও আচার-আচরণের প্রতি ভক্তি বিশ্বাসের উপর ভিত্তি করে গঠিত জনসমষ্টির অংশ হিসেবে ভাবতে স্বাচ্ছন্দবোধ করত। একজনের আনুগত্য প্রাথমিকভাবে তার জাতি কিংবা পিতৃভূমির প্রতি হবে এমন ধারণা বলতে গেলে ছিলই না।
আরও দেখুনঃ আমি কেনো মুসলমান pdf বই ডাউনলোড
এ ধারণাটা যেটা জাতীয়তাবাদ হিসেবে পরিচিতি লাভ করে সেটার উদ্ভব অষ্টাদশ শতাব্দীর কোন এক সময়ে সংঘটিত হয়। এবং তখন থেকে মানব ইতিহাসের একটা মারাত্ম ক্ষমতাসম্পন্ন শক্তি হিসেবে বিবেচিত হয়ে আসছে। উনবিংশ এবং বিংশ শতাব্দীতে জাতীয়তাবাদ ইউরোপের মানচিত্র পূর্নগঠণে ব্যাপক ভূমিকা পালন করেছিল।
বস্তুত:পক্ষে এর প্রভাব পরবর্তীতে পর্যায়ক্রমে ব্যাপকতর হয়ে দেখা দিয়েছিল যেটা বিশ্বের বিভিন্ন অংশে বিশাল রাজনৈতিক পরিবর্তন আনয়ন করেছিল। জাতীয়তাবাদের নামে বহু বিভক্ত মানবজাতিকে একীভূত করা হয়েছিল। ঠিক যেমন এর প্রভাবে সবচেয়ে রক্তপাতময় যুদ্ধ সংঘটিত হয়েছিল।
আরও দেখুনঃ আমার কিছু ভাবনা pdf বই ডাউনলোড
নিচে জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বা ই ই বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 9.11 MB প্রকাশ সালঃ ২০০৮ ইং বইয়ের লেখকঃ ডা. তাহির আমিন অনুবাদঃ ডা. ম মনিরুজ্জামনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ