তাওহীদের কালিমা pdf বই ডাউনলোড। কুরআন সুন্নাহয় কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাঃ এর অনেক ফযীলত বর্ণি হয়েছে নিম্নে কিছু উল্লেখ করা হলো, কালিমাতুত তাওহীদ হলো আল কালিমাতুত ত্বায়্যিবাহ (পবিত্র বাণী) আল্লাহ তাআলা বলেছেন, অর্থা-ৎ তুমি কি দেখনি, আল্লাহ তাআলা কিভাবে কালিমাতুত ত্বায়্যিবাহ অর্থাৎ সৎ বাণী লা ইলাহা ইল্লাল্লাহ কে একটি পবিত্র গাছে সাথে তুলনা করেছেন যার মুল সুদৃঢ় এবং যার শাখা প্রশাখা আসমানের বিস্তৃত। সর্বদা যা তার রবের আদেশে ফল দান করে। আর আল্লাহ তাআলা মানুষের জন্য দৃষ্টান্ত পেশ করেন যেনো তারা উপদেশ গ্রহণ করে। (সূরা ইব্রাহিম, আয়াত ২৪-২৫)।
একত্ত্ববাদের বাণী (লা ইলাহা ইল্লাল্লাহু ) হলো কালিমাতুত তাওহীদ, কালিমাতুল ইখলাস, এটাই হলো কালিমাতুত ত্বাকওয়া (ত্বকওয়ার বাণী) এবং এটাই হলো জান্নাতের চাবি। এ কালিমা হলো রক্ষাকারী কালিমা আল কালিমাতুল আসিমা। এর মাধ্যমে জান, মাল, এবং ইজ্জত- আব্রু সংরক্ষিত হয়।
আরও ইসলামিক বই দেখুনঃ
- তাওহীদ এবং কালিমা ত্বাইয়িবার তাৎপর্য pdf বই ডাউনলোড
- ইস্তিসহাদি pdf বই ডাউনলোড
- সর্বোচ্চ চূড়ার সন্ধানে pdf বই ডাউনলোড
- মানব জীবনে তাওহীদ গ্রহণের অপরিহার্যতা pdf বই ডাউনলোড
- তাওহীদের সুনির্দিষ্ট বিষয় pdf বই ডাউনলোড
একইভাবে এই কালিমায় অস্বীকৃতি জ্ঞাপনের কারণেই অবিশ্বাসীরা তাদের রক্ত, সম্পদ ইত্যাদির নিরাপত্তা হারায়। জিহাদের মাধ্যমেই তাদের রক্ত ঝরানো হয়, সম্পদ বৈধ করে নেয়া হয় এবং তাদের ইজ্জত-আব্রু অরক্ষিত হয়। কালিমাতুত তাওহীদের দ্বারাই তাওহীদ তথা মহান আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠিত হয় এবং কিতাল ও লড়াই সংঘটিত হয়।
কালিমাতুত তাওহীদের পথেই শহীদরা সম্পদ ও রক্তের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করে যাচ্ছেন। আল্লাহ তাআলা রাসূলগণকে এই কালিমা দিয়েই প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ- পূর্বে আমি যে সকল রাসূকে প্রেরণ করেছি তাদের সকলকে এই ওহী দিয়েই পাঠিয়েছি যে, আমি ছাড়া কোন ইলাহ নেই।
সুতরাং তোমরা আমার ইবাদত করো। (সূরা আম্বিয়া, আয়াত ২৫)।ফলে মুমিনরা ইবাদত ও অনুগত্যের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি এবং তার মর্যদার গৃহের দিকে অগ্রসর হয়। আর কাফিররা নাফাকি ও আল্লাহ ক্রোধে পতিত হয়। তাদের ঠিকানা নিকৃষ্ট জাহান্নাম।
মহান আল্লাহ বলেন, অর্থাৎ- যখন তাদেরকে বলা হয়, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই তখন তারা অহংকার করে। (সূরা সাফফাত, আয়াত ৩৫)। এই মহান কালিমার কিছু শর্ত রয়েছে যেগুলো ব্যতীত শাহাদাতাইন কবুল করা হয়না, রয়েছে কিছু নোক যেগুলো ব্যতীত তা সাব্যস্ত হয় না এবং রয়েছে কিছু নাওয়াকেয ভঙ্গকারী বিষয়াদি যেগুলো পরিত্যাগ করা ব্যতীত ঈমান শুদ্ধ হয় না।
নিচে তাওহীদের কালিমা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | ২.53 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাইখ হারেস আন নাযযারী রহ. |
অনুবাদঃ |