তরুণ তোমার জন্য pdf বই ডাউনলোড। পৃথিবীর সব মানুষই কমবেশী স্বপ্ন দেখে। ঘুমের ঘোরে হঠাৎ ঘোড়া হাকিঁয়ে ছুটে যাওয়া, আকাশের বুক চিরে উড়ো জাহাজে অনেক উপরে ওঠা, অথৈ সাগরে হঠাৎ ডুবতে ডুবতে হারিয়ে যাওয়া, কুড়েঁ ঘরে শুয়ে বিশাল প্রাসাদে ঘুরে বেড়ানো, উৎসবের দিনের অনেক আনন্দে হারিয়ে যাওয়া ইত্যাদি হাজার স্বপ্ন আমাদের নিত্যসঙ্গী।
স্বপ্ন দেখলাম আগ্রার তাজমহল ঘুরে ঘুরে দেখছি-এরই মাঝে হঠাৎ যেনো কার সম্পর্শে ঘুম ভেঙ্গে গেলো। জেগে দেখি শিয়রে মা দাড়িঁয়ে আছেন। এমনটা আমাদের প্রায়শই হয়। এসব স্বপ্ন ঘুমিয়ে দেখা স্বপ্ন। কিন্তু আমি যে স্বপ্নের কথা বলছি, এ স্বপ্ন জেগেও দেখা যায় বরং এ স্বপ্ন জেগে দেখাই ভালো।
আরও ইসলামিক বই দেখুনঃ
- কুরআন ও সুন্নাহর দৃষ্টিকোণে স্বপ্ন pdf বই ডাউনলোড
- বিয়ে pdf বই ডাউনলোড
- স্বপ্নের ব্যাখ্যা pdf বই ডাউনলোড
- ইকবাল প্রতিভা pdf বই ডাউনলোড
- ইসতিখারার সুন্নত তরিকা pdf বই ডাউনলোড
এক কথায় এটাকে বলা যায় আশা। আমাদের হৃদয়ের গভীরে অনেক অনেক আশা। এসব আশা স্বপ্ন হয়ে ডানা মেলতে থাকে কল্পনার রাজ্যে। কল্পনার স্বপ্নরাই এক সময় বাস্তব বর্তমানে রূপ নেয়। ধরা দেয় হাতের মুঠোয়। এভাবেই আমাদের আশা, আমাদের স্বপ্ন, আমাদে ভালবাসা সব মিলিয়ে ভরে ওঠে আমাদের এই সুন্দর পৃথিবী। বাংলাদেশের এক বড় কবি গোলাম মোস্তফা খুব মজা করে এই কথাটি বলেছেন- লক্ষ আশা অন্তরে ঘুমিয়ে আছে মন্তরে ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে।
আসলে তাই। আজ যারা পিতা, মাতা, শিক্ষক, সমাজপতি, সবাই কিন্তু এক সময় শিশু ছিল, কিশোর ছিল। এতটুকুন থাকতে আদর করেছিল সবাই যাকে, আজ তাকেই স্যার, স্যার বলে ছুটাছুটি করছে। গ্রামের কৃষকের ঘরে কাদা মাখামাখি করে যে শিশুটি বড় হয়েছে সেইই হয়তো আজ দেশবরণ্যে মন্ত্রী, বিরাট বড় লোক, অগাধ সম্পত্তির মালিক।
সব মানুষকেই স্বপ্ন দেখতে হয়। স্বপ্ন না দেখলে বড় হওয়া যায় না। পৃথিবীর সব বড় মানুষ, সব বড় দেশ স্বপ্ন দেখতে দেখতে বড় হয়েছে। যারা নিজেরা স্বপ্ন দেখেনা অন্যকেও স্বপ্ন দেখাতে পারেনা তারা বড় হতে পারেনা, শীর্ষে যেতে পারে না। স্বপ্ন না দেখলে মানুষ বড় আশাও করতে পারেনা। যার আশা নেই, তার আছে হতাশা। হতাশা মানুষকে মেরে ফেলে। জীবন দেয় না। আশাই একমাত্র জীবনের প্রতীক । কবি তাই বলেছেন- সংসার সমুদ্র মাঝে দুঃখ তরঙ্গের খেলা-আশাই তার একমাত্র ভেলা। নবী করীম সাঃ বলেছেন-যে মুমিনের জীবন হচ্ছে আশা-নিরাশার দোলায় দোলারিত ।
কিছুলোক আছে যারা বলে-আমাদের কিছুই নেই। আমরা গরীব। আমাদের দেশটা গরীব। আমাদের জাতি গরীব। কি হয়ে আমাদের? আসলে এসব লোক হীনমন্যতায় ভোগে। কথায় বলে-চাচীর রান্না মজা বেশী; পরেরটা বড় করে দেখার মতো কিছু লোক সব সময়ই থাকে। যাইহোক আসলে এই বইটি পড়লে উপকার না হলেও অপকার হবে না। আশা করি সবাই বইটি ডাউনলোড করবেন।
নিচে তরুণ তোমার জন্য pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | দাওয়া এন্ড এডুকেশন ডিপার্টমেন্ট |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 3.11 MB |
প্রকাশ সালঃ | ২০০৪ |
বইয়ের লেখকঃ | আবু জাফর মুহাম্মাদ ওবায়েদুল্লাহ |
অনুবাদঃ |