নন্দিত জাতি নিন্দিত গন্তব্যে pdf বই ডাউনলোড। মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য বিহীন পথে ছেড়ে দেননি, তাদের সুনির্দিষ্ট একটি পথে চলার জন্য অসংখ্য নবী-রাসূল প্রেরণ করেছেন। তাদেঁর দায়িত্বই ছিলো মানব গোষ্ঠীকে আল্লাহ তাআলার দাসত্বের প্রতি আহবান জানানো ।
এবং আল্লাহর দেয়া পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলামী আদর্শে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠন। যেহেতু ইসলাম গতানুগতিক কোনো ধর্মের নাম নয়, এতে রয়েছে জীবন পরিচালনার সকল নীতিমালা।
আরও দেখুনঃ ব্যবসা বাণিজ্য করণীয় ও বর্জনীয় pdf বই ডাউনলোড
যতদিন মুসলিম উম্মাহ পবিত্র কোরআন উপস্থাপিত নীতিমালাসমূহকে একমাত্র আদর্শ হিসেবে অনুসরণ করছে ততদিন পর্যন্ত তারাঁই ছিলো বিশ্বের নেতৃত্বের আসনে আসীন এবং নন্দিত জাতি। যতদিন ইসলাম প্রদর্শিত পথে তারাঁ ব্যক্তি থেকে শুরু করে পারিবারিক নীতি সমাজনীতি রাজনীতি অর্থনীতি,নারীনীতি,শ্রমনীতি, সভ্যতা-সাংস্কৃতিক নীতিমালাসমূহ পরিচালনা করেছে।
ততদিন তাদের মধ্যে ছিলো না হিংসা বিদ্বেষ বিভেদ স্বার্থপরতা,স্বজনপ্রীতি, দুর্নীতি ইত্যাদি। বরং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে শ্রদ্ধা,ভালোবাসা,মায়া-মমতা ও পরোপকারিতার মাধ্যমে রচনা করতে সক্ষম হয়েছিলো মানবেতিহাসের সর্বশ্রেষ্ঠ স্বর্ণালী অধ্যায়ের।
আরও দেখুনঃ প্রতিদিনের নেক আমল pdf বই ডাউনলোড
সম্মান মর্যাদার সুউচ্ছ সোপান থেকে নন্দিত এ জাতির পতন ঘটলো তখনই কোরআন প্রদর্শিত সহজ সরল পথ বর্জন করে তারাঁ যখন মানব রচিতা বাঁকা পথ অবলম্বন করে নিন্দিত পথের যাত্রী হলো। নন্দিত এ জাতি যাত্রী ছিলো পবিত্র-মক্কা-মদীনার,কিন্তু এরা আরোহী হলো দিল্লী,পিকিং,মস্কো ও ওয়াশিংটনের গাড়ীর। এ জাতির হতভাগ্য নেতৃবৃন্দ ইসলাম সম্পর্কেঅবলীলাক্রমে বলা শুরু করলো,।
সাম্প্রদায়িক,পশ্চাৎপদ,সেকেলে, মৌলবাদ ও মধ্যযুগীয় এবং এসব কারণে আধুনিক ডিজিটাল যুগে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম চলতে পারে না। ইসলাম থাকবে সমজিদ,মাদ্রাসা,খানকা ও মাযারে। এর বাইরে ইসলামের প্রবেশাধিকার নিষিদ্ধ। মুসলিম নামধারীঅর্বাচীন নেতৃবৃন্দ ইসলামের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে কাফির, মুশরিক, নাস্তিক মুরতাদদের আবিস্কৃত ইসলাম বিদ্বেষী ঘৃণিত ধর্মনিরপেক্ষ মতবাদ ইত্যাদি।
আরও দেখুনঃ প্রত্যাবর্তন pdf বই ডাউনলোড
নিচে নন্দিত জাতি নিন্দিত গন্তব্যে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ গ্লোবাল পাবলিশিং নেটওয়ার্ক বইয়ের ধরণঃ ইসলামিক বিষয়ক বইয়ের সাইজঃ 16.2 MB প্রকাশ সালঃ ২০১৪ ইং বইয়ের লেখকঃ মাওলানা দেলাওয়ার হোসাঈন সাঈদী অনুবাদঃ আব্দুস সালাম মিতুলডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ