ডাক দিয়ে যাই তোমায় হে মুসলিম তরুণ pdf বই ডাউনলোড। একটি শিশু যখন কৈশোরে পদার্পণ করে, তখন শান্তশিষ্ট, মা-বাবা ও শিক্ষকদের অনুগত শিশু সত্তার স্থলে একটি দীর্ঘদেহী, মেধাবী, আবেগপ্রবণ, নিজের ওপর মাতাপিতা ও স্কুলসহ সব পক্ষে কর্তৃত্ববিদ্রোহী একটি যুবক সত্ত জায়গা করে নিতে খুভ বেশি সময় নেয় না।
অতঃপর তার মাঝে জন্ম নেয় যৌনশক্তি, যা চিন্তা ও অনুভুতির পরিধিকে আরও সম্প্রসারিথ করে তোলে। ঠিক এ সময়েই তার মাঝে ধর্মীয় প্রবৃত্তি আত্মপ্রকাশ করে। মনোবিজ্ঞানীদের মতে, একটি মানবমানবে ১০-২৫বছরের মধ্যে ধর্মীয় প্রবৃত্তি জেগে ওঠে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আহবান pdf বই ডাউনলোড
- সত্যের ডাক pdf বই ডাউনলোড
- আমি বারো মাস তোমায় ভালোবাসি pdf বই ডাউনলোড
- তরুণ তোমার জন্য pdf বই ডাউনলোড
- তরুণ ও মাহে রামাদান pdf বই ডাউনলোড
প্রখ্যাত মনোবিজ্ঞানীয় স্টারবাক বলেন, যদি ব্যক্তির মাঝে বিশ বছরের পূর্বে ধর্মীয় প্রবৃত্তি না জাগে, এর পরে জাগার সম্ভাবনা কম। স্ট্যানলি হল চল্লিশ হাজার মানুষের অবস্থা পর্যক্ষেণ করে দেখেছেন যে, অধিকাংশের মাঝে ধর্মীয় প্রবৃত্তি প্রকাশিত হয়েছে ১৬ বছরের মধ্যে। সুতরাং এ সময়টি তারুণ্যের সবচেয়ে স্পর্শকাতর সময়। কারণ, এ বয়সেই তার ধর্মীয় চিন্তা ও জীবনদর্শন গড়ে ওঠে।
কথা এখানেই শেষ নয়, বিভিন্ন মাধ্যমে দ্বারা সমাজে প্রসার লাভ করা ধর্মের ব্যাপারে সন্দেহ-সংশয়েও তরুণরা বয়সের এই সময়ে আক্রান্ত হয়। আরও পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তারুণ্যের সময়টা জীবনের সবচেয়ে দামি সময়।
কারণ, এ সময়টা নিজেকে গড়ার সময়; জীবনের লক্ষ্য বুঝে সামনে অগ্রসর হওয়ার সময়। ভবিষ্যতের পাথেয় সংগ্রহের সর্বোকৃষ্ট মৌসুম এটা। এ সময়টাতে যে সঠিক দিকনির্দেশনা পায়, আল্লাহর তাওফিকে সে সঠিক পথে এগিয়ে যায়। দুনিয়া-আখিরাত উভয় জাহানের সাফল্য লাভের প্রয়াসে যাবতীয় কল্যাণকর ও নেক কাজে মশগুল থাকে সে।
পক্ষান্তরে যে এ সময় নফসের কামনাবাসনার জালে বন্দী হয়ে পড়ে কিংবা জিন শয়তান, মানব শয়তানদের পাল্লায় পড়ে, সে হারিয়ে যায় ভ্রষ্টতার ঘোর অমানিশায়। পার্থিব ভোগবিলাস আর সাময়িক ফুর্তির তালাশেই সে মেতে রয়। তার কাছে জীবন মানে অবাধ যৌনাচার, খেলতামাশা আর নেশা-উন্মাদনায় মত্ত থাকা। পাশ্চাত্যের নিকৃষ্ট জীবনাচার তার কাছে মনে হয় সর্বসেরা । দুঃখজনক হলেও সত্য, আজ আমাদের মুসলিম সমাজের তরুণ-যুবাদের মাঝেও এ ভয়ানক প্রবণতা দেখা যাচ্ছে।
নিচে ডাক দিয়ে যাই তোমায় হে মুসলিম তরুণ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 22.1 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | উসতাজ হাসসান শামসি পাশা |
অনুবাদকঃ |