ডাবল স্ট্যান্ডার্ড ৩ pdf বই ডাউনলোড। চিনলেন না তো। বরিশাল মেডিকেল কলেজ। বিশাল মাঠের পাশে বিশাল দীঘি। হলের আলো গুলোর প্রতিবিম্ব পড়ে পানিতে সন্ধ্যার পর। মনে হয় বিরাট দীঘিটা যেন হাসছে। প্রতিদিন গোসলের আগে রাকিব অনেকক্ষণ পানির দিকে চেয়ে থাকে। নিজের ছায়াটা খুটিঁয়ে খুটিঁয়ে দেখে।
কী জানি কি হিসাব মেলা। ভাবে, চেনার চেষ্টা করে,মেলে না। কীভাবে হলো। এমনটা তো কথা ছিল না। উঁহু, কোনোভাবেই এটা হতে পারে না। গত বছর সেকেন্ড প্রফের মাঝে। প্রফ মানে পেশাগত পরীক্ষা । ডাক্তারিবিদ্যায় ওরা তিনটা পেশাগত পরীক্ষা দেয়, এখন বোধহয় ৪ টা দিতে হয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আবু দাউদ শরীফ ১ম খন্ড pdf ডাউনলোড
- ডাবল স্ট্যান্ডার্ড pdf বই ডাউনলোড
- দ্বীন কায়েমের সঠিক পদ্ধতি পার্ট ৩ pdf বই ডাউনলোড
- ইসলামী দন্ডবিধি pdf বই ডাউনলোড
- আরজ আলী মাতুব্বর রচনা সমগ্র ৩ pdf বই ডাউনলোড
৬০ এ পাশ, উনষাটে ফেল। ছয়মাস পর আবার দাও। ভাইভাতে ফেল করে শুধু ভাইভা দেবে? তা হবে না। পুরাটা দাও। লিখিত, ভাইভা, প্র্যাক্টিক্যাল-পুরোটা। মেধা এবং সময় এগুলোর অপচয় কমাতে না পারলে জাতীয় পঙ্গুত্ব সারানো কষ্ট আছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে জিপিএ সিস্টেম এসেছে, ভার্সিটিতে সেমিষ্টার সিস্টেম এসেছে। মেডিকেল শিক্ষাটা সেই মান্ধাতার যুগেই পড়ে আছে।
তো যা বলছিলাম। গত বছর সেকেন্ড প্রফের আগে কে বা কারা রাকিবকে ফুসলিয়ে ছলে-বলে-কৌশলে ঢাকায় নিয়ে আসে। শুধু ওকে না। ওর চ্যাপরে আরও নিরীহ বন্ধুবান্ধবসহ, বিভিন্ন ব্যাচের নিষ্পাপ মাসুম ছেলেগুলোকে একটি বিশেষ মহল দুই বাস রিজার্ভ করে পাচার করে ঢাকায়। ঢাকার কাছাকাছি বিশাল এক মাঠে এনে ছেড়ে দেয় ওদেরকে। পুরোটা মাঠ চট দিয়ে শামিয়ানা করা। নিচে তেরপল বিছিয়ে ওদের থাকার জায়গা।
বিশ্ব ইজতেমা!!
বিছানা যার যার সাথেই আছে। অস্ত্রশস্ত্রও ওদের সাথেই নিয়ে এসেছে, বিশেষ মহলটি রান্নার আরকি! মাঠের চারপাশে দিয়ে হাজারে হাজারে দ্বিতল-ত্রিতল টয়লেট ভবন। আর লক্ষ লক্ষ মানুষ এর ভীড় টঙ্গীর মাঠ। এ সাগর মানুষ। কেউ হুজুর, কেউ নন-হুজুর, কেউ আধা-হুজুর পুলিশ, আর্মি, RAB। বিদেশিদের জন্য আলাদা করে ঘেরা। দেশিরা যেতে পারে না সেদিকে ১০ হাজার শুধু আরববিশ্ব থেকেই। বিদেশি মোট ২০ হাজার। এখনো ২য় পর্ব নাকি বাকি রয়েছে। কোন বিশৃঙ্খলা নেই, অশান্তি নেই।
পায়ে পাড়া লাগলে যে পাড়া দিল সেও মাফ চায়, যে পাড়া খেল সেও মাফ চায়। রান্না হচ্ছে জায়গা জায়গায় অনুচ্ছ স্বরে জিকিরের সাথে। লাঠি হতে কিছু দায়িত্বশীল হাকঁ দেয় মাঝে মাঝে সালামে কালামে চলি, জিকিরের সাথে চলি, রাস্তার ডাইনে চলি। এখানে কোনো আইনের দরকার হয় না।, রক্ষাকারী বাহিনীর প্রয়োজন হয় না। কে গোলমান করবে? এখানে সবাই আসে কোনো একজনকে রাজি করতে, রাজি করা শিখতে। যাকেঁ কেউ দেখে না, কিন্তু তিনি সবাইকে দেখেন। সবার বড়ো আপন, বড়ো কাছে। যদি আরও পড়তে চান তাহলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে ডাবল স্ট্যান্ডার্ড ৩ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক |
বইয়ের সাইজঃ | 45.00 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | ডা. শামসুল আরেফীন |
অনুবাদকঃ |