দ্বীন কায়েমের সঠিক পদ্ধতি পার্ট ৩ pdf বই ডাউনলোড। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব নবীকেই দ্বীন কায়িম করার নির্দেশ দিয়েছিলেন। তিনি আরও ইরশাদ করেছেন: অর্থঃ তিনিই হচ্ছেন সেই মহান সত্তা, যিনি তারঁ রাসূলকে যথার্থ পথনির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে পাঠিয়েছেন, যাতে করে আল্লাহর রাসূল দুনিয়ার অন্য সব বিধানের ওপর একে বিজয়ী করে দিতে পারেন, সত্যের পক্ষে দেয়ার জন্যে আল্লাহ তায়ালাই যথেষ্ট। (সূরা আত তাওবা, ৯:৩৩; সূরা আল ফাতাহ,৪৮:২৮; সূরা আস্ সাফ, ৬১:৯)।
আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীন পরিপূর্ণ করে দিলাম, আর তোমাদের ওপর আমার প্রতিশ্রুত নিয়ামতও আমি পূর্ণ করে দিলাম, তোমাদের জন্য জীবন বিধান হিসাবে আমি ইসলামকেই মনোনীত করলাম। (সূরা আল মায়িদা,৫:৩) । এ আয়াতে স্পষ্ট ঘোষনা করা হয়েছে যে, দ্বীন দ্বীন ইসলামকে মুকাম্মাল বা পরিপূর্ণ করে দেয়া হয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- দ্বীন কায়েমের সঠিক পদ্ধতি পার্ট ১ pdf বই ডাউনলোড
- ইসলাম একমাত্র পরিপূর্ণ দ্বীন pdf বই ডাউনলোড
- ইসলাম সত্য দ্বীন pdf বই ডাউনলোড
- দাওয়াত তাবলীগের পদ্ধতি pdf বই ডাউনলোড
- বিবাহের গুরুত্ব ও পদ্ধতি pdf বই ডাউনলোড
সুতরাং সেই দ্বীন ইসলাম কি ভাবে কায়িম করতে হবে, তার পথ-নির্দেশিকা যদি ইসলামে না থাকে, বরং যদি তা আব্রাহাম লিংকনের গণতন্ত্র নামক ধর্ম থেকে ধার-কার্য করতে হয়, তাহলে ইসলাম মুকাম্মাল হল কি করে? এ সম্পর্কে রাসূল সাঃ কি কোন দিক-নির্দেশনা দিয়ে যান নি? যদি না দিয়ে থাকেন, তবে তিনি বা উত্তম আদর্শ হলেন কি করে? অথচ আল্লাহ রাসূল সাঃকে উত্তম আদর্শ বলে ঘোষনা করেছেন। ইরশাদ হচ্ছে যে অর্থাৎ; তোমাদের জন্য অবশ্যই আল্লাহর রাসূলের জীবনের মাঝে অনুকরণযোগ্য উত্তম আদর্শ রয়েছে।
এমন প্রতিটি ব্যক্তির জন্যে, যে আল্লাহর তায়ালার সাক্ষাৎ পেতে আগ্রহী এবং যে পরকালের মুক্তির আশা করে, সর্বোপরি সে বেশী পরিমাণে আল্লাহ তায়ালাকে স্বরণ করে। (সূরা আল আহযাব, ৩৩:২১) । হাঁ, অবশ্যই তিনি দ্বীন কায়িমের পদ্ধতি অর্থাৎ কথা ও কাজ উভয়ের মাধ্যমেই দেখিয়েছেন। তিনি নিজে দ্বীন কায়িমের জন্য যে পদ্ধতিটি গ্রহণ করেছিলেন মৌখিক ভাবেও সেই পদ্ধতিটিই নির্দেশ করছেন।
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়িম করা ফরয ইরশাদ হচ্ছে: অর্থঃ হে মানুষ আল্লাহ তায়ালা তোমাদের জন্যে সে দ্বীনই নির্ধারিত করেছেন, যার আদেশ তিনি দিয়েছিলেন নূহকে এবং যা আমি তোমার কাছে ওহী করে পাঠিয়েছি, উপরন্তু যার আদেশ আমি ইব্রাহীম, মূসা ও ঈসাকে দিয়েছিলাম।
ওদের সবাইকে আমি বলেছিলাম তোমরা ও জীবন বিধান প্রতিষ্ঠিত করো এবং কখনো এতে অনৈক্য সৃষ্টি করো না; অবশ্য তুমি যে দ্বীনের দিকে আহবান করছো, এটা মুশরিকদের কাছে একান্ত দুর্বিষহ মনে হয়; মূলত আল্লাহ তায়ালা যাকেই চান তাকে বাছাই করে নিজের দিকে নিয়ে আসেন এবং যে ব্যক্তি তারঁ অভিমুখী হয় তিনি তাকে দ্বীনের পথে পরিচালিত করেন। (সূরা আশ-শুরা ৪২;১৩)।
নিচে দ্বীন কায়েমের সঠিক পদ্ধতি পার্ট ৩ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ

| বইয়ের প্রকাশকঃ | |
| বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক বই |
| বইয়ের সাইজঃ | 1 MB |
| প্রকাশ সালঃ | ২০০৯ |
| বইয়ের লেখকঃ | শাঈখুল হাদীস মুফতি মুহাম্মাদ জসিমুদ্দীন রাহমানী |
| অনুবাদঃ |






















