নিকাহ pdf বই ডাউনলোড। তরুণদের মধ্যে যারা নিজেদের ঈমান নিয়ে চিন্তিত তাদের মাঝে বিয়ে নিয়ে আলোচনার সাথে একরাশ হতাশা, অনেকখানি আক্ষেপ এবং একটি দীর্ঘশ্বাস পরিলক্ষিত হয়! তাদের আগ্রহ, প্রচেষ্টা কিংবা দীর্ঘশ্বাস কখনোই পৌছোঁয়নি তাদের পিতা-মাতার কাছে! অনেকের জন্য নিকাহ ফরজ হলেও পিতা-মাতা কে তো বলা যাবে না ! কি লজ্জার ব্যাপার….আবূ হুরাইরা রাঃ থেকে বর্ণিত: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ঈমানের ষাটেরও অধিক শাখা আছে। আর লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা। (সহিহ বুখারী, হাদিস নং ৯)।
যে ব্যাপারে লজ্জা থাকলে আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা থাকবে, পাপাচারের ঢেউ আপনাকে আল্লাহর থেকে অনেক দূরে সরিয়ে নিবে সেই ব্যাপারে কেন লজ্জা? ঈমান রক্ষা করা তো জীবন রক্ষার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ! তাই এ ব্যাপারে লজ্জা পেলে চলবে না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- আশরাফুল হিদায়া ৩য় খন্ড pdf বই ডাউনলোড
- যৌবনের মৌবনে pdf বই ডাউনলোড
- কালেক্টেড ৫ম pdf বই ডাউনলোড
- বিয়ে নিয়ে কিছু কথা pdf বই ডাউনলোড
- আল্লাহর অনেক নাম pdf বই ডাউনলোড
সমাজ কথিত আধুনিকতার কারণে টাইমলি ম্যারেজ এর মতো একটি সুন্নাহ আজ বিলূপ্তপ্রায় যার ফলে সমাজে বাড়ছে, অশ্লীলতা, অনাচার। নিজের কু-প্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করুন। বাতাস ভারী হয়ে আসছে? ফিতনায় আপতিত হয়ে হারিয়ে ফেলছেন নিজের পবিত্র সত্ত্বাকে? পাপ করতে লজ্জা বোধ করছেন না যখন একটি সুন্নাহকে নিজের জীবনে প্রতিষ্ঠিত করুন।
বলতে লজ্জা পাবেন না! আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী হয়ে যান! আল্লাহ চাইলে সব সম্ভব! আপাত দৃষ্টিতে অসম্ভব মনে হলেও আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন ই! সবর করুন! আপনার পালনকর্তা সত্বরই আপনাকে দান করবেন, অতঃপর আপনি সন্তুষ্ট হবেন। (সূরা আদ-দুহা, আয়াত:৫)।
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য নিজেকে ফিরিয়ে আনুন! যুদ্ধে হেরে গেলে চলবে না! বি ইযনিল্লাহ!তরুণ সমাজ বিয়ের জন্য কেন হঠাৎ তৎপর? এই প্রশ্নটার জবাব বিশেষ করে অভিভাবক শ্রেণীর জানা উচিত। একটু পেছনে যাওয়া যাক… দুই কিংবা সর্বোচ্চ তিন জেনারেশন আগে, যখন বিজাতীয় সংস্কৃতি ছিলো না, সমাজে অশ্লীলতার ব্যাপক প্রসার ছিলো না তখণ ছেলেমেয়েদের বিয়ের বয়স ১০/১২/১৪ সর্বোচ্চ ১৮-২০। এর চেয়ে বেশী বয়সে বিয়ের কথা মানুষ চিন্তা ও করতে পারতো না।
হ্যাঁ, এর বেশি বয়সের যেসব ছেলেরা বিয়ে করতো তাদের স্ত্রীর বয়স এবং তাদের বয়সের পার্থক্য থাকতো দশ থেকে পনেরো বছর । বর্তমান অনলাইন, অফলাইনে বিশেষ করে যারা কৈশোরে পদার্পণ করেছে তাদের আলোচনার বিষয়বস্তু যেন একমাত্র {বিবাহ} এবং এই নিয়ে অসংখ্য post থাকলেও এসব চিন্তাভাবনার Fundamental বিষয়গুলো নিয়ে কোনো বিস্তর আলোচনা এখন পর্যন্ত চোখে পড়লো না। আমার একাধিক সিরিজ একসাথে চলমান থাকলেও চিন্তা করবেন না।
নিচে নিকাহ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | |
বইয়ের ধরণঃ | ইসলামিক বিষয়ক |
বইয়ের সাইজঃ | 2.46 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | মেরাজ হোসেন |
অনুবাদঃ |