তাহক্বীক্ব বুলুগুল মারাম
তাহক্বীক্ব বুলুগুল মারাম pdf বই ডাউনলোড। হাদীস প্রথমতঃ তিন প্রকার। কাউলী, ফেলী ও তাকরীরি। রাসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা জাতিয় হাদীসগুলোকে কাউলী বলে। তার কজ সম্পর্কীয় হাদীসগুলিকে ফেলী বলে। আর তারঁ সমর্থন ও অনুমোদন সম্পর্কীয় হাদীসগুলিকে তাকরীরি বলে।
এছাড়া হাদীস বর্ণনাকারীদের নিজস্ব গুণ-বৈশিষ্ট্যের প্রেক্ষিতে হাদীসকে বিভিন্ন শ্রেনীতে বিভক্ত করা হয়। যথাঃ সহীহ, হাসান, সহী লিযাতিহী, সহীহ লিগাইরিহী, হাসান লিযাতিনী, হাসান লিগাইহিরী, যঈফ, মুনকার, মাওযু ইত্যাদি।
আরও দেখুনঃ তাওহিদের মুল নীতিমালা pdf বই ডাউনলোড
আবার হাদীস বর্ণনাকারীদের সংখ্যা হিসাবে হাদীসের কয়েকটি শ্রেনী হয়। যথাঃ মুতাওয়াতির , মাশহুর, আযীয ও গরীব ইত্যাদি ।অনুরূপ হাদীসের সনদ পরস্পার হিসাবে হাদীস কয়েক প্রকার হয়ে থাকে। যথাঃ মারফু, মাওকুফ ও মাকতু ইত্যাদি। এছাড়া হাদীসের আর একটি প্রকার আছে তাকে বলা হয় হাদীসে কুদসী। ইমাম শাফেয়ী রহঃ বলেনঃ ওলামাদের সর্ব সম্মতিক্রমে সুন্নাহ তিন প্রকারঃ ১-যাতে কুরআন যা বলেছে হুবহু তাই বর্ণিত হয়েছে।
২-যাতে, কুরআনে যা আছে তার ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। ৩-যাতে, কুরআন যে বিষয়ে নীরব সে বিষয়ে নতুন কথা বলা হয়েছে। সুন্নাহ যে প্রকারেরেই হোন না কেন, আল্লাহ তাআলা সুষ্পষ্টভাবে বলে দিয়েছেন যে, তাতে আমাদেরকে তারঁ আনুগত্য করতে হবে। সুন্নাহ জানার পর তার বরখেলাফ করার অধিকার আল্লাহ তাআলা কাউকে দেন নি।
আরও দেখুনঃ কুরআনে নৈতিক মূল্যবোধ pdf বই ডাউনলোড
নবী কারীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নেসবতকৃত কথা, কাজ ও অনুমোধনকে হাদীসে মারফু বলে। মাওকুফঃ ছাহাবীদের প্রতি নেসবতকৃত কথা, কাজ ও সমর্থনের বিবরণ তথা তাদেঁর ব্যক্তিগত অভিমত কে হাদীস মাওকুফ বলে।
মাকতুঃ তাবেঈগনের প্রতি নেসবতকৃত কথা, কাজও সমর্থনের বিবরণকে হাদীসে মাকতৃ বলে। আহাদঃ যে হাদীসের বর্ণনাকরীদের সংখ্যা মুতাওয়াতির হাদীসের বর্ণনাকারী অপেক্ষা কম হয়, তাকে ওয়াহিদ বলে। ওয়াহিদ এর বহুবচন হল আহাদ। আহাদ তিন প্রকার। যথা-মাশহুর, আযীয ও গরীব।
আরও দেখুনঃ হাজার বছরের শয়তানের গল্প pdf বই ডাউনলোড
নিচে তাহক্বীক্ব বুলুগুল মারাম pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ তাওহীদ পাবলিকেশন্স বইয়ের ধরণঃ হাদিস বিষয়ক বইয়ের সাইজঃ 37.0 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ হাফেয ক্বাযিউল কুযাত আবু ফজল অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ