নেককার বদকার লোকের মৃত্যু কিভাবে হবে
নেককার বদকার লোকের মৃত্যু কিভাবে হবে pdf বই ডাউনলোড। পরকালের উপর বিশ্বাস রাখা ঈমানের পঞ্চম মূলনীতি। দুনিয়াতে প্রাণী মাত্রই মৃত্যুর স্বাধ গ্রহণ করতে হবে। পার্থিব জীবন চিরস্থায়ী নয়। হাসি-আনন্দ, সুখ ও দুঃখ একদিন শেষ হয়ে যাবে। মৃত্যু নামক সহাসত্য সকলের জীবনে একদিন আসবেই।
সুতরাং দুনিয়ার জীবন মানুষের শেষ জীবন নয়। এটা হচ্ছে একটা পরীক্ষা কেন্দ্র। এ জীবনের পরে শুরু হবে আরেক জীবন। সে জীবনের শুরু আছে, শেষ নেই। মৃত্যু মানুষের জন্য এক চরম সত্য।
আরও দেখুনঃ সঠিক ধর্মবিশ্বাসও উহার পরিপন্থী বিষয় pdf বই ডাউনলোড
তাই স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন জাগে মৃত্যু জিনিসটি কি? মৃত্যু কিভাবে হবে? মানুষ মৃত্যুর পর কোথায় যায়? এ সঙ্গে আরও একটা প্রশ্ন এসে দেধা দেয়, তা হল মৃত্যুর মাধ্যমে এ দুনিয়ার জীবনের সব ভাল ও মন্দ কাজের ফলাফল কি শেষ হয়ে যায়? দুনিয়ার জীবনে মানুষ যা কিছু করল ভাল কিংবা মন্দ এর ফল কি এ দুনিয়াতেই শেষ?
আমরা সকলকেই তার কর্ম অনুযায়ী ফল পাবো আখিরাতে ।
সাধারণত: এ দুনিয়ার জীবনে হাজারও কষ্টের মধ্যে হাজারও প্রতিকুলতার মধ্যে অনেক লোক এমন আছেন যিনি সৎপথে টিকে থাকার জন্য অবিরাম চেষ্টা করে যাচ্ছেন। তিনি অন্যের উপকার করছেন, অন্যের জন্য নিজের জীবন বিলিয়ে দিচ্ছেন কিন্তু এ দুনিয়াতে এ সৎ কাজের জন্য পুরোপুরি কোন পুরস্কার পাচ্ছেন না।
আরও দেখুনঃ রূহ সম্পর্কিত সংক্ষিপ্ত মাসআলাসমূহ pdf বই ডাউনলোড
বরং পাচ্ছেন উল্টো নির্যাতন কখনো বা তার ভাগ্যে জোটে মৃত্যুদন্ড। তাহলে কি তিনি যে সং কাজ করলে তা সব বিফলে যাবে? তার মৃত্যুর পর তার সৎ কাজের সুফল এ দুনিয়াবাসী। অনন্তকাল ধরে পাবে, আর তিনি নিজে তার ফলাফল পাবেন সম্পূর্ণ বিপরীত এটা কিভাবে মেনে নেয়া যায়?
অন্য দিকে একজন লোক জীবনভর অন্যায় কাজ করল সে হয়তো তার দুষ্কর্মের জন্য দুনিয়ার সামান্য শাস্তিও পেল কিন্তু তার দুষ্কর্মের শাস্তি সে পুরোপুরি পেল না। কখনও কখনও এ দুরন্দর ব্যক্তি দুনিয়ার সকলকে ফাকিঁ দিয়ে দুনিয়ার শাস্তিও এড়িয়ে লোক চক্ষুর আড়ালে দুষ্কর্ম চালিয়ে যায়। অথচ তার দুষ্কর্মের ফল অন্যেরা পেয়েই থাকে, এ জুলুমের পুরোপুরি শাস্তি কি সে কোনদিনও পাবে না? দুনিয়ায় যে জুলুম সে করেছে।
আরও দেখুনঃ শাফায়াত ও উসিলা pdf বই ডাউনলোড
নিচে নেককার বদকার লোকের মৃত্যু কিভাবে হবে pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ রিমঝিম প্রকাশনী বইয়ের ধরণঃ ঈমান বিষয়ক বইয়ের সাইজঃ 2.15 MB প্রকাশ সালঃ ২০১০ ইং বইয়ের লেখকঃ মুহাম্মাদ আবদুর রহমান খন্দকার অনুবাদঃ মোহাম্মাদ রকিবুদ্দিন আহমাদ হুসাইনডাউনলোড সার্ভার-১ঃ Download Now
ডাউনলোড করতে কোন সমস্যা হলেঃ