জ্ঞান ও পবিত্রতায় ভাস্বর এক মহীয়সী আয়িশা pdf বই ডাউনলোড । নবিজির সম্মানিতা স্ত্রীগণের মধ্যে অন্যতম। তিনি মুসলিম উম্মাহর মা, উত্তম ও শ্রেষ্ঠ মা। একজন মা তারঁ সন্তানের নিকট ঠিক কেমন? নিঃসন্দেহে অনুকরনীয় ও অনুসরনীয়। আমাদের সম্মানিত মা আয়িশা রা. আমাদের শিক্ষক ও গাইড। একটি হাদিস থেকে আমরা আয়িশা রা-এর মর্যাদা সম্পর্কে জানতে পারি।
আবু মূসা রা. থেকে বর্ণিত, রাসূল সাঃ-বলেছেন। পুরুষদের মধ্যে অনেকে পূর্ণতা অর্জন করেছেন, তবে নারীদের মধ্যে পূর্ণতা অর্জন করেছেন কেবল মারইয়াম বিনতে ইমরান ও ফেরাউনের স্ত্রী আসিয়া। আর সব খাবারের মধ্যে সারিদ যেমন, তেমনি সব নারীদের মধ্যে আয়িশা শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। {বুখারি:৩৪}
আরও ইসলামিক বই দেখুনঃ
- মরণজয়ী মহীয়সী pdf বই ডাউনলোড
- মা ও বাবা pdf বই ডাউনলোড
- মা মা মা এবং বাবা pdf বই ডাউনলোড
- মা বাবা ও আজকের সমাজ pdf বই ডাউনলোড
আয়িশা রা. নারী সাহাবিদের মধ্যে সর্বাধিক জ্ঞানের অধিকারী ছিলেন। এ ছাড়া বিচক্ষণতা ও সাহসিকতায়ও অনন্যা ছিলেন তিনি। আয়িশা রা. থেকে শরিয়াহর প্রায় এক-চতুর্থাংশ বিধিবিধান বর্ণিত হয়েছে। প্রখ্যাত সাহাবিরা যেকোনো সমাধানের জন্য আয়িশা রা.-এর কাছে আসতেন, পরামর্শ নিতেন। অনেক জমহুরসাহাবি মা আয়িশা রা.-এর ছাত্র ছিলেন।
আবু মুসা আশআরি রা.-বলেন অর্থাৎ- আমরা রাসূল সাঃ-এর সাহাবিরা কোনো হাদীস নিয়ে সমস্যায় পড়লে আয়িশা রা.-কে জিজ্ঞেস করতাম। তারঁ কাছ থেকে তখন নতুন জ্ঞান লাভ করতাম। প্রখ্যাত তাবেয়ি আতা বিন রাবাহ রহ.- বলেন আয়িশা রা.-ছিলেন মানুষের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞান, বিচক্ষণতা এবং সুন্দর মতামতের অধিকারী।
ফিকহ, চিকিৎসা, কবিতাসহ জ্ঞানের বিভিন্ন শাখায় তারঁ বিচরণ ছিল। পুরুষ নারী উভয়পক্ষের ই আয়িশা রা.- জীবনের প্রতিটি অধ্যায় সম্পর্কে জানা প্রয়োজন। যদি বইটি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন।
নিচে জ্ঞান ও পবিত্রতায় ভাস্বর এক মহীয়সী আয়িশা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | গার্ডিয়ান পাবলিকেশন্স |
বইয়ের ধরণঃ | হাদিস বিষয়ক |
বইয়ের সাইজ | 20.0 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ড. ইয়াসির ক্বাদী |
বইয়ের অনুবাদকঃ |