নামাজের ৫০০ মাসয়ালা
নামাজের ৫০০ মাসয়ালা pdf বই ডাউনলোড। যারা অদৃশ্যে ঈমান আনে, সালাত কায়েম করে ও তাদেরকে যে জীবনোপকরণ দান করেছি তা হতে ব্যায় করে। (সুরা আল বাক্বারা: আয়াত-৩)। আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো।
যারা আমার সামনে অবনত হয় তাদের সাথে তোমরাও আমার আনুগত্য স্বীকার করো। [সুরা আল বাক্বারা: আয়াত-৪৩] তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর এবং ইহা বিনীতগণ ব্যতীত আর সকলের নিকট নিশ্চিতভাবে কঠিন। [সুরা আল বাক্বারা: আয়াত-৪৫]।
আরও দেখুনঃ কুরআন সম্পর্কে মানুষের ধারণা pdf বই ডাউনলোড
আর যখন আমি বনী ইসরাঈলের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম যে, তোমরা আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং মাতা-পিতার সাথে সদ্ব্যবহার করবে, আত্মীয়-স্বজন, ইয়াতীম-মিসকীনদের সাথে ভালো ব্যবহার করবে, মানুষের সাথে সুন্দর কথা বলবে, সালাত প্রতিষ্ঠা করবে, যাকাত প্রদান করবে।
অতঃপর তোমাদের মধ্যে সামান্য কিছু সংখ্যক লোক ছাড়া অধিকাংশই পৃষ্ঠপ্রর্দশন করেছে এভাবেই তোমরা মুখ ফিরিয়ে নিয়েছিলে। [সুরা আল বাক্বারা: আয়াত-৮৩] । আর তোমরা সালাত প্রতিষ্ঠা করো ও যাকাতর আদায় করো এবং যে সব নেকী তোমরা আল্লাহর কাছে অগ্রম পাঠাবে, তা তারঁ কাছে পাবে।
আরও দেখুনঃ ভালোবাসার অনন্য বিশ্ব নবী pdf বই ডাউনলোড
তোমরা যা কিছুই করো আল্লাহ তাআলা অবশ্যই এর সব কিছু দেখতে পান। [সুরা আল বাক্বার: আয়াত-১১০] হে মুমিনগণ! ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশালীদের সাথে আছেন। [সুরা আল বাক্বারা: আয়াত-১৫৩] আর তোমাদের মুখ পর্ব ও পশ্চিম দিকে ফিরানোর মধ্যে কোন নেকী নিহিত নেই।
তবে আসল কল্যাণ হচ্ছে একজন মানুষ ঈমান আনবে আল্লাহর ওপর, পরকালের ওপর, ফেরেশতাদের ওপর, (আল্লাহর ) কিতাবের ওপর, নবী-রাসুলদের ওপর এবং আল্লাহর দেয়া সম্পদ তারঁই ভালোবাসা পাবার মানসে আত্মীয়-স্বজন, ইয়াতীম-মিসকীন ও মুসাফিরের জন্যে ব্যয় করবে, সাহায্যপ্রার্থী (দুস্থ মানুষ, সর্বোপরি) মানুষকে বন্দিদশা থেকে মুক্ত করার কাঝে অর্থ ব্যায় করবে, সালাত প্রতিষ্ঠা করবে।
আরও দেখুনঃ হাজার বছরের শয়তানের গল্প pdf বই ডাউনলোড
নিচে নামাজের ৫০০ মাসয়ালা pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ পিস পাবলিকেশন বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 6.63 MB প্রকাশ সালঃ ২০১১ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ ইকবাল কিলানী অনুবাদঃ রফিকুল ইসলামডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ