পরকালের প্রস্তুতি pdf বই ডাউনলোড। পার্থিব উন্নতির জন্য বিভিন্ন পরিকল্পনা সাজানোর পেছনে আমরা সর্বোচ্ছ চেষ্টা ব্যয় করি। কীভাবে বাড়ি বানাব! কীভাবে গাড়ি কিনব! বিয়ের জন্য পাত্রী বাছাই পর্বেও চলে কত পরিকল্পনা-কীভাবে পছন্দের মেয়েটিকে পাব জীবন সঙ্গিনী রূপে! কীভাবে ব্যবসায় লাভবান হয়ে আরও ধন-সম্পদ বাড়াব! এভাবে নানান কাজে নানান রকম পরিকল্পনা আমরা করি।
নিজে না জানলে শরাণাপন্ন হই অন্যের কাছে। পার্থিব বিষয় নিয়েই সারাক্ষণ চিন্তায় ডুবে থাকে, দুনিয়া নিয়ে মাথা কুটে কুটে মরে- আমাদের চারপশে এমন লোকের সংখ্যা অসংখ্য- অগণিত কী করে এক টাকাকে দুই টাকা বানানো যায়? একটা বাড়িতে হয় নাকি? ।
আরও ইসলামিক বই দেখুন।
- সিয়ামের প্রস্তুতি ও মাসায়েল pdf বই ডাউনলোড
- পরকালের সম্বল pdf বই ডাউনলোড
- পরকালের পাসপোর্ট pdf বই ডাউনলোড
- জিহাদি প্রশিক্ষণের গুরুত্ব pdf বই ডাউনলোড
- ভেতরের পাতায় pdf বই ডাউনলোড
কীভাবে আরেকটা বাড়ি নিমার্ণ করা যায়? এককথায় দুনিয়ার প্রতিটি বিষয়ে কীভাবে উন্নতির সর্বোচ্ছ শিখরে আরোহণ করা যায়? এসবই তাদের মাথায় সব সময় ঘুরঘুর করে। কিন্তু পরকাল নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। চিন্তা-ফিকির করার সময়ও নেই। আখিরাতের কামিয়াবি অর্জনের জন্য নেই কোনো পরিকল্পনা। কীভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারব, কীভাবে জান্নাতের এক স্তর থেকে আরও উন্নত স্তরে পৌঁছতে পারব- এসব চিন্তা তাদের ভাবনার আওতায় পড়ার যোগ্যতা রাখে না! পার্থিব জীবনকে সাজানোর জন্যই আমাদের এত শত পরিকল্পনা।
কিন্তু আমাদের পরকালের পরিকল্পনা? পরকালের প্রস্তুতি? এই নিয়ে আমাদেরন ভাবনা কতটুকু আছে আমরা জানি না। বরং আমরা মনে করি এই ইহকাল ই সব আনন্দ সব কিছু আসলে পরকাল বলে যে কিছু নির্ধারণ করা আছে তা আমাদের বে-খেয়ালি। আল্লাহ আমাদের সহায় হোন। পরকালের উত্তম প্রস্তুতি ও পরিকল্পনার জন্য এখানে কিছু দিন-নির্দেশনা প্রদান করছি। যেমন প্রথম; আল্লাহর ইবাদতে মশুগুল থাকা আল্লাহ তাআলার অধিক ইবাদত মুমিনকে শক্তিশালী করে তোলে।
তার মধ্যে দৃঢ়তা সৃষ্টি করে। তাকে সিক্ত করে স্থিরতা ও আত্মিক প্রশান্তির স্রোতধারায়। ইবাদতের মাধ্যমে যদি না হয়, তবে আর কীসের মাধ্যমে হবে পরকালের প্রস্তুতি! এবং দিনের শুরুটা যেন আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে হয় জাগ্রত হয়ে প্রথমে ঘুমের দুআ পড়বে- অর্থাৎ- সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মৃত্যু দেওয়ার পর আবার জীবিত করেছেন। এবং আমরা তারঁই নিকট পুনরুত্থিত হবো।
এরপর ওযু করে সময়মতো মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করবে। এর ফযীলত সম্পর্কে অনেক হাদীস বর্ণিত হয়েছে। আবু মূসা আশআরী রাযি, থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন- যে মুমিন দুই শীতলতার সময়কার নামাজ(ফজর ও আসর) আদায় করবে, সে জান্নাতে প্রবেশ করবে।
নিচে পরকালের প্রস্তুতি pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
বইয়ের প্রকাশকঃ | রুহামা পাবলিকেশন |
বইয়ের ধরণঃ | আখেরাত ও পরকাল |
বইয়ের সাইজঃ | 36.2 MB |
প্রকাশ সালঃ | |
বইয়ের লেখকঃ | শাইখ খালিদ আল-হুসাইনান রহ. |
অনুবাদঃ | হাসান মাসরুর |