নামায রোযার হাকীকত
নামায রোযার হাকীকত pdf বই ডাউনলোড। আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেছেনঃ আমি জ্বিন ও মানবজাতিকে কেবল আমারই ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। -সুরা আয যারিয়াতঃ। এ থেকে নিসন্দেহে বুঝা গেল যে, মানুষের জন্ম, জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য আল্লাহ তাআলার ইবাদত এবং বন্দেগী ছাড়া আর কিছুই নয়।
এখন আপনারা সহজেই বুঝতে পারেন যে, ইবাদত শব্দটির প্রকৃত অর্থ জেনে নেয়া আমাদের পক্ষে কতখানী জরুরী। এ শব্দটির অর্থ না জানলে যে মহান উদ্দেশ্য আপনাকে সৃষ্টি করা হয়েছে তা আপনি কিছুতেই লাভ করতে পারেন না। আর যে বস্তু তার উদ্দেশ্য লাভ করতে পারে না তা ব্যর্থ ও নিষ্ফল হয়ে থাকে।
আরও দেখুনঃ রাসুল মুহম্মাদ সাঃ এর মুযেজা pdf বই ডাউনলোড
চিকিৎসক রোগীকে নিরাময় করতে না পারলে বলা হয় যে, সে চিকিৎসায় ব্যর্থ হয়েছে, কৃষক ভাল ফসল জন্মাতে না পারলে কৃষিকার্য তার ব্যর্থতা সুষ্পষ্টরূপে প্রমাণিত হয়। তেমনি আপনারা যদি আপনাদের জীবনের উদ্দেশ্য লাভ অর্থাৎ ইবাদত করতে না পারেন তবে বলতে হবে যে, আপনাদের জীবন ব্যর্থ হয়েছে।
ইসলামের হাকীকত গ্রন্থের শেষ প্রবন্ধে দ্বীন ও শরীআত।
এজন্যই আমি আশা করি আপনারা এ ইবাদত শব্দটির প্রকৃত অর্থ ও তাৎপর্য জানার জন্য বিশেষ মনোযোগী হবেন এবং তা আপনাদের হৃদয়-মগযে বদ্ধমূল করে নিবেন। কারণ মানব জীবনের সাফল্য ও ব্যর্থতা এরই ওপর একান্তভাবে নির্ভর করে। ইবাদত শব্দটি আরবী আবদ হতে উদ্ভূত হয়েছে। আবদ অর্থ দাস বা গোলাম।
আরও দেখুনঃ যঈফও জাল হাদিস বর্জনের মূলনীতি pdf বই ডাউনলোড
অতএব ইবাদত শব্দের অর্থ হবে বন্দেগী ও গোলামী করা। যে ব্যক্তি অন্যের দাস যে যদি তার বাস্তবিকই মনিবের সমীপে একান্ত অনুগত হয়ে থাকে এবং তার সাথে ঠিক ভৃত্যের ন্যায় ব্যবহার করে, তবে একে বলা হয় বন্দেগী ও ইবাদত। পক্ষান্তরে কেউ যদি কারো চাকর হয়।
এবং মনিবের কাছ থেকে পুরোপুরি বেতন আদায় করে, কিন্তু তবুও সে যদি ঠিক চাকরের ন্যায় কাজ না করে তবে বলতে হবে যে, সে নাফরমানী ও বিদ্রোহ করছে আসলে একে অকৃতজ্ঞতা বলাই বাঞ্চনীয়। তাই সর্বপ্রথম আপনাকে জানতে হবে, মনিবের সামনে চাকরের ন্যায় কাজ করা এবং তার সমীপে আনুগত্য প্রকাশ করার উপায় কি হতে পারে।
আরও দেখুনঃ যঈফও জাল হাদিস ২য় খন্ড pdf বই ডাউনলোড
নিচে নামায রোযার হাকীকত pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ আধুনিক প্রকাশনী বইয়ের ধরণঃ আমল বিষয়ক বইয়ের সাইজঃ 2.84 MB প্রকাশ সালঃ ২০০৪ ইং বইয়ের লেখকঃ সাইয়েদ আবুল আ’লা মওদূদী অনুবাদঃ মুহাম্মাদ আব্দুর রহীমডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ