তালীমুল জিহাদ pdf বই ডাউনলোড। জিহাদের অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামীনের দ্বীনকে বিজয়ী করার জন্য ও মজলুম মুসলমানদের হিফাজতের উদ্দেশ্যে অত্যন্ত নিষ্ঠার সাথে কাফির গোষ্ঠীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করা কিংবা উল্লেখিত কারণে যুদ্ধরতা মুসলমানদের সকল প্রয়োজনীয় খাতে রীতিমতো সাহায্য-সহযোগিতা করাকে জিহাদ বলে।
চাই এই যুদ্ধ এমন কাফিরদের বিরুদ্ধে হোক, যাদেরকে দ্বীনের দাওয়াত দেয়া হয়েছিলো কিন্তু তারা তা কবুর করেনি। চাই এমন কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে হোক, যারা কোন মুসলিম জনগোষ্ঠীর উপর আক্রমণ করে বসেছে।
আরও দেখুনঃ বিজ্ঞান নাকি অপবিজ্ঞান pdf বই ডাউনলোড
শরয়ী আমীরের আনুগত্য থেকে যুদ্বের যে কোন প্রকারে শরীক হলেই তাকে জিহাদ বলে গণ্য করা হবে। এই সংজ্ঞা তাফসীর, হাদীস ও ইসলামী আইনের পুস্তকসমূহ থেকে গৃহিত। জিহাদের নির্দেশ কখন অবতীর্ণ হয়? জিহাদের নির্দেশ মদীনা শরীফে দ্বিতীয় হিজরীতে অবতীর্ণ হয়। হাদা-ইকুল আনওয়ার-ফী সীরাতিন নাবিয়্যিল মুখতারঃ পৃ-২৬২।
জিহাদের ব্যাপারে সর্বপ্রথম আয়াত জিহাদের ব্যাপারে সর্বপ্রথম কোন আয়াত নাযিল হয়? উত্তরঃ জিহাদের ব্যাপারে সর্বপ্রথম সূরা হজ্জের এই এই আয়াতটি নাযিল হয়। অর্থাৎ যুদ্ধের অনুমতি দেয়া হলো তাদেরকে, যাদের সাথে কাফিররা যুদ্ধ করে, কারণ তাদের প্রতি অত্যাচার করা হয়েছে।
আরও দেখুনঃ ধর্ষণ pdf বই ডাউনলোড
আল্লাহ তাদেরকে সাহায্য করতে অবশ্যই সক্ষম। সূরা হজ্জঃ ৩৯; সুত্র-কুরতুবী: ১২/৬৮; ইবনে কাসীরঃ ৩/৩৭২; মুস্তাদরাকে হাকিমঃ ২/৩৮২। জিহাদ তো কয়েক প্রকার। গাযওয়া কোন ধরণের জিহাদকে বলে? উত্তরে যে জিহাদে খোদ নবীয়ে আকরাম সা. শরীক হয়েছেন, তাকে গাযওয়া বলে। রওযাতুল আনওয়ারঃ পৃ-১০৭। কোন ধরণের জিহাদকে সারিয়্যা বলে?।
হযূর সাঃ-এর মুবারক যুগে তিনি নিজে যে যুদ্ধের বাহিনী প্রেরণ করেছেন তবে নিজে তাকে শরীক হননি, এমন জিহাদকে সারিয়্যা বলে। রওযাতুর আনওয়ারঃ পৃ-১০৭। প্রিয়নবী সাঃ-এর গাযওয়া সমূহের সংখ্যা কতো? উত্তরঃ নবী সা.সর্বমোট ২৭টি যুদ্ধে শরীক হয়েছেন। সে হিসাবে গাযওয়ার সংখ্যা ২৭। তবে কোন কোন বর্ণনায় এই সংখ্যা কম-বেশী করেও উল্লেখ রয়েছে।
আরও দেখুনঃ দাওয়াত তাবলীগের পদ্ধতি pdf বই ডাউনলোড
নিচে তালীমুল জিহাদ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ দারুল উলূম লাইব্রেরী বইয়ের ধরণঃ জিহাদ বিষয়ক বইয়ের সাইজঃ 5.59 MB প্রকাশ সালঃ ২০০৫ ইং বইয়ের লেখকঃ মাওলানা মাসউদ আযহার অনুবাদঃ মোল্লা মেহেরবানডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ