দ্য প্রফেট pdf বই ডাউনলোড । কাহলিন জিবরানের জন্ম হয়েছিল ১৮৮৩ সালের ৬ জানুয়ারি, বর্তমানে লেবাননে, এক ম্যারোনাইট খৃষ্টান পরিবারে। তাঁর মাতৃভাষ ছিল আরবী, এবং জন্মের সময় তাঁর নাম ছিল জিবরান খলিল জিবরাণ বিন মিখাইল বিন সা’দ।
আরবীতেই তিনি কবিতা আর ছোটগল্প লিখেছেন প্রথম জীবনে। তারপর ১৯১৮ সালের পর থেকে লিখেছেন ইংরেজীতে। এর কারণ ১৮৯৫ সালে জিবরানের বাবা-মা সহ পুরো পরিবারটি অভিবাসী হিসেবে আমেরিকা চলে যায়। সেখানে বোস্টনে বসবাস করতে থাকেন তারা।
আরও ইসলামিক বই দেখুনঃ
- দি ইন্ডিয়ান মুসলমানস pdf বই ডাউনলোড
- দ্য ক্রসিং pdf বই ডাউনলোড
- মিরেকলস অব দ্য কোরআন pdf বই ডাউনলোড
- দ্য স্পিরিট অব ইসলাম pdf বই ডাউনলোড
- দ্য ক্রুসেডস pdf বই ডাউনলোড
ইংরেজীতে তাঁর অনেকগুলি বই বেরোয় আমেরিকা থেকে, যার মধ্যে উল্লেখযোগ্য দুটি হচ্ছে দি প্রফেট (১৯২৩) এবং স্যান্ড এন্ড ফোম (১৯২৬)। দুটিই পাঠকপ্রিয়তা পেয়েছে, তবে দি প্রফেট পেয়েছে বেশি।
বইটি প্রকাশের পর থেকে এর কোনো না কোন মুদ্রণ বাজারে রয়েছে, অর্থাৎ এই পঁচাশি বছরে এটি কখনো দুষ্প্রাপ্যা হয়নি। বলা হয়ে থাকে শেক্সপীয়র এবং চীনা কবি লাওজি-র পর জিবরান হচ্ছেন ইতিহাসের তৃতীয় কবি যার বই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।
অবশ্য কবি বা ছোটগল্পকার ছাড়াও জিবরান ছিলেন উঁচুমাপের একজন চিত্রশিল্পী এবং ভাস্কর। ড্রইং-এ তাঁর হাত ছিল খুবই পাকা। দি প্রফেট গ্রন্থের বেশির বাগ সংস্করণে তার আঁকা অনেকগুলিও ছবিও দেখা যায়।
জিবরাণের কবিতা, বিশেষ করে দি প্রফেট কেন এত জনপ্রিয়, তা নিয়ে অনেক লেখালেখি হয়েছে। সেগুলোর সারসংক্ষেপ করলে এরকম দাঁড়ায়। জিবরান বাইবেলের ভাষার ব্যঞ্জনায় আধুনিক মানুষের চিত্তের অসুখের নিরাময় করতে চেয়েছিলেন।
তাঁর ভাষায় ছিল ধ্রুপদী ও প্রাচীন রীতির সম্মৃদ্ধি, কিন্তু একই সঙ্গে অন্তরঙ্গতা ও সারল্য। আধ্যাত্মিক ও মরমী চিন্তায় সম্মৃদ্ধ তাঁর জগৎ-ভাবনায় মানুষের মৌলিক কিছু সঙ্কটের সমাধান রয়েছে। এসব সমাধান আসলে মানুষ নিজেই খুঁজে নিতে পারে, জিবরানের প্রফেট বা সন্ত মানুষকে শুধু একটুখানি সাহায্য করেন।
এই সাহায্যটা অবশ্য আত্মার এবং হৃদয়ের জাগরণে একটা ভূমিকা রাখে। দি প্রফেট এর ছাব্বিশটি কাব্য-রচনায় বিচিত্র সব বিষয়ে জিবরাণের ভাবনা বিস্তৃত। এই বইয়ের জনপ্রিয়তার একটি কারণ, মধ্যপ্রাচীন ভূগোল, জলবায়ু, নিসর্গ, বৃক্ষ-প্রান্তর ইত্যাদির অজটিল ব্যবহার।
দি প্রফেট বইটি কুড়ি-পঁচিশটি ভাষায় অনুদিত হয়েছে। তবে বইট যে পরিমাণ জনপ্রিয়, অনুবাদের সংখ্যা তার থেকে বেশি হওয়া উচিৎ ছিল। হয়নি, কারণ এটি অনুবাদ করা সহজ কাজ নয়।
নিচে দ্য প্রফেট pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাওলা ব্রাদার্স |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 3.74 MB |
প্রকাশ সালঃ | 2009 |
বইয়ের লেখকঃ | কাহলিল জিবরান |
অনুবাদঃ | চৌধুরী মুশতাক আহমদ |