তুমিও পারবে pdf বই ডাউনলোড। একটু সাহস দিলে অনেকেই তেজদীপ্ত হয়ে ওঠে। অতিদুর্বলকে দিয়েও নেওয়া যায় তখন অনেক গুরুত্বপূর্ণ কাজ। কিন্তু এই একটু সাহস দেওয়ার লোক সমাজে খুব বেশি পাওয়া যায় না। ফলে আমাদের অনেক ফুলই প্রস্ফুটিত হওয়ার আগেই ঝড়ে যায়।
বর্তমানে একটি সুবিধা হয়েছে। অনেক প্রয়োজন এখন দূরের মানুষের কাছ থেকে সম্পন্ন করা যায়। এজন্য মুসলিম বিশ্বের যেসব মহামনীষী নতুন প্রজন্মের মুসলমানদেরকে তেজদীপ্ত হয়ে ওঠার জন্য সাহস জগিয়ে যাচ্ছে আমরা তাঁদেরকে অধিক আপন করে তুলতে চেষ্টা করেছি। এদের কালজয়ী গ্রন্থসমূহ অনুবাদ করে বাঙালী মুসলমান সমাজে পরিবেশন করে যাচ্ছি।
আরও ইসলামিক বই দেখুনঃ
- সুগন্ধির মতই তুমি pdf বই ডাউনলোড
- অলৌকিক প্রেম pdf বই ডাউনলোড
- আল্লাহ মৃতদেহ নিয়ে কি করবেন pdf বই ডাউনলোড
- ঈমান সবার আগে pdf বই ডাউনলোড
- দাসী না পতিতা ? pdf বই ডাউনলোড
যেসব মনীষীর গ্রন্থ আমরা এ পর্যন্ত অনুবাদ করেছি, তাদের মধ্যে যেসব মনীষীর গ্রন্থ আমরা এ পর্যন্ত অনুবাদ করেছি, তাদের মধ্যে ড. আয়েয আল করনী অন্যতম। আমরা এ পর্যন্ত তারঁ ৫টি বই বাংলা ভাষায় অনুবাদ করে প্রকাশ করেছি। প্রায় সবগুলো অনুবাদই আমাদের ধারণার অধিক পাঠকপ্রিয়তা লাভ করেছে।
এবার আমরা উপস্থাপন করছি লেখকের আরেকটি নতুন বই। বাংলায় নাম দেওয়া হচ্ছে তুমিও পারবে। হীনমন্যতায় নুব্জ যুবসমাজের মনোবল চাঙা করতে বইটি অপরিসীম ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।ইসলামী সাহিত্যের মূল উৎস হচ্ছে আরব সাহিত্য। কিন্তু বাংলা ভাষার সাহিত্যপ্রেমীরা এই মূল উৎসের রস থেকে প্রায় বঞ্চিতই ছিল বলা চলে।
এদেশের কলমসঞ্চালকরা সাধারণত উর্দু থেকে অনুবাদ করে আসছিলেন। উপমহাদেশের মুসরিম সমাজের সাহিত্যপিপাসা নিবারণে উর্দু যে ভূমিকা পালন করেছে, তা বিস্মৃত হতে চাই না; তবে মূল ভান্ডারের আশির্বাদ থেকে বঞ্চিত হওয়া যে পীড়াদায়ক, সেকথাও অকপটে স্বীকার করতে চাই। আরও পড়তে চাইলে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে তুমিও পারবে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | হুদ হুদ প্রকাশন |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 24.09 MB |
প্রকাশ সালঃ | ২০১৮ সাল |
বইয়ের লেখকঃ | ড. আয়েয আল করনী |
অনুবাদকঃ | মাওলানা মাহমুদুল হাসান |