দিওয়ানে ওয়াইসী pdf বই ডাউনলোড। ফার্সী ভাষায় জ্ঞান সম্পন্ন পাঠক মাত্র প্রতিটি মিছরার (পংক্তি) ভাষা বিন্যাস, শব্দ চয়ন, প্রয়োগ ও অপূর্ব ছন্দের মিল অনুধাবন করিতে পারেন। কোন কোন ক্ষেত্রে পারস্যের মহা-কবিদের সমপর্যায়, আবার কোন কোন ক্ষেত্রে তদউচ্চমান পরিলক্ষিত হয় । ইরান দেশের ফার্সী ভাষা-ভাষীদের নিকট ‘দিওয়ানে ওয়াইসী’ কিতাব খানা যেন কোন স্বনাম ধন্য পারস্য মহাকবির রচনা বলিয়া বিবেচিত হয়। তিনি বাংলার ‘হাফেজ সিরাজী’ বলিয়াও অভিহিত হইয়া থাকেন ।
পবিত্র দিওয়ানে ওয়াইসী কিতাবে ১৭৯ টি গযল ও ২৩ টি কাসিদা আছে। প্রতিটি গযল ও কাসিদা অনন্য রাসূল (সাঃ) প্রেমিকের গভীরতম ইশক ও সার্থক অনুভূতির জ্বলন্ত নিদর্শন। ইহা অনন্ত ফয়েজে পরিপূর্ণ ও অদ্বিতীয় রাসূল (সাঃ)-এর প্রেমের মেশক আম্বরের সুগন্ধীময় চির সৌরভ বিরাজিত। তাঁহার লেখা প্রতিটি পংক্তি (মিছরা) রাসূলেপাক (সাঃ)-এর উচ্ছ্বাসিত প্রশংসা, প্রেম নিবেদন, কাতরতা, ব্যাকুলতা, অসহ্য, বিরহ, বিচ্ছেদ, বেদনা ও প্রাপ্তিতে পরিপূর্ণ ।।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
হযরত ফতেহ আলী ওয়াইসী পীর কেবলা (রাঃ) ওফাত গ্রহণের ১২ বৎসর পর ১৮৯৮ খ্রিষ্টাব্দে কলিকাতার গাউসিয়া প্রেস হইতে। ১৯২২ খ্রিষ্টাব্দে কলিকাতার হাজী মোঃ আবদুল কাইয়ুম সাহেব ১৬ নং ওয়ালেসলী স্কয়ার কানপুর কাইয়ুমী প্রেস হইতে দ্বিতীয় বার মুদ্রণ ও প্রকাশ করেন। ১৯৩৫ খ্রিষ্টাব্দে তিনি কিতাবটি তৃতীয় বারের মত মুদ্রন ও প্রকাশ করেন।
এরপর প্রায় ৬৬ বৎসর অতিবাহিত হইল কিন্তু দিওয়ানে ওয়াইসী কিতাব নতুন ভাবে প্রকাশ করা হইল না। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। কিতাব খানির গুরুত্ব ও তাৎপর্য বিবেচনা পূর্বক সময়ের প্রয়োজনে এবং সংরক্ষণের তাগিদে জরুরি ভাবে ওয়াইসী মেমোরিয়াল এসোসিয়েশনের সেক্রেটারি জনাব শেখ আহমদ আলী সাহেব কলিকাতা হইতে কিতাব খানির কিছু সংখ্যক ফটোকপি করিয়া সংরক্ষণ ও বিলি করেন।
বর্তমানে ফার্সী ভাষা চর্চা বহুলাংশে কমিয়া গিয়াছে। রাসূলেনোমা হযরত ফতেহ আলী ওয়াইসী (রাঃ)-এর কোটি কোটি ভক্ত অনুসারীদের সুবিধার্থে কিতাব খানির বঙ্গানুবাদ অপরিহার্য হইয়া পড়ে। বঙ্গানুবাদ কার্যে যে সকল মহামনীষী বিশেষ অবদান রাখিয়াছেন তাঁহাদের মধ্যে প্রথমেই আসে বাবা ওয়াইসী পীর কেবলার পৌত্র হযরত শাহ সূফী সৈয়্যেদ মুহাম্মদ জানে আলম (রাঃ) হুজুরের নাম। তিনি পূর্ণাঙ্গ দিওয়ানে ওয়াইসী কিতাবের সার্থক বঙ্গানুবাদ করেন যাহা এই গ্রন্থে ছাপানো হইয়াছে।
নিচে দিওয়ানে ওয়াইসী pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 4 MB |
প্রকাশ সাল | ২০০১ সাল |
বইয়ের লেখকঃ | |
বইয়ের অনুবাদকঃ | মুহাম্মদ জানে আলম রাঃ |