জীবন সমস্যার সমাধান pdf বই ডাউনলোড। জীবন বিচিত্র । বৈচিত্র্যই হলো মানব জীবনের অনন্য বৈশিষ্ট্য। এর শাখা-প্রশাখা যেমন বিস্তৃত, তেমন অসংখ্য। যুগের উন্নতি-অগ্রগতির সঙ্গে সঙ্গে তার দেহেও নিত্য-নতুন ডাল-পালা গজাতে থাকে । আবার কালের ঘাত-প্রতিঘাতে কিছু শাখা ক্রমশ মলিন নির্জীব হয়ে ঝড়ে পড়ে ।
অন্ন, বস্ত্র, বিদ্যা, বাসস্থান ও চিকিৎসা-অনুসঙ্গগুলো মানব-জীবনের সঙ্গে স্থায়ীভাবে জুড়ে আছে সত্য, তবে এর উপায় উপকরণ ও ধরন- ধারণে আমূল পরিবর্তন ঘটেছে । ইতিহাসের পাতাজুড়ে সে পরিবর্তনের সাক্ষ্য বিদ্যমান ।
এর বিপরীতে জীবনের কিছু অনুসঙ্গ আরও বাস্তব, আরও চিরন্তন । জন্ম-মৃত্যু, রোগ-বিরোগ, রাগ-বিরাগ, অলসতা, অসুস্থতা, বিবাহ, পরিবার ও সমাজ ইত্যাদি তার অন্তর্ভুক্ত। কালের বিবর্তনে মানব সভ্যতার কতো পরিবর্তন ঘটেছে, তার মননশীলতার কতো বিবর্তন ঘটেছে, কিন্তু এ বিষয়গুলো ঠিক আগের মতোই রয়ে গেছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- কুরআন শরীফ নূরানী ছাপা পিডিএফ ডাউনলোড
আদম (আ.)-এর দু’পুত্রের মাঝে সংঘাতের যে নেপথ্য কারণ (হিংসা-বিদ্বেষ ) ছিল, আজও তা মানবজাতির স্বভাব-প্রকৃতিতে মিশে আছে । মানুষের ক্ষমতা নেই, সর্বোচ্চ সাধ্য-সাধনা করে, নিজেকে ভেঙ্গে-গড়ে তা থেকে মুক্ত হওয়ার । এ তো তার স্বভাবজাত, প্রাকৃতিক ।
যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানবজাতি অনেক বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে । অনেক নতুন সভ্যতা-সামাজিকতার সঙ্গে পরিচিত হয়েছে । সৃজনশীল শক্তি ও উদ্ভাবনী ক্ষমতা তাকে দিয়েছে আধুনিক হতে অত্যাধুনিক জীবনোপকরণ, সম্মুখীন করেছে কঠিন-জটিল পরিস্থিতির । আবিষ্কার ও আধুনিকতার ছোঁয়ায় জীবন-যাপন অনেকটা সহজসাধ্য হয়েছে সত্য, তার চেয়ে তিক্ত সত্য হলো, যান্ত্রিকতার কবলে তাকে অনেক জটিলতা ও প্রতিকূলতার শিকার হতে হচ্ছে ।
মানব-জীবনের স্বতসিদ্ধ ও চিরন্তন বিষয়, কালের বিবর্তনে পরিবর্তিত ও রূপান্তরিত অনুসঙ্গ এবং যুগের আধুনিকায়নে উদ্ভূত পরিস্থিতি, ইত্যাদি বিষয়ের বর্তমান চিত্র, তার সমস্যা-সংকট ও আমাদের করণীয় হলো এ বইয়ের প্রধান উপজীব্য ।
কিতাবটিতে ষাটের অধিক বিষয়ের সমাধান পেশ করা হয়েছে, যার প্রতিটিই জীবনঘনিষ্ট, জীবন-জগতের সঙ্গে সংশ্লিষ্ট এবং মানবিকতা ও সামাজিকতায় সদা সক্রিয়; কিন্তু নানা সমস্যা ও সংকটে জর্জরিত
সমাধান:
প্রতিটি সমস্যার বর্তমান বাস্তবানুগ চিত্র তুলে ধরা হয়েছে । সঙ্গে সঙ্গে কুরআন-সুন্নাহ, মহান পূর্বসূরিগণের অভিজ্ঞতা এবং সমসাময়িক জ্ঞানী- গুণীদের অভিজ্ঞতার আলোকে প্রতিটি সমস্যা ও সংকট থেকে উত্তরণের পথ বাতলে দেওয়া হয়েছে ।
পরিশিষ্ট:
প্রতিটি আলোচনার শেষে যুক্ত হয়েছে একটি পরিশিষ্ট । যা শুধু কুরআন- সুন্নাহ ও ইতিহাসের মহা মনীষীগণের বাণী দ্বারা রচিত ।
নিচে জীবন সমস্যার সমাধান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | দারুস সালাম বাংলাদেশ |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই |
বইয়ের সাইজ | 14.0 MB |
প্রকাশ সালঃ | ২০২০ সাল |
বইয়ের লেখকঃ | ডক্টর আয়েয আল-কারনী |
বইয়ের অনুবাদকঃ | জুবাইর বিন আলতাফ |