নবী সাঃ পরিবারের সৌরভ pdf বই ডাউনলোড। ১। ‘হুসনিয়া’ পুস্তকের প্রারম্ভে বিবৃত হয়েছে: “ইমাম জাফর সাদিকের (রহ.) জনৈক সওদাগর বন্ধুর একজন সুন্দরী জারিয়া (দাসী) ছিল, নাম হুসনিয়া। এই জারিয়া ২০ বছর বয়স হওয়া পর্যন্ত ইমাম জাফর সাদিকের (রহ.) সাথে থেকে সকল জ্ঞানের শাখা শিক্ষা করেছিলেন।
হযরত ইমামের বেসালের পরে সওদাগর বন্ধুটি দেউলিয়া হয়ে যান এবং তিনি খলিফা হারুনুর রশীদের কাছে ওই জারিয়াকে বিক্রি করে দিতে মনস্থ করেন। তরুণীটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে খলিফা হারুনুর রশীদ তার মূল্য জানতে চান । প্রত্যুত্তরে জানানো হয় যে পঞ্চাশ হাজার স্বর্ণ মুদ্রা।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- কুরআন শরীফ নূরানী ছাপা পিডিএফ ডাউনলোড
ওই তরুণী এ মূল্য পাওয়ার জন্যে কী কী গুণের অধিকারী খলিফা তা জানতে চাইলে সওদাগর তাঁকে ওই জারিয়ার জ্ঞান ও গুণাবলী সম্পর্কে অবহিত করেন। জ্ঞান বিশারদদের উপস্থিতিতে ওই তরুণীর একটি পরীক্ষা নেয়া হয়। এতে ওই জারিয়া তাঁদের চেয়ে নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করেন। তিনি উলামাদেরকে খণ্ডন করেন ।
মুজতাহিদ ইমাম ও উলামায়ে কেরাম যাঁদের মধ্যে ইমাম আবু ইউসুফ ইয়াকুব ইবনে ইব্রাহীম ও ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফেয়ী উপস্থিত ছিলেন, তাঁরা কেউই তরুণীর কথার জবাব দিতে সক্ষম হননি। তাঁরা এমন একজন আলেমকে জানতেন যাঁকে তাঁরা তাঁদের চেয়েও শ্রেষ্ঠ বিবেচনা করতেন।
এই বিজ্ঞ পণ্ডিত যাঁর নাম ইব্রাহীম খালেদ তিনি বসরা নগরীতে বসবাস করতেন এবং তিনি বহু গ্রন্থও প্রণয়ন করেছিলেন। তাঁরা তাঁকে এনে উপস্থিত করলেন, তবুও তরুণীর কাছে তিনি পরাজিত হলেন এবং লা-জওয়াব হয়ে গেলেন।” (হুসনিয়া)
নিচে নবী সাঃ পরিবারের সৌরভ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজ | 16.5 MB |
প্রকাশ সালঃ | ২০২২ সাল |
বইয়ের লেখকঃ | মাঃ উসমান আফেন্দী রহ. |
বইয়ের অনুবাদকঃ | কাজী সাইফুদ্দীন হোসেন |