নারীর পরিচয় pdf বই ডাউনলোড। শোষণের ভয়াল চিত্ৰ- উনিশ শতকের ইউরোপ। ইতিহাসের সেই সময়টাতে ইউরোপের দেশগুলোয়, বিশেষ করে ইংল্যান্ডে বসত এক ভিন্নধর্মী বাজার। যে বাজারের পণ্য ছিল কেবল নারী! আর বিক্রেতা? বিক্রেতা সেই নারীর স্বামী নিজেই![১] ইংরেজিতে যেটাকে বলে ‘ওয়াইফ সেলিং’।
ইউরোপের বর্বর স্বামীরা দাম্পত্যজীবনে অতিষ্ঠ হলে স্ত্রীকে তালাক দেওয়ার কথা ভাবত না। কারণ বউকে বেচে দেওয়াটাই ছিল বেশি লাভের! তাতে ধার-দেনা কিছু থাকলে শোধ করার সুযোগ পাওয়া যেত।
এরকম আরও অনেক বর্বর প্রথার প্রচলন ছিল তখন পশ্চিমে। ভাবতে পারেন নারী-সমাজের অবস্থা তখন কতটা নাজুক ছিল! রেগে গেলে স্বামী তার স্ত্রীকে শাস্তি দিত বিশেষ এক উপায়ে। ‘ঘ্যানঘ্যান-করা’ এসব মহিলার (nagging woman) শাস্তি একটাই—মুখে একপ্রকার লাগাম পরানো হতো; যার নাম স্কল্ড’স ব্রাইডল। মাথায় পরানো হতো লোহার তৈরি খাঁচা। এর ভেতরে আলাদা একটুকরা লোহা জুড়ে দেওয়া থাকত। সেটা টেনে এনে লাগিয়ে দেওয়া হতো চোয়ালের সাথে। ব্যস! এবার চুপটি মেরে থাকো।
আরও ইসলামিক বই দেখুনঃ
- এক নযরে ছিয়াম ও রামাযান pdf বই ডাউনলোড
- হুজুর হয়ে হাসো কেন pdf বই ডাউনলোড
- সহজ পান্দ নামা pdf বই ডাউনলোড
- রমজান কিভাবে কাটাবেন pdf বই ডাউনলোড
- ফুটিয়ে তুলুন সুবাসিত ফুল pdf বই ডাউনলোড
শোষণ-বর্বরতার নিদারুণ সব চর্চা ছিল তখনকার ইউরোপে। সমাজের নিচুশ্রেণির নারীদের বেলায় এসে বর্বরতার মাত্রা আরও বেড়ে যেত। প্রশ্ন হলো—এসব বর্বরতা থেকে পশ্চিমা নারী সমাজের মুক্তি মিলবে কী করে? এটা তো স্বাভাবিক, তারা নারী- -পুরুষের মাঝে ইনসাফের পথ খুঁজবে; মানুষ হিসেবে নিজের অধিকারটুকু বুঝে পাওয়ার উপায় তালাশ করবে। কিন্তু কে দেবে তাকে সত্যিকারের ইনসাফের সন্ধান? সেই অধিকারের নিশ্চয়তা?
নিঃসন্দেহে সেই নিশ্চয়তা দিতে পারে কেবল রবের ওহি—যাকে পুরুষরা বিনাবাক্যে মাথা পেতে মেনে নেবে। প্রয়োজন এমন এক সার্বজনীন জীবনব্যবস্থার, যার ব্যাপারে একমত হবে নারী-পুরুষ উভয়েই।
‘ধর্ম’ তারে ফিরিয়ে দিলো ফলশ্রুতিতে পশ্চিমা নারীরা তাদের ধর্মীয় বিধানের আশ্রয় নিল। কিন্তু তারা দেখতে পেল—তাদের সে বিকৃত ধর্ম নারীকে মুখবুজে থাকার নির্দেশ দিচ্ছে।
নারীর জন্য অনুমতি নেই পুরুষকে কিছু বলার বা কোনোরূপ আবদার করার। কারণ, সে ‘হাওয়া’র জাতি; যে কিনা মানুষের আদিপাপের জন্য দায়ী। এই হাওয়াই তো শয়তানের প্ররোচনায় প্রথমে নিজে বিভ্রান্ত হয়েছে, পরে বিভ্রান্ত করেছে আদমকে। ‘সমস্ত পাপের গোড়া সে’। মানবজাতির যত দুঃখ-যাতনা আছে, আছে যত সংকট, রোগ-শোক-মৃত্যু সেসবের মূল হোতা সে।
আর এ-কারণেই ধর্মীয় বিধান আরোপ করে স্রষ্টা নারীদের শাস্তি দিয়েছেন। সন্তানধারণের মতো কষ্টকর দায়িত্ব চাপিয়ে দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করাচ্ছেন। আর পুরুষ জাতিকে দিয়ে রেখেছেন নারীর খবরদারির দায়িত্ব। আরও পড়তে চাইলে বইটি ডাউনলোড করে নিতে পারেন। আশা করি নারী সম্পর্কিত বইটি পড়ে উপকৃত হবেন।
নিচে নারীর পরিচয় pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | সত্যায়ন প্রকাশন |
বইয়ের ধরণঃ | নারী বিষয়ক বই |
বইয়ের সাইজঃ | 10.1 MB |
প্রকাশ সাল | |
বইয়ের লেখকঃ | ড. ইয়াদ কুনাইবি |
বইয়ের অনুবাদকঃ | ইফতেখার সিফাত |