প্রিয়তমা pdf বই ডাউনলোড। আবদুল্লাহ তাঁর পিতা আবদুল মুত্তালিবের পেছনে পেছনে যাচ্ছেন। কিছুক্ষণ আগে মক্কার মানুষ পিতা-পুত্রের ভালোবাসার এক অভূতপূর্ব ঘটনা প্রত্যক্ষ করেছে। এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে সচরাচর ঘটে না। পুরো মক্কা স্তব্ধ হয়ে ছিল কিছু সময়ের জন্য ।
মক্কার পবিত্র স্থান কাবাঘরের পাশে ঘটছিল এ ঘটনা। কাবাচত্বরে পৌত্তলিকদের স্থাপিত হোবল দেবতার সামনেই। মক্কার কুরাইশ গোত্রীয় নেতা আবদুল মুত্তালিব একের পর এক জবাই করছিলেন নিজের পালের উট। গুনে গুনে ১০০। কাবার আশপাশটা উটের রক্তে লাল হয়ে গেল।
আরও ইসলামিক বই দেখুনঃ
- ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্ত pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ২য়-খন্ড pdf বই ডাউনলোড
- আইনী তুহফা সলাতে মুস্তফা ১ম-খন্ড pdf বই ডাউনলোড
- জুমুআ ফযীলত ও বিধি-বিধান pdf বই ডাউনলোড
- অপরাধ ও শাস্তি সংক্রান্ত মাসআলা pdf বই ডাউনলোড
চারপাশে জমায়েত লোকজন আবদুল মুত্তালিবের এমন প্রতিজ্ঞারক্ষার ত্যাগ দেখে অবাক না হয়ে পারল না ১০০ উট কুরবানি করে দিলেন নির্দ্বিধায়? না, তবু থামলেন না আবদুল মুত্তালিব। তিনি আরও ৩০টি উট আনলেন। হোবল দেবতার হাতে রাখা ভাগ্যনির্বাচনের তির উত্তোলন করলেন আবার। তিনবারই পুত্র আবদুল্লাহর নাম বাদ দিয়ে উটের নাম নির্বাচিত হলো।
প্রতিবার তির উত্তোলনের বিনিময়ে ১০টি করে উট কুরবানি করে দিলেন । একে একে ৩০টি। গুনে গুনে সর্বমোট ১৩০টি ! এরপর পুত্র আবদুল্লাহর হাত ধরে তাঁকে নিয়ে সামনে এগিয়ে গেলেন। আবদুল মুত্তালিব। কুরাইশ গোত্রের এ অবিসংবাদিত নেতা কিছুদিন আগে এক অভিনব উদ্যোগ গ্রহণ করে পুরো মক্কা তো বটেই, পুরো আরবের সম্মান আদায় করে নিয়েছেন।
স্বপ্নে প্রত্যাদিষ্ট হয়ে তিনি নতুন করে খনন করেন জমজম কূপ। নবি ইসমাইল আলায়হিস সালামের পদাঘাতে প্রায় তিন হাজার বছর আগে যে কূপের ধারা প্রবাহিত হয়েছিল কাবার প্রান্তরে, কালের বিবর্তনে সে কূপ একসময় লুপ্ত হয়ে যায় মরুর বালিয়াড়ির নিচে। স্বপ্নে প্রত্যাদিষ্ট হয়ে তিনি নির্দিষ্ট স্থান খনন করে আবার সে কূপ মানুষের জন্য উন্মোচন করে দেন। জমজম কূপের সুমিষ্ট সুপেয় পানি পেয়ে মক্কার মানুষজন আবদুল মুত্তালিবের কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এ ঘটনার পর পুরো মক্কা অঞ্চলে তিনি অবিসংবাদিত নেতা হিসেবে বরিত হন।
কিন্তু কূপ খননের এ কর্মযজ্ঞ সমাধা করা খুব একটা সহজ ছিল না তাঁর জন্য। কূপ খননকালে নানা বাধার সম্মুখীন হন তিনি। মক্কা ও পার্শ্ববর্তী অঞ্চলের কয়েকজন গোত্রপতি দাবি করেন-যেহেতু কাবাঘরের মালিকানায় তাঁরাও সমান হকদার, সুতরাং এ কূপের মালিকানায় তাঁদেরও অংশীদার করতে হবে। আবদুল মুত্তালিব স্পষ্ট জানিয়ে দেন, তিনি স্বপ্নাদিষ্ট এ কূপের মালিকানায় কাউকে অংশীদার করবেন না। তিনি নিজে স্বপ্নাদিষ্ট হয়েছেন বিধায় এর মালিকানা এককভাবে তাঁর নিজস্ব এ নিয়ে উভয় পক্ষে বিবাদ ঘনিয়ে ওঠে।
নিচে প্রিয়তমা pdf pdf বই এর স্ক্রীনশট ও ডাউনলোড লিংক দেওয়া হলোঃ
প্রকাশকঃ | নবপ্রকাশ |
বইয়ের ধরণঃ | ইসলামিক বই বিষয়ক |
বইয়ের সাইজঃ | 9.54MB |
প্রকাশ সালঃ | ২০১৭ সাল |
বইয়ের লেখকঃ | সালাহউদ্দিন জাহাঙ্গীর |
বইয়ের অনুবাদকঃ |