দাম্পত্য জিবনের সমস্যা সমাধান
দাম্পত্য জিবনের সমস্যা সমাধান pdf বই ডাউনলোড। মহান আল্লাহ ইরশাদ করেন- অর্থঃ আল্লাহ তোমাদের ঘরগুলোকে তোমাদের আবাসভূমি করে দিয়েছেন। (সূরা আন-নাহল:আয়াত-৮০) ইবনে কাসীর রহ.-এর মতে, আবাসগৃহে আল্লাহর বান্দাদের জন্য অতি বড় এক নিয়ামত।
আবাস গৃহে তারা আশ্রয় গ্রহণ করে এবং অন্যান্য উপকারী কার্যাবলিও সাধন করে। (তাফসীরে ইবনে কাসীর, দারুস শাব, 8/৫০৯)।
আরও দেখুনঃ তাহকীক সুনান ইবনু মাজাহ ২য়-খন্ড pdf বই ডাউনলোড
আবাসগৃহ অর্থ কী? আবাসগৃহ বলতে শুধু এমন স্থানকে বুঝায় না, যেখানে মানুষ খায়, বসবাস করে, ঘুমায় এবং বিশ্রাম করে। যেখানে স্ত্রী সন্তানদের সঙ্গে মিলিত হয়, আবার তাদের থেকে বিচ্ছিন্নও হয়। সেটা শুধু স্ত্রীর সতীত্ব বজায় রাখার স্থানকেই বুঝায় না; বরং এর সমষ্টিকেই বুঝায়। যেরূপ মহান আল্লাহ ঘোষণা করেছেন।
আর তোমরা ঘরে অবস্থান করবে এবং প্রাচীন জাহেলিয়াতের যমানার (নারীদের) মতো নিজদের প্রদর্শনী করে বেড়াবে না, তোমরা সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, আল্লাহ তায়ালা ও তারঁ রাসুলের আনুগত্য করবে: হে নবী পরিবার! আল্লাহ তায়ালা মুলত এসব কিছুর মাধ্যমে তোমাদের মাঝ থেকে সব ধরণের অপবিত্রতা দূর করে তোমাদের সম্পূর্ণরূপে পবিত্র করে দিতে চান। (সূরা আল-আহযার; আয়াত-৩৩)।
আরও দেখুনঃ হজ সফরে সহজ গাইড pdf বই ডাউনলোড
আল্লাহ তায়ালা আরও বলেন আমি বললাম হে আদম! তুমি এবং তোমার স্ত্রী (পরম সুখে) এই বেহেশতে বসবাস করতে থাক এবং (নেয়ামত) থেকে যা তোমাদের মন চায় তাই তোমরা স্বাচ্ছন্দ্যের সাথে আহার কর, তোমরা এ গাছটির পাশেও যেও না, তা (না) হলে তোমরা দুজন সীমালংঘনকারীদের মধ্যে শামিল হয়ে যাবে। (সূরা বাকারা: আয়াত-৩৫)
আপনি যদি গৃহহীন লোকদের কথা চিন্তা করেন, অর্থাৎ যারা আশ্রয়কেন্দ্র অথবা রাস্তার পাশে বাস করে, অথবা যারা আশ্রয় শিবিরে বসবাস করে, তখন আপনি ঘর থাকা কতখানি রহমতস্বরূপ তা ভালোভাবে উপলব্ধি করতে পারবেন এবং আপনি যদি কাউকে বলতে শুনেন: বসবাসের জন্য আমার নির্দিষ্ট কোনো ঘর নেই। মাঝে মাঝে আমি অমুক অমুক ব্যক্তির জায়গাই ঘুমাই।
আরও দেখুনঃ মুসলিম বিজ্ঞানী pdf বই ডাউনলোড
নিচে দাম্পত্য জিবনের সমস্যা সমাধান pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ নারী প্রকাশনী বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 4.63 MB প্রকাশ সালঃ ২০১২ ইং বইয়ের লেখকঃ আব্দুল হামীদ ফাইজী আল-মাদানী অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ