দাজ্জাল কি আসছে
দাজ্জাল কি আসছে pdf বই ডাউনলোড। বিংশ শতাব্দীর শেষ দশক পর্যন্ত পৌঁছতে পৌঁছতে স্পষ্টভাবে প্রতিভাত হয়েছে যে, সর্ব শেষ উম্মত মানব ইতিহাসের সেই পর্যায়ে প্রবেশ করেছে, যে পর্যায় সম্পর্কে অবহিত করতে গিয়ে মহানবী সাঃ বললেনঃঅনতিবিলম্বে নানা জাতি তোমাদের ওপর ঝাপিড়ে পড়ার জন্য ডাক দেবে, যেমন ডাক দেয় ক্ষুধার্ত (জন্তু)খাবার পানে ছুটে আসার জন্য। (আবু দাউদ,বায়হাকী) এহন বেদনাদায়ক পরিস্থিতির চেয়েও বেশি উদ্বেগজনক বিষয় ।
এই যে, মুসলিম উম্মাহ, যে কিনা দুনিয়ার একমাত্র দল যাকে অতীত বর্তমান এবং ভবিষ্যতের যথেষ্ট পরিমাণ জ্ঞান দান করা হয়েছে, আজ তারা অবাক উদভ্রান্ত হয়ে পথের সন্ধানে দিক বিবিদ ছুটে বেড়াচ্ছে এবং দুনিয়ার অন্ধকারের নিকট থেকে আলো ভিক্ষা করে বেড়াচ্চে । চৌদ্দ শতাব্দীর পর এখন কিয়ামতের লক্ষন প্রকাশ পাওয়ার গতি তীব্র থেকে তীব্রতর হচ্ছে বলে অনুভুত হচ্ছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- বিশ্বসেরা মুসলিম বিজ্ঞানী pdf বই ডাউনলোড
- আল্লাহ প্রেমের সন্ধানে pdf বই ডাউনলোড
- আহকামে কুরবানী pdf বই ডাউনলোড
- তৃতীয় খলীফা pdf বই ডাউনলোড
- গল্পে-হযরত উসমান রাঃ pdf বই ডাউনলোড
এই গতিকে মালা ছিড়ে একের পর এক দানা ঝড়ে পড়ার গতির সঙ্গে তুলনা করা যায়।জ্ঞানীদের মতে সৃষ্টি জগতের সবচেয়ে বড় ঘটনা এবং নিশ্চিত ভাবেই যা ছিল বিশ্ব সৃষ্টির চেয়েও বড় ঘটনা সেদিন সংঘটিত হয়, যখন এই পৃথিবীতে সরওয়ারে কায়েনাত ফখরে মওজুদাত হযরত মুহাম্মাদ সাঃ কে শেষ যমানার নবী ও খাতামুন নাবিয়্যীন করে প্রেরণ করা হয়্ ।
নবী করীম সাঃ কে প্রেরণ করা ছিল আল্লাহর মূল পরিকল্পনা।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে প্রেরণ করা ছিল আল্লাহর পরিকল্পনার মূল কথা। সমস্ত নবী রসুলইতো নবুওয়াত ও রিসালাতের ভাষায় কথা বলতেন, কিন্তু মাহনবীর বাণী স্থান-কাল পাত্রের গন্ডিত অতিক্রম করে গেছে। নবুওয়াত লাভের পর তিনি মানব জাতির সম্মখে প্রথম ভাষন দেন।
এহেন পরিস্থিতির আলোকে, কুরআন মজীদ এবং হাদীস শরীফের আলোকে উম্মতের পরিস্থিতি গভীর ভাবে পর্যালোচনা করা, ইতিহাসের পট পরিবর্তনের ধারাকে সঠিক দৃষ্টিকোণ থেকে পর্যবেক্ষণ করা এবং ভবিষ্যতের জন্য কর্মসূচী চিহিৃত করা উচিত ছিল, যাতে মুসলিম উম্মাহ তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে ও গোটা মানবতাকে সফলতার পথে নিয়ে যেতে পারে।
নিচে দাজ্জাল কি আসছে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ ইসলামিক‘ল রিসার্চ সেন্টার বইয়ের ধরণঃ কেয়ামতের পূর্বে কথা বইয়ের সাইজঃ 3.98 MB প্রকাশ সালঃ ২০০২ ইং বইয়ের লেখকঃ আসরার আলম অনুবাদঃ গোলাম সুবহান সিদ্দীকিডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ