নবীজির সুন্নাত pdf বই ডাউনলোড। বুযুর্গানে দীন তাদেরঁ অভিজ্ঞতার আলোকে বলেছেন, তিনটি এমন সুন্নাত আছে, সেগুলোর উপর আমল করতে পারলে অন্তরে নূর পয়দা হয় এবং এর দ্বারা অন্য সকল সুন্নাতের উপর আমল করা সহজ হয়ে যায় এবং অন্তরে সুন্নাতের প্রতি আমল করার স্পৃহা জাগ্রত হয়।
১. সহীহ-শুদ্ধ করে আগে আগে সালাম করা ও সর্বত্র সালামের ব্যাপক প্রসার করা। (মুসরিম শরীফ, হাদীস নং-৫৮/তিরমিযী, হাদীস নং-২৬৯৯) । বিদ্রঃ আস-সালামু এর শুরুর হামযা এবং মীমের পেশ স্পষ্ট করে উচ্ছারন করতে হবে। সালামের উত্তর শুনিয়ে দেয়া ওয়াজিব। (আলমগিরী, 5:৩২৬)। ২. প্রত্যেক ভাল কাজেও ভাল স্থানে ডান দিককে প্রাধান্য দেয়া।
আরও দেখুনঃ আল্লাহর দিকে রাসূল এর দাওয়াতের নমুনা pdf বই
যথা: মসজিদে ও ঘরে প্রবেশকালে ডান পা আগে রাখা। পোশাক পরিধানের সময় ডান হাত ও ডান পা আগে প্রবেশ করানো এবং প্রত্যেক নিম্নমানের কাজে এবং নিম্নমানের স্থানে বাম দিককে প্রাধান্য দেয়া। যথা: মসজিদ বা ঘর থেকে বের হওয়ার সময় বাম পা আগে রাখা, বাম হাতে নাক পরিস্কার করা, পোশাক থেকে বাম হাত বা বাম পা আগে বের করা। (বুখারী শরীফ, হাদীস নং-১৬৮/ মুসনাদে আহমাদ, হাদীস নং-২৫০৪৩ মুস্তাদরাক, হাদীস নং-৭৯১/মুসলিম শরীফ, হাদীস নং-২০৯৭) ।
৩ি. বেশি বেশি আল্লাহ তাআলার যিকির করা। (সূরায়ে আহযাব,৪১/মুস্তাদরাক, হাদীস নং-১৮৩৯)। তাছাড়া উপরে উঠার সময় আল্লাহু আকবার, নীচে নামার সময় সুবহানাল্লাহু, সমতল ভূমিতে চলার সময় লা- ইলা-হা ইল্লাল্লাহ পড়তে থাকা। (বুখারী শরীফ, হাদীস নং-২৯৯৩/তিরমিযী, হাদীস নং-৩৩৮৩)।
আরও দেখুনঃ দরুদ শরীফের মর্যাদা pdf বই ডাউনলোড
খ. প্রতিদিন কুরআনে কারীম থেকে কিছু পরিমান তিলাওয়াত করা বা অন্যের তিলাওয়াত শ্রবণ করা। (মুসলিম, হাদীস নং-৭৯১/বুখারী শরীফ, হাদিস নং-৫০৩৩)। গ.. পাচঁ ওয়াক্ত নামাযের পর সুন্নাত থাকলে সুন্নাতের পরে নতুবা ফরযের পরে তিনবার ইস্তিগফার, একবার আয়াতুর কুরসী।
একবার সূরা ইখলাস, সূরা ফালাক্ব, সূরা নাস এবং তাসবীহে ফাতেমী অর্থাৎ ৩৩বার সুবহানাল্লাহু, ৩৩বার আল-হামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার পড়া। (মুসলিম শরীফ, হাদীস নং-৫৯১/ইমাম নাসায়ীর সুনানে কুবরা, হাদীস নং-৯৮৪৮/তাবারানী কাবীর)।
আরও দেখুনঃ তাযকিরাতুল আখেরাহ ২য় খন্ড pdf বই ডাউনলোড
নিচে নবীজির সুন্নাত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ সীরাত বিষয়ক বইয়ের সাইজঃ 1.28 MB প্রকাশ সালঃ ইং বইয়ের লেখকঃ মূফতী মনসূরুল হক অনুবাদঃডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ