নজরুল ইসলামী সঙ্গীত ও কবিতায় অনিসলামী আক্বীদা pdf বই। আমার বিষয়বস্তু হল তাঁর ছেড়ে যাওয়া কবিতা ও সঙ্গীতে শরীয়ত-বিরোধী কথাকে শিক্ষিত সমাজের সামনে তুলে ধরা, যাতে তাঁরা তাঁর কবিতা পড়ে শরীয়ত-বিরোধী কথা বিশ্বাস করে ঈমানের মত অমূল্য ধনকে হারিয়ে না বসেন। সঙ্গীত-প্রিয় অজ্ঞ মানুষ তাঁর সঙ্গীত শুনে ভুল আকীদা মনের মধ্যে স্থান দিয়ে বৃহৎ থেকে বৃহত্তর পাপ না করে বসেন।
বড় দুঃখের বিষয় যে, বহু মুসলিম কুরআন-হাদীসের আসল পণ্ডিতদের কাছে শরীয়তের জ্ঞান ও ইসলামী ইতিহাস গ্রহণ না করে, তথাকথিত মনীষী, কবি, শিল্পী, ঔপন্যাসিক, ঐতিহাসিক, সাংবাদিক এবং অনুরূপ সাহিত্য-প্রবন্ধ, কবিতা, গান, গজল- গীতি, নাটক-যাত্রা, ফিল্ম, উপন্যাস, সংবাদ-পত্র প্রভৃতি থেকে ইসলামী ধ্যান-ধারণা গ্রহণ করে থাকে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
আর তার পরেই সেই মনের পরিপন্থী ফতোয়া শুনে চমকে উঠে দ্বীনের আলেমকে ‘কাঠমোল্লা’ ভেবে নিজের পরকাল বরবাদ করে। অবশ্য ফতোয়াবাজ কাঠমোল্লা যে সমাজে নেই, তা আমি বলছি না। কিন্তু তিনি আসলেই ‘কাঠমোল্লা’ কি না – তা যাচাই করে নিজের ঈমান-আমল ঠিক করতে বলছি ‘কাঠ-বিজ্ঞানী’ মুসলিমদেরকে।
কেউ বড় বিজ্ঞানী হতে পারেন, কেউ বিরাট ডাক্তার হতে পারেন, কেউ বিশাল কবি হতে পারেন এবং সমাজে তাঁর বিরাট মর্যাদা লাভ হতে পারে, কিন্তু তা বলে তিনি ইসলাম সম্বন্ধে যা বলবেন, সেটাই ইসলাম হবে – তা হতে পারে না। তাঁর বিশিষ্ট জ্ঞানের সাথে অন্যান্য জ্ঞানকে সমান জ্ঞান করবেন, তা ঠিক হবে না।
বক্ষমাণ পুস্তিকায় ইসলামী জ্ঞানের বিশুদ্ধ নিক্তি দ্বারা বিদ্রোহী কবি নজরুল তথা অন্য কিছু কবির কবিতা তথা গজল-গীতিকে ওজন করার চেষ্টা করা হয়েছে। ওজন সঠিক হয়েছে কি না, তা জ্ঞানীরাই বিচার করবেন।
উদ্দেশ্য, সঠিক আকীদার প্রচার তথা মুসলিম জনসাধারণের হিতকামনা। হে আল্লাহ!
নিচে নজরুল ইসলামী সঙ্গীত ও কবিতায় অনিসলামী আক্বীদা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই বিষয়ক |
বইয়ের সাইজঃ | 2.00 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাইখ আব্দুল হামীদ ফাইযি |
বইয়ের অনুবাদকঃ |