জীবনের লক্ষ্য নির্ধারণ
জীবনের লক্ষ্য নির্ধারণ pdf বই ডাউনলোড। মানুষ সৃষ্টির সেরা জীব । জল – স্থলের সর্বত্র মানুষের কর্তৃত্ব । মহাশূন্যেও তার দৃপ্ত পদচারণা । পৃথিবি এখন মানুষের হাতের মুঠোয় । বিজ্ঞানের নানা আবিস্কার মানুষের বুদ্ধি বৃত্তির ফসল । তাই মানুষকে এখন আর অসহায় প্রণী বলে ভাববার কোন অবকাশ নেই ।
কিন্তু কি উদ্দেশ্যে মানুষের আগমন এই পৃথিবীতে ? কি তার করণীয় ? তার জিবনের স্বরুপ কি ? এসব মৌলিক প্রশ্নের দিকে তাকাবার সূযোগ পায় খুব কম মানুষ । অথচ প্রতিঠি মানুষের প্রথমিক কর্তব্য ছিল এ প্রশ্নগুলোর সমাধান খুঁজে বের করার চেষ্টা করা ।
আরও দেখুনঃ ইসলামে শ্রমিকের অধিকার pdf বই ডাউনলোড
একটি উন্নত জীবনের অপরিহার্য দাবীসমূহের মধ্যে এই চিন্তা ভাবনা অন্তর্ভুক্ত । মানুষ নিজ জীবন সম্পর্কে প্রায়শই ভুল ধারণার বশবর্তী হয় । কখনো সে নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ বস্তু বলে সাব্যস্ত করে এবং অন্যদেরকে নিম্নস্তরের মনে করে তাদের আনুগত্য দাবী করে । আবার কখনো সে নিজেকে নিতান্ত অসহায় ভেবে যে কোন শক্তি ধর বস্তুর নিকট আপন সত্তাকে বিলিন করে দেয় প্রকৃত পক্ষে এ দুয়ের মাঝামাঝি মানুষের অবস্থান ।
আমাদের জীবনের লক্ষ্য কেমন হওয়া চাই ঠিক তেমনি যেমন টি করলে পরকালে শান্তি পাবো।
মানুষ আল্লাহর সৃষ্টি । অত্যন্ত নিকৃষ্ট বস্তু দ্বারা তাকে সৃষ্টি করা হয়েছে , তাই নিজেকে শ্রেষ্ঠ মনে করে অহংকার করা মানুষের জন্য সমীচীন নয় । কিন্তু মানুষকে দুনিয়াতে পাঠানো হয়েছে ; আল্লাহর প্রতিনিধি হিসেবে । তাই মানূষ একমাত্র তারই সামনে মাথা নত করবে , অন্য কারো সামনে নয় ।
আরও দেখুনঃ হাদিস সম্ভার pdf বই ডাউনলোড
মানুষের সম্মান পৃথিবীতে সবচেয়ে বেশী । কিন্তু সে স্রষ্টার অনুগত থেকেই পৃথিবীর সবকিছুর ওপর কর্তৃত্ব চালাবে । তাহলে সে হবে সফলকাম । পক্ষান্তরে এর ব্রতিক্রম করলে তাকে ক্ষতিগ্রস্ত হতে হবে । লক্ষ হচ্ছে জীবনের গতি নির্ধারণ ।
হাল ছাড়া নৌকা যেমন গন্তব্যের পানে অগ্রসর হতে পারে না , লক্ষহীন জীবনে তেমনি সাফল্যের আশা করা যায় না । বিশেষ মর্যাদা দান করে যে মানুষকে পৃথিবীতে পাঠানো হয়েছে তার জন্যে লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন । কারণ , মানূষকে এখানে নিরর্থক পাঠানো হয়ান । (সূরা মূমিনুন আয়াত :১১৫ )।
আরও দেখুনঃ কারবালায় কি ঘটেছিল pdf বই ডাউনলোড
নিচে জীবনের লক্ষ্য নির্ধারণ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলাম হাউস বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 1.21 MB প্রকাশ সালঃ ২০১০ ইং বইয়ের লেখকঃ লিয়াকত আলী আব্দুস সবুর অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ