নামাযের দোয়া ও যিকির
নামাযের দোয়া ও যিকির pdf বই ডাউনলোড। বইটি রিয়াদের অন্তর্গত পশ্চিম দীরায় অবস্থিত ইসলামী সেন্টার কৃর্তক “নামাযের দোয়া ও জিকর” বিষয়ে সংকলিত। ইহা নামাযের মধ্যে ও পরে পঠিত দোয় ও জিকর সম্বলিত একটি ক্ষুদ্র বই। যা মুসলমানদের জন্য নাবী সাঃ নামাযে যে সব দোয়া ও যিকর করেছেন তা অবলম্বনে সহায়ক হবে। বইটি নবী সাঃ বর্ণিত সহী হাদীসের উপর নির্ভর করে সংকলন করা হয়েছে।
আরও ইসলামিক বই দেখুনঃ
- কুরআনে আঁকা আখিরাতের ছবি pdf বই ডাউনলোড
- ইসলামে গান ছবি প্রতিকৃতির বিধান pdf বই ডাউনলোড
- দরসে তিরমিযী ৫ম খন্ড pdf বই ডাউনলোড
- মুসলিম মিডিয়া নির্বাচিত লেখা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- মুসলিম মিডিয়া নির্বাচিত লেখা ৩য়-খন্ড pdf বই ডাউনলোড
নিচে নামাযের দোয়া ও জিকর বই থেকে কিছু দোয় উল্লেখ করা হলো।
১. তাকবীরে তাহরীমার পর ইস্তিফতা বা প্রারম্ভিক দোয়া।
اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ، كَمَا بَاعَدْتَ بَيْنَ المَشْرِقِ وَالمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالبَرَدِ
১. উচ্চারণ: আল্লাহুম্মা বা‘ইদ বাইনী ও বাইনা খাতায়াইয়া কামা বা‘আদতা বাইনাল মাশরিক্বি ওয়াল মাগরিবি, আল্লাহুম্মা নাক্কিনী মিন খাতায়াইয়া কামা ইউনাক্কাস সাওবুল আবয়াদু মিনাদ্দানাসি, আল্লাহুম্মাগসিলনী মিন খাতায়াইয়া বিল মা-য়ি ওয়াস সালজি ওয়াল বারাদি।
অর্থ: হে আল্লাহ! আমার এবং আমার গুনাহ্ খাতার মাঝে এমন দূরত্ব সৃষ্টি কর যেরূপ পশ্চিম ও পূর্বের দূরত্ব সৃষ্টি করেছ। হে আল্লাহ! আমাকে আমার গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার কর যেমন সাদা কাপড় ময়লা থেকে পরিষ্কার করা হয়। হে আল্লাহ! আমার পাপসমূহকে পানি, বরফ ও শিশিরের মাধ্যমে ধৌত করে দাও। (বুখারী-মুসলিম)
سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ. تَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ. وَلاَ إِلهَ غَيْرُكَ”. رواه مسلم.
২. উচ্চারণ: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবা-রাকাসমুকা ওয়া তা‘আলা জাদ্দুকা ওয়া লা-ইলাহা গাইরুকা। (মুসলিম)
অর্থ: হে আল্লাহ! সকল দোষ হতে তোমার পবিত্রতা ঘোষণা করছি এবং তোমারই সকল প্রশংসা, তোমার নাম মহিমান্বিত, তোমার মর্যাদা-বড়ত্ব অতি উচ্চে এবং তুমি ব্যতীত সত্যিকার কোনো মা‘বূদ বা উপাস্য নেই।
বাকী দোয়া গুলো পড়ার জন্য বইটি ডাউনলোড করে নিন। কারণ বইটি আপনার সাথে থাকলে আপনি পড়তে পারবেন। কিন্তু প্রতিবার নেট নাও থাকতে পারে।
নিচে নামাযের দোয়া ও যিকির pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ বইয়ের ধরণঃ নামাজের দোয়া বিষয়ক বই বইয়ের সাইজঃ 1.17 MB প্রকাশ সালঃ ২০০৯ ইং বইয়ের লেখকঃ অনুবাদঃ মোহাম্মদ আব্দুর রব্ব আফফানডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ