নবী সাঃ জীবনের টুকরো কথা pdf বই ডাউনলোড। বৃদ্ধ একটি গোলাম। ভারী কাজতো দূরের কথা হালকা কাজ করাও তার পক্ষে এখন অসম্ভব প্রায়। কিন্তু সে যে গোলাম, তাকে অন্যের হাতে বিক্রিত হতেই হবে। কাজ করে যেতেই হবে সদা সর্বদা। এ স্বাভাবিক নিয়ম মতে বৃদ্ধ সে গোলাম বিক্রিত হলো এক ধনাঢ্য ব্যক্তির কাছে, ধনাঢ্য সে লোকটি গোলামকে নিয়ে তার একটি বাগানে পানি দেয়ার কাজে নিয়োগ করলো।
বাগানটি ছিলো বেশ বড়। পানিও ছিলো অনেক দূরে। সেই দূর থেকে পানি এসে বাগানে দিতে ঐ বৃদ্ধ গোলামের সীমাহীন কষ্ট করতে হত। তা সত্ত্বেও সে গোলাম তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে অলসতা করতো না। একদিনের কথা বৃদ্ধ গোলাম বাগানে পানি দিচ্ছে। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পথ ধেরে কোথাও যাচ্ছিলেন।
আরও ইসলামিক বই দেখুনঃ
- যৌবন কিভাবে অতিবাহিত করবে pdf বই ডাউনলোড
- ছোটদের গল্পে পিঁপড়াদের রাজ্যে pdf বই ডাউনলোড
- অধ্যাপক গোলাম আযমের সংগ্রামী জিবনী pdf বই ডাউনলোড
- ইকবাল প্রতিভা pdf বই ডাউনলোড
- ভারত যখন ভাঙলো pdf বই ডাউনলোড
হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নযরে পড়লো বৃদ্ধ গোলাম। দয়ার নবী সাঃ-মায়াভরা মন নিয়ে এগিয়ে গেলেন লোকটির কাছে। নবীজি সাঃ- দেখলেন, অনেক কষ্টে সে পানির পাত্র বয়ে নিয়ে যাচ্ছে। পানি বহর করে নিয়ে যাওয়ার কষ্টে তার পা দুটো কাঁপছে। যেন এখনি মাটিতে পড়ে যাবে লোকটি।
এ দৃশ্য অবলোকন করে প্রিয় নবী সাঃ- এর মন ব্যথিত হয়ে উঠলো। তিনি লোকটির কাছে গিয়ে তাকে একটি গাছের ছায়ায় আরামে বসিয়ে দিলেন। এবং নিজেই পানি বহন করে এনে বাগানে পানি দিতে লাগলেন। এক পর্যায়ে পুরো বাগানে পানি দেয়া শেষ হলো। এবার হযরত মুহাম্মাদ সাঃ- পুনরায় লোকটির কাছে এসে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ভাষায় তাকে বললেন,
ভাই আজকের মত তোমার আর কাজ করতে হবে না। আমি পুরো বাগানে পানি দেওয়া শেষ করেছি। তবে আজকের পর আবার যখন তোমার উপর কোন কঠিন কাজের দায়িত্ব ন্যাস্ত হবে, তখন সে কথা তুমি আমাকে জানাবে, আমি এসে তোমার কাজ করে দিব।
আজো আমাদের সামনে এ জাতীয় অসংখ্য দৃশ্যের অবতারণা ঘটে। আমরাও যদি প্রিয় নবী সাঃ- এর উপরোক্ত টুকরো ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে মানুষের দুঃখ কষ্টে তাদের পাশে দাঁড়াতে শিখি, তবে আমাদের সমাজে আজো শান্তি, সমবেদনা সহমর্মিতা প্রতিষ্ঠিত হতে পারে। এমন আরও অসংখ্য টুকরো পড়তে-জ্ঞান অর্জন করতে ডাউনলোড করে নিতে পারেন বইটি।
নিচে নবী সাঃ জীবনের টুকরো কথা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | মাকতাবাতুল আবরার |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক |
বইয়ের সাইজঃ | 15.5 MB |
প্রকাশ সালঃ | ১৯৯৭ সাল |
বইয়ের লেখকঃ | মাওঃ খন্দকার মুশতাক আহমদ |
অনুবাদকঃ |