নুরুল মোস্তাফা সাঃ pdf বই ডাউনলোড। চতুদর্শ শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রজা খাঁন বেরলভী (রহঃ) এর রচিত প্রায় দেড় হাজার কিতাবের মধ্যে নুরুল মোস্তফা সংশ্লিষ্ট বিষয়ের উপর অনন্য মৌলিক কিতাব। মহান আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর নূরানী জাতে পাক নিয়ে কিতাব খানি রচিত। এখানে দুটো বিষয় কুরআন হাদীছ এবং আকওয়ালে আয়িস্নার আলোকে প্রমাণ করা হয়েছে। একটি হচ্ছে আল্লাহর পিয়ারা নবী হচ্ছেন নূর।
আর দ্বিতীয়টি হচ্ছে তাঁর সত্ত্বা নূর হওয়ার কারনে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর পবিত্র দেহের ছায়া ছিল না। এ-দুটো মাছয়ালা আলা হযরত অত্যন্ত যুক্তির সাথে এখানে এমনভাবে প্রমাণ করেছেন যে, উক্ত বিষয়ে আর অন্য কোন কিতাবের প্রয়োজন বোধ হবে না।
আরও ইসলামিক বই দেখুনঃ
- নূরানী পদ্ধতিতে ব্যবহারিক নামাজ শিক্ষা pdf বই ডাউনলোড
- আসহাবে রাসূলের জীবনকথা ১ম খন্ড pdf বই ডাউনলোড
- সীরাতুন নবী ৪র্থ খন্ড pdf বই ডাউনলোড
- আহকামে জিন্দেগী pdf বই ডাউনলোড
- কুরআন শরীফ নূরানী ছাপা পিডিএফ ডাউনলোড
বিশেষতঃ আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এর নূরানী সত্ত্বা নিয়ে যখন একটি গোমরাহ শ্রেণী মুসলিম মিল্লাতের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রয়াসে লিপ্ত, ঠিক সে মুহূর্ত্তে আলা হযরত (রহঃ) এর রচিত নূরুল মোস্তফা আমাদের দেশের বাংলা ভাষাভাষী মুসলমানদের কে সঠিক পথের প্রতি রাহনুমায়ী করবে ভেবে আমি কিতাব খানার বাংলা অনুবাদে হাত দিয়েছি।
নুরুল মোস্তফা কিতাবখানি মুলতঃ সংশ্লিষ্ট মাছয়ালার উপর আলা হযরত শাহ আহমদ রযা খাঁন (রহঃ) এর লিখিত কয়েকটি রিছালার মিলিত রূপ। এগুলোকে একসাথে নুরুল মোস্তফা নামকরণ করে প্রকাশ করা হয়েছে। মানতিক হিকমতে ভরপুর আলা হযরত (রঃ) এর লিখিত কিতাবের অনুবাদ করার মত যোগ্যতা আমার নেই। বরং এই মহান ব্যক্তিত্বের তাত্ত্বিক আলোচনার সামনে নিজেকে বারে বারে অসহায়ই মনে হয়।
এরপরও বাঙ্গালী মুসলমানদের ইমানী প্রয়োজনীতার কথা ভেবেই আমি এর বাংলারূপে হাত দিয়েছি। ২০০২ সালে হজ্ব ব্রত পালনে মক্কা ও মদীনা শরীফে অবস্থান কালীন আমি কিতাবটির অনুবাদের কাজে হাতদিই সমাপ্ত করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার করি এবং কবুলিয়াতের জন্য আরজী পেশ করি। এদিকে আঞ্জুমান-এ খোদ্দামুল মুসলেমীন মদীনা মনোয়ারা শাখা কিতাবখানার প্রকাশনায় দায়িত্ব নেয়াতে কিতাবটি প্রকাশনার কাজটি সহজ হয়ে যায়। আমি অত্র সংস্থার সাথে
নিচে নুরুল মোস্তাফা সাঃ pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | ছীরাতুল মুস্তাকীম প্রকাশনী |
বইয়ের ধরণঃ | সীরাত বিষয়ক বই |
বইয়ের সাইজ | 10.0 MB |
প্রকাশ সালঃ | ২০০৪ সাল |
বইয়ের লেখকঃ | শাহ আহমদ রেযা খান রেবলভী রহ |
বইয়ের অনুবাদকঃ | মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন জুবাইর |